কোন্ গ্যাস গ্রিন হাউস ইফেক্ট ঘটায়?
A
হাইড্রোজেন
B
নাইট্রোজেন
C
অক্সিজেন
D
মিথেন
উত্তরের বিবরণ
মিথেন গ্যাস গ্রিন হাউস ইফেক্ট ঘটায়। গ্রিন হাউস প্রভাব মূলত এমন এক প্রক্রিয়া যেখানে নির্দিষ্ট কিছু গ্যাস সূর্য থেকে আগত রশ্মির তাপ বায়ুমণ্ডলে আটকে দিয়ে পৃথিবীকে উত্তপ্ত করে।
এই প্রভাবের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যাকে বৈশ্বিক উষ্ণতা (Global Warming) বলা হয়। নিচে বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
-
গ্রিন হাউস প্রভাব
-
শীতপ্রধান দেশে কাঁচের তৈরি গ্রিন হাউস ব্যবহার করে কৃত্রিমভাবে উদ্ভিদ জন্মানো হয়।
-
গ্রিন হাউস গ্যাসসমূহ (Greenhouse gases) ঠিক ওই কাঁচের ঘরের মতো কাজ করে—সূর্যালোক ভেতরে ঢুকতে দেয় কিন্তু তাপ বাইরে বের হতে বাঁধা সৃষ্টি করে।
-
এভাবে বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়ার ঘটনাকেই গ্রিন হাউস ইফেক্ট (Greenhouse Effect) বলা হয়।
-
এই ধারণাটি সর্বপ্রথম Svante Arrhenius ব্যবহার করেন।
-
প্রধান গ্রিন হাউস গ্যাসসমূহ হলো: কার্বন ডাই-অক্সাইড (CO2), মিথেন (CH4), নাইট্রাস অক্সাইড (N2O), ক্লোরোফ্লোরোকার্বন (CFC) প্রভৃতি।
-
-
কার্বন ডাই-অক্সাইড (CO2)
-
এটি বর্ণহীন ও সামান্য গন্ধযুক্ত গ্যাস, পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় ০.০৩% অংশ জুড়ে রয়েছে।
-
উৎপত্তির উৎস: প্রাণীর প্রশ্বাস, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, জৈব পদার্থের পচন, মোটরযান ও শিল্পকারখানার জীবাশ্ম জ্বালানি (কয়লা, তেল, গ্যাস) পোড়ানো।
-
ব্যবহার: রেফ্রিজারেন্ট (আইসক্রিম সংরক্ষণে, ফায়ার এক্সটিংগুইশার)।
-
সমস্যা: বন উজাড় ও অধিক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে এর পরিমাণ দ্রুত বাড়ছে, ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে।
-
-
মিথেন (CH4)
-
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান।
-
জলাভূমি, ধানের অবশিষ্টাংশ, পচা জৈব পদার্থ থেকে উৎপন্ন হয়।
-
তাপ ধারণ ক্ষমতা CO2-এর চাইতে প্রায় ২০ গুণ বেশি, তাই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে এর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ।
-
-
ক্লোরোফ্লোরোকার্বন (CFC)
-
বিষমুক্ত ও নিষ্ক্রিয় যৌগ, গঠনে থাকে কার্বন ও ফ্লোরিন।
-
ব্যবহার: ফ্রিজ ও এসির কুল্যান্ট, স্প্রে-ক্যান (aerosol), মাইক্রো-ইলেকট্রনিক সার্কিট, প্লাস্টিক ফোম উৎপাদন।
-
সমস্যার দিক: ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী।
-
-
নাইট্রাস অক্সাইড (N2O)
-
এটি বর্ণহীন ও সামান্য মিষ্টি গন্ধযুক্ত গ্যাস।
-
উৎস: মোটরযান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, নাইট্রোজেন সার, কারখানার নির্গমন।
-
এটি গ্রিন হাউস গ্যাস হিসেবে বায়ুমণ্ডলকে উষ্ণ করে।
-
-
যেসব গ্যাস গ্রিন হাউস গ্যাস নয়
-
নাইট্রোজেন ও অক্সিজেন—এগুলো বায়ুমণ্ডলে সর্বাধিক পরিমাণে থাকলেও গ্রিন হাউস প্রভাব ঘটায় না।
-
হাইড্রোজেন—সবচেয়ে হালকা গ্যাস, স্বাভাবিক অবস্থায় রংহীন, গন্ধহীন ও স্বাদহীন।
-

0
Updated: 14 hours ago
গ্রিন হাউজে গাছ লাগানো হয় কেন?
Created: 1 month ago
A
উষ্ণতা থেকে রক্ষার জন্য
B
অত্যধিক ঠাণ্ডা থেকে রক্ষার জন্য
C
আলো থেকে রক্ষার জন্য
D
ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য
গ্রিন হাউজ
-
শীতের সময় বেশি ঠান্ডা থেকে গাছকে বাঁচাতে কাঁচ দিয়ে তৈরি এক ধরনের ঘর বানানো হয়।
-
এই কাঁচের ঘরকে বলা হয় গ্রিন হাউজ।
-
এতে সূর্যের আলো ভেতরে ঢুকে ঘরের ভিতরটা গরম রাখে, যা গাছের জন্য উপকারি।
-
তাই ঠান্ডা জায়গায় গাছ বাঁচিয়ে রাখতে গ্রিন হাউজে গাছ লাগানো হয়।

0
Updated: 1 month ago
নিচের কোনটি কৃত্রিম গ্রিনহাউস গ্যাস?
Created: 3 days ago
A
মিথেন
B
নাইট্রাস অক্সাইড
C
ক্লোরোফ্লোরোকার্বন
D
কার্বন ডাই-অক্সাইড
গ্রিনহাউস গ্যাস ও ক্লোরোফ্লোরোকার্বন (CFCs):
-
সঠিক উত্তর: গ) ক্লোরোফ্লোরোকার্বন (CFCs)
-
সম্পূর্ণ কৃত্রিম গ্যাস, মানুষ তৈরি।
-
ব্যবহৃত হয় ফ্রিজ, এয়ার কন্ডিশনার, অ্যারোসল স্প্রে ইত্যাদিতে।
-
-
গ্রিনহাউস গ্যাসের সংজ্ঞা:
পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা এবং সূর্য থেকে আসা তাপ শোষণ করে তা পুনরায় বিকিরণ করে, ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় এমন গ্যাসকে গ্রিনহাউস গ্যাস বলা হয়। -
প্রধান গ্রিনহাউস গ্যাস:
-
কার্বন ডাই-অক্সাইড (CO2)
-
জীবাশ্ম জ্বালানি পোড়ালে উৎপন্ন হয়।
-
প্রতি বছর প্রায় ২১.৩ বিলিয়ন টন CO2 নির্গত হয়।
-
বন উজাড় এবং শিল্প কারখানা থেকেও নির্গত হয়।
-
-
মিথেন (CH4)
-
নাইট্রাস অক্সাইড (N2O)
-
জলীয় বাষ্প (H2O vapor)
-
ক্লোরোফ্লোরোকার্বন (CFCs) – সম্পূর্ণ কৃত্রিম, মানুষের তৈরি।
-

0
Updated: 3 days ago
গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি?
Created: 2 weeks ago
A
কার্বন ডাই-অক্সাইড
B
মিথেন
C
নাইট্রাস অক্সাইড
D
ওজোন
কার্বন ডাই-অক্সাইড (CO₂) বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস, যা বৈশ্বিক উষ্ণায়নে সর্বাধিক ভূমিকা রাখে।
গ্রিনহাউস গ্যাস:
- যেসব গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলে থেকে তাপ শোষণ করে এবং তা পুনরায় বিকিরণ করে, ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় সেসব গ্যাস কে গ্রিনহাউস গ্যাস বলা হয়।
- গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে কার্বন ডাই অক্সাইড (CO2) সবচেয়ে উল্লেখযোগ্য।
• কার্বন ডাই-অক্সাইড (CO2) হলো অন্যতম প্রধান গ্রিনহাউস গ্যাস।
- জীবাশ্ম জ্বালানি পোড়ালে কার্বন ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। প্রতি বছর জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে ২১.৩ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড তৈরি হয়।
- এছাড়া এটি বন উজাড়ের কারণে ও শিল্পকারখানা থেকে নির্গত গ্যাসের কারণেও সৃষ্টি হয়।
• কার্বন ডাই-অক্সাইড ছাড়া অন্য গ্রিনহাউস গ্যাস গুলো হলো -
- মিথেন (CH4),
- নাইট্রাস অক্সাইড (N2O),
- জলীয় বাষ্প (H2O vapor),
- ক্লোরোফ্লুরোকার্বন (CFCs) ।

0
Updated: 2 weeks ago