EPI-এর পূর্ণরূপ কী?
A
Extended Program on immunization
B
Expanded program on immunization
C
Essential polio immunization
D
Extended pediatric immunization
উত্তরের বিবরণ
Expanded Program on Immunization (EPI) হচ্ছে World Health Organization (WHO) কর্তৃক পরিচালিত একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম, যার মাধ্যমে শিশুদের প্রাণঘাতী কয়েকটি রোগ থেকে সুরক্ষা দিতে ভ্যাকসিন প্রদান করা হয়।
বাংলাদেশে এই ভ্যাকসিনেশন প্রোগ্রাম মানুষের স্বাস্থ্য রক্ষায় এক বড় অর্জন হিসেবে বিবেচিত।
-
রোগ প্রতিরোধের ক্ষেত্রে ভ্যাকসিন আবিষ্কার ও প্রচলন মানবজাতির জন্য একটি বড় আশীর্বাদ।
-
ভ্যাকসিনের মাধ্যমে গুটি বসন্ত (Smallpox) ১৯৭৯ সালে সম্পূর্ণভাবে নির্মূল হয়। এর আগে শুধুমাত্র এই রোগেই প্রায় ৩০–৪০ কোটি মানুষের মৃত্যু হয়েছিল।
-
আবিষ্কৃত পোলিও ভ্যাকসিন OPV ব্যবহারের ফলে বাংলাদেশ বর্তমানে পোলিওমুক্ত দেশ হিসেবে স্বীকৃত।
-
ভ্যাকসিন প্রদানের কারণে রুবেলা, হাম (Measles), মাম্পস, যক্ষ্মা (Tuberculosis), ডিপথেরিয়া (Diphtheria), পারটুসিস (Whooping cough), ধনুষ্টংকার (Tetanus), হেপাটাইটিস ইত্যাদি রোগের সংক্রমণ প্রতিরোধ সম্ভব হয়েছে।
-
বাংলাদেশের EPI কর্মসূচির আওতায় শিশুদের জন্য যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, টিটেনাস, পোলিও এবং হাম-এর ভ্যাকসিন দেওয়া হয়। পাশাপাশি হেপাটাইটিস-বি এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা-বি (Hib) এর টিকাও প্রদান করা হয়।
-
মা ও শিশুকে টিটেনাস থেকে রক্ষার জন্য টিটেনাস টক্সয়েড (Tetanus toxoid) ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে।
-
ভ্যাকসিনেশনের জাতীয় কর্মসূচীতে নির্দিষ্ট ছক বা টিকা সময়সূচি অনুযায়ী শিশুদের ভ্যাকসিন প্রদান বাধ্যতামূলকভাবে অনুসরণ করা হয়।

0
Updated: 14 hours ago
পর্যায় সারণির একই গ্রুপে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার-
Created: 2 weeks ago
A
বৃদ্ধি পায়
B
হ্রাস পায়
C
হঠাৎ কমে যায়
D
অপরিবর্তিত থাকে
পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ (Atomic Radius)
-
সংজ্ঞা: পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ হলো পরমাণুর কেন্দ্র (নিউক্লিয়াস) থেকে সবচেয়ে বাইরের ইলেকট্রন পর্যন্ত দূরত্ব। এটি একটি পর্যায়বৃত্ত ধর্ম অনুসরণ করে।
1️⃣ একই পর্যায়ে (Period) পরিবর্তন
-
বাম থেকে ডান দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে পারমাণবিক ব্যাসার্ধ কমে যায়।
-
কারণ, একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বাড়লেও প্রধান শক্তিস্তর সংখ্যা বৃদ্ধি পায় না।
-
পারমাণবিক সংখ্যা বাড়লে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় এবং ইলেকট্রনও বৃদ্ধি পায়।
-
নিউক্লিয়াসের অধিক প্রোটন ও বাইরের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পেলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে টানে, ফলে পরমাণুর আকার ছোট হয়।
2️⃣ একই গ্রুপে (Group) পরিবর্তন
-
উপরের দিক থেকে নিচের দিকে গেলে নতুন শক্তিস্তর যুক্ত হয়, তাই পরমাণুর আকার বৃদ্ধি পায়।
-
যদিও নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা ও বাইরের ইলেকট্রনের সংখ্যা বাড়ার কারণে আকর্ষণ বৃদ্ধি পায়, নতুন শক্তিস্তরের যোগ পারমাণুর আকারকে বড় করে।
-
ফলস্বরূপ, গ্রুপের নিচের মৌলের আকার উপরের মৌলের চেয়ে বড় হয়।
সংক্ষেপে:
-
Period: বাম → ডান = আকার ↓
-
Group: উপরে → নিচে = আকার ↑
উৎস: রসায়ন, নবম–দশম শ্রেণি

0
Updated: 2 weeks ago
হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
Created: 1 month ago
A
ঐচ্ছিক
B
অনৈচ্ছিক
C
বিশেষ ধরনের ঐচ্ছিক
D
বিশেষ ধরনের অনৈচ্ছিক
হৃৎপিণ্ডের গঠন
হৃৎপিণ্ড মানুষের দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এটি বক্ষগহ্বরের বাম দিকে, দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত এবং দেখতে কিছুটা ত্রিকোণাকার ও ফাঁপা।
-
হৃৎপিণ্ড হৃৎপেশি (cardiac muscle) নামের এক ধরনের বিশেষ অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি।
-
পুরো হৃৎপিণ্ডকে বাইরের দিকে পেরিকার্ডিয়াম নামে পাতলা আবরণ ঢেকে রাখে।
-
এর প্রাচীর তিনটি স্তর দ্বারা গঠিত—
বহিঃস্তর (এপিকার্ডিয়াম)
-
এটি বাইরের স্তর, যোজক কলা দিয়ে তৈরি।
-
স্তরে কিছুটা চর্বি থাকে।
-
আবরণী কলা দিয়ে এটি আবৃত থাকে।
মধ্যস্তর (মায়োকার্ডিয়াম)
-
বহিঃস্তর ও অন্তঃস্তরের মাঝখানে অবস্থান করে।
-
এটি শক্ত ও অনৈচ্ছিক হৃৎপেশি দিয়ে গঠিত।
-
হৃৎপিণ্ডের সংকোচন-প্রসারণ মূলত এই স্তরের কাজের মাধ্যমেই ঘটে।
অন্তঃস্তর (এন্ডোকার্ডিয়াম)
-
এটি ভেতরের স্তর।
-
হৃৎপিণ্ডের সব প্রকোষ্ঠ ও কপাটিকা এই স্তর দিয়ে আবৃত থাকে।
-
এ স্তর হৃৎপিণ্ডকে ভেতরে থেকে মসৃণ রাখে এবং চারটি প্রকোষ্ঠে বিভক্ত করে।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি

0
Updated: 1 month ago
Lunar eclipse occurs on-
Created: 1 month ago
A
A new moon day
B
A full moon day
C
A half moon day
D
A moonless day
Solar eclipses occur at the new moon, and lunar eclipses occur at full moon.
- But a solar eclipse does not occur at every new moon, nor does a lunar eclipse occur at every full moon, because the Moon's orbital plane is inclined to the ecliptic, the plane of the orbit of Earth around the Sun.
উৎস: britannica.com

0
Updated: 1 month ago