My wife reminded me ____.
A
of my appointment
B
to go my appointment
C
to my appointment
D
my appointment
উত্তরের বিবরণ
• শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: – of my appointment
সম্পূর্ণ বাক্য: My wife reminded me of my appointment.
• Remind someone of something/someone – এটি একটি বহুল ব্যবহৃত ফ্রেজাল ভার্ব।
ইংরেজি অর্থ:
কারো বা কোনো কিছুর মতো মনে হওয়া, যা কাউকে অন্য কিছু বা কাউকে স্মরণ করিয়ে দেয়।
বাংলা অর্থ:
স্মরণ করিয়ে দেওয়া বা মনে করিয়ে দেওয়া।
উদাহরণ:
Your hair and eyes remind me of your mother.
(তোমার চুল ও চোখ আমাকে তোমার মায়ের কথা মনে করিয়ে দেয়।)
তথ্যসূত্র:
১. সহজ অভিধান – বাংলা একাডেমি
২. কেমব্রিজ ডিকশনারি
0
Updated: 3 months ago
What are you so angry___?
Created: 3 months ago
A
about
B
at
C
with
D
for
শূন্যস্থান পূরণে সঠিক শব্দ হবে – about।
-
সম্পূর্ণ বাক্য: What are you so angry about?
-
বাংলা অর্থ: তোমার এত রাগ কিসের কারণে?
Angry অর্থ হলো এমন একটি অনুভূতি যখন কেউ অন্যের খারাপ আচরণের কারণে বিরক্ত বা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাকে ডেকে বা আঘাত করতে চাইতে পারে।
যখন রাগ প্রকাশ করতে হয়, তখন angry শব্দের পর about প্রিপোজিশন ব্যবহার করা হয়।
সূত্র: ক্যামব্রিজ ডিকশনারি।
0
Updated: 3 months ago
He went to ____________ hospital because he had ___________ heart attack.
Created: 1 month ago
A
no article, an
B
a, an
C
the, no article
D
no article, a
১. নির্দিষ্ট কিছু জায়গার আগে সাধারণত Article ব্যবহার হয় না –
যখন এগুলো তাদের মূল উদ্দেশ্যে ব্যবহার করা হয়। যেমন:
-
school, college, market, bed, hospital, prison, mosque, temple, church, court ইত্যাদি।
👉 উদাহরণ:
-
I go to school. (আমি স্কুলে যাই – পড়াশোনার জন্য, যা স্কুলের মূল উদ্দেশ্য)
-
He went to market. (সে বাজারে গিয়েছিল – কেনাকাটার জন্য, বাজারের মূল উদ্দেশ্য)
-
He went to hospital for treatment. (সে হাসপাতালে গিয়েছিল চিকিৎসার জন্য, যা হাসপাতালের মূল কাজ)
২. অন্য কোনো উদ্দেশ্যে গেলে Article ব্যবহার করতে হয়।
উদাহরণ:
-
I went to the hospital to visit my uncle. (আমি আমার চাচাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম – এখানে উদ্দেশ্য “চিকিৎসা নেওয়া” নয়, তাই the বসেছে।)
প্রদত্ত বাক্যে বিশ্লেষণ
-
He went to hospital because he was ill.
এখানে সে চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছিল (হাসপাতালের মূল উদ্দেশ্য), তাই No article বসবে। -
He had a heart attack.
এখানে “heart attack” শব্দটি consonant sound দিয়ে শুরু হয়েছে, তাই এর আগে a বসবে।
✅ Final Answer: no article, a
Complete Sentence: He went to hospital because he had a heart attack.
উৎস: Practical English Usage – Michael Swan
0
Updated: 1 month ago
Choose the right word to fill the blank : It will be your task to make sure the ____ of traffic is maintained without interruption.
Created: 3 months ago
A
circulation
B
flow
C
current
D
procession
নিচের শব্দগুলোর অর্থ দেওয়া হলো—
ক) current - জলস্রোত, বায়ুস্রোত বা বিদ্যুৎ প্রবাহ।
খ) flow - বয়ে যাওয়া বা চলাচল করা।
গ) circulation - ঘুরে বেড়ানো বা বিশেষ করে রক্ত সঞ্চালনের প্রক্রিয়া।
ঘ) procession - মিছিল বা শোভাযাত্রা।
এখানে শূন্যস্থান পূরণের সঠিক শব্দ হবে flow।
উদাহরণ:
The flow of traffic — যানবাহনের চলাচলের প্রবাহ।
সম্পূর্ণ বাক্য:
আপনার কাজ হবে যান চলাচল যেন বাধাহীনভাবে চলতে থাকে তা নিশ্চিত করা।
সূত্র: বাংলা একাডেমির সহজ অভিধান।
0
Updated: 3 months ago