My friend always goes home ___ foot.
A
by
B
with
C
on a
D
on
উত্তরের বিবরণ
শূন্যস্থান পূরণের সঠিক শব্দ: on
-
পূর্ণ বাক্য: My friend always goes home on foot.
• On foot – অর্থ: পায়ে হেঁটে
-
যখন কেউ কোথাও পায়ে হেঁটে যায়, তখন "on foot" ব্যবহৃত হয়।
-
উদাহরণ: It takes around 30 minutes on foot, whereas it’s only 10 minutes by car.
অর্থাৎ, কোন জায়গায় হেঁটে যাওয়ার সময় "on foot" বলেই বোঝানো হয় যে যাত্রাটি পায়ে হেঁটে সম্পন্ন হচ্ছে।

0
Updated: 1 month ago
The film was directed in the director's usual ___ style.
Created: 3 weeks ago
A
confusion
B
idiosyncratic
C
personifying
D
purifying
অপশন অনুযায়ী শব্দগুলোর অর্থ:
ক) confusion
-
ইংরেজি অর্থ: Uncertainty about what is happening, intended, or required.
-
বাংলা অর্থ: বিভ্রান্তি; গোলমাল; অজানা পরিস্থিতিতে দ্বিধা; সিদ্ধান্তহীন অবস্থা।
খ) idiosyncratic
-
ইংরেজি অর্থ: relating to idiosyncrasy; peculiar or individual.
-
বাংলা অর্থ: ব্যক্তির নিজস্ব স্বভাব বা অনন্য বৈশিষ্ট্য; স্বতন্ত্র চিন্তাভাবনা বা আচরণ।
গ) personifying
-
ইংরেজি অর্থ: represent (a quality or concept) by a figure in human form.
-
বাংলা অর্থ: মানব আকারে কোনো গুণ বা ধারণা প্রকাশ করা; ব্যক্তিত্বপূর্ণ করা।
ঘ) purifying
-
ইংরেজি অর্থ: extract something from.
-
বাংলা অর্থ: বিশুদ্ধ করা; অশুদ্ধি দূর করা।
সঠিক শব্দ নির্বাচন:
উপরের অর্থগুলো অনুযায়ী, শূন্যস্থানে “idiosyncratic” শব্দটি বসালে বাক্যটি সম্পূর্ণ হবে।
-
Complete sentence: The film was directed in the director's usual idiosyncratic style.
-
বাংলা অর্থ: ছবিটি পরিচালকের নিজস্ব অনন্য এবং বৈশিষ্ট্যপূর্ণ শৈলীতে পরিচালিত হয়েছিল।
সূত্র: Oxford Learner's Dictionary

0
Updated: 3 weeks ago
I have read the book ____ you lent me.
Created: 2 months ago
A
that
B
whom
C
whose
D
what
🔹 বাক্যের শুন্যস্থানে বসবে একটি relative pronoun, যা "book" নামক জড় বস্তুকে নির্দেশ করে।
🔹 জড় বস্তু বা বস্তুবাচক পদার্থ নির্দেশ করতে সাধারণত "that" ব্যবহৃত হয়।
🔹 যদি বস্তুটি পরিচিত হয়, তবে "that" ব্যবহৃত হয়; আর অজানা বা অচেনা বস্তু বোঝাতে "what" ব্যবহার করা হয়।
উদাহরণস্বরূপ:
-
He gave me what I needed.
-
He gave me the book that I was looking for.
🔹 "whose" এবং "whom" ব্যক্তিবাচক সর্বনাম—এগুলো কেবল মানুষের ক্ষেত্রেই ব্যবহারযোগ্য।
সুতরাং, প্রদত্ত বাক্যের শুন্যস্থানটি পূরণ করতে "that"-ই উপযুক্ত pronoun।
✅ সম্পূর্ণ বাক্যটি হবে:
I have read the book that you lent me.

0
Updated: 2 months ago
Identify the correct sentence.
Created: 1 month ago
A
It is time they have called their parents.
B
It is time to called their parents.
C
It is time they called their parents.
D
It is time to calling their parents.
• Correct sentence: It is time they called their parents.
- Bangla Meaning: তাদের বাবা-মাকে কল করার উপযুক্ত সময় হয়েছে।
• It is time/ It is high time:
- It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে পরবর্তী verb টি past indefinite tense এ হয়।
- কোনো কিছু করার এখনই উপযুক্ত সময় অর্থে It is time/ It is high time ব্যবহৃত হয়।
- যেমন: It is high time you took responsibility for your actions.
• নিয়মানুযায়ী, প্রদত্ত বাক্যে It is high time এর পরে subject আছে, তাই এর পরে verb এর past form (called) বসবে।
• More examples:
- It is time we went to bed.
- It is time you made a decision.
- It is time he apologized for his mistake.
- It is time she packed her bags.
• তবে, It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
- যেমন: It is high time to stop corruption.

0
Updated: 1 month ago