A
by
B
with
C
on a
D
on
উত্তরের বিবরণ
শূন্যস্থান পূরণের সঠিক শব্দ: on
-
পূর্ণ বাক্য: My friend always goes home on foot.
• On foot – অর্থ: পায়ে হেঁটে
-
যখন কেউ কোথাও পায়ে হেঁটে যায়, তখন "on foot" ব্যবহৃত হয়।
-
উদাহরণ: It takes around 30 minutes on foot, whereas it’s only 10 minutes by car.
অর্থাৎ, কোন জায়গায় হেঁটে যাওয়ার সময় "on foot" বলেই বোঝানো হয় যে যাত্রাটি পায়ে হেঁটে সম্পন্ন হচ্ছে।

0
Updated: 1 week ago
Fill in the blank with right option. I am looking forward ____ you.
Created: 1 day ago
A
to seeing
B
seeing
C
to see
D
to have seen
to seeing
-
সম্পূর্ণ বাক্য: I am looking forward to seeing you. (আমি তোমাকে দেখার অপেক্ষায় আছি।)
Look forward এর ব্যবহার:
-
"Look forward" এর পর 항상 "to" এবং এর পর verb এর "-ing" ফর্ম বসে।
উদাহরণ:
-
I am looking forward to receiving your letter.
-
I am looking forward to seeing you.
-
My friend is looking forward to going to London.
-
He is looking forward to starting his new job.
আরও কিছু বিশেষ শব্দের পর verb এর সাথে "-ing" যুক্ত হয়:
যেমন: mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদি।
উদাহরণ:
-
He came to Dhaka with a view to visiting a new place.
-
Would you mind closing the door?
-
I don't mind taking a cup of tea.
-
He cannot help laughing out loud.

0
Updated: 1 day ago
Question No. (65-69) are incomplete sentences. Choose the word or phrase that best completes the sentence. 65) Government has been entrusted ____ elected politicians.
Created: 2 weeks ago
A
with
B
for
C
to
D
at
Entrust শব্দের অর্থ হলো—কোনো দায়িত্ব বা বস্তু কাউকে দেওয়া, যাতে সে তা সঠিকভাবে পালন বা রক্ষণাবেক্ষণ করে।
Entrust Subject with Something (কারো উপর কোনো দায়িত্ব বা বস্তু অর্পণ করা):
-
অনেকেই কোম্পানির ওপর আস্থা রেখে তাদের অবসরকালীন সঞ্চয় অর্থ বিনিয়োগ করেছিলেন।
-
Be entrusted with something/somebody: আমি অর্থ দেখভালের দায়িত্বে নিযুক্ত ছিলাম।
Entrust Something to Subject (কোনো কিছু কাউকে অর্পণ করা):
-
সে একটি স্থানীয় আর্থিক পরামর্শক প্রতিষ্ঠানের কাছে বন্ধক ব্যবস্থা করানোর দায়িত্ব অর্পণ করেছিল।
-
দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা নিলাম আয়োজনের দায়িত্বে নিযুক্ত হয়েছেন।
আমরা এডিনবরার শীর্ষস্থানীয় কিছু ব্যবসায়ীকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালনার দায়িত্বে নিয়োজিত করেছি।
Entrusted with something: মানে হলো কোনো কিছুর দায়িত্ব পাওয়ায় তার প্রতি আস্থা স্থাপন করা হয়েছে।
-
Entrusted to someone: এখানে বোঝানো হয়, কোনো দায়িত্ব বা কাজ কাউকে অর্পণ করা হয়েছে—এক্ষেত্রে যেহেতু politicians একজন ব্যক্তি বা ব্যক্তিবর্গ, তাই সঠিক হবে Entrusted to।
তথ্যসূত্র: ক্যামব্রিজ ডিকশনারি

0
Updated: 2 weeks ago
At least one of the students ____ full marks every time.
Created: 1 week ago
A
get
B
are getting
C
gets
D
have got
শূন্যস্থানটি পূরণে সঠিক ক্রিয়া হলো gets
-
সম্পূর্ণ বাক্য: At least one of the students gets full marks every time.
• One of the দ্বারা সাধারণত বোঝানো হয় — একটি বড় দলের মধ্য থেকে একজনকে।
-
এ ধরনের বাক্যে গঠন হয়ঃ
One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular)। -
সুতরাং, এখানে one of the-এর পরে বহুবচন রূপ students ব্যবহৃত হয়েছে, এবং এর সঙ্গে একবচন ক্রিয়া gets যুক্ত হয়েছে।

0
Updated: 1 week ago