হিগের কণার (Higgs Particle) প্রকৃতির সাথে কোন বাংলাদেশি বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে?
A
স্যার জগদীশ চন্দ্র বসু
B
সত্যেন্দ্র নাথ বসু
C
প্রফেসর জামাল নজরুল ইসলাম
D
ড. কুদরত-ই-খুদা
উত্তরের বিবরণ
বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু 1924 সালে কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে বিকিরণ সম্পর্কিত কোয়ান্টাম সংখ্যায়নতত্ত্ব প্রদান করেন। এজন্য তাঁকে কোয়ান্টাম সংখ্যায়নতত্ত্বের জনক বলা হয়।
তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ একশ্রেণির মৌলিক কণার নামকরণ করা হয় বোসন (Boson)। 1900 থেকে 1930 সালের মধ্যে হাইজেনবার্গ, শ্রোডিঙ্গার ও ডিরাকসহ অন্যান্য বিজ্ঞানীরা মিলে পদার্থের কোয়ান্টাম তত্ত্বকে প্রতিষ্ঠিত করেন।
বোসন (Boson)
-
মৌলিক বলগুলো কাজ করে কণার আদান-প্রদানের মাধ্যমে, আর সেই বলবাহী কণাগুলো হলো বোসন।
-
এদের স্পিন পূর্ণসংখ্যা (0, 1 ইত্যাদি)।
-
বোসন কণা পাউলির বর্জন নীতি (Pauli’s Exclusion Principle) মানে না।
-
এদের আলাদা কোনো প্রতিকণা নেই, অর্থাৎ এরা নিজেরাই নিজেদের প্রতিকণা।
-
স্ট্যান্ডার্ড মডেল অনুসারে বোসন দুই ধরনের: গেজ বোসন এবং হিগস বোসন।
(i) গেজ বোসন (Gauge Boson)
-
এদের স্পিন হলো 1।
-
প্রধান কণাগুলো হলো: গণ্ডুওন (g), ফোটন (γ), এবং W ও Z বোসন।
-
গণ্ডুওন (Gluon): সবল নিউক্লীয় বল বহন করে। এর নিশ্চল ভর শূন্য।
-
ফোটন (Photon): তাড়িতচৌম্বক বল বহন করে। এর নিশ্চল ভরও শূন্য।
-
W ও Z বোসন: W+, W- এবং W0—এই কণাগুলো দুর্বল নিউক্লীয় বলের বাহক। এদের ভর রয়েছে।
-
(ii) হিগস বোসন (Higgs Boson)
-
এর স্পিন 0 হলেও এর ভর রয়েছে।
-
হিগস বোসন বুঝতে হলে হিগস ক্ষেত্র (Higgs Field) সম্বন্ধে জানতে হবে।
-
হিগস ক্ষেত্র হলো একটি তাত্ত্বিক বলক্ষেত্র যা সর্বত্র বিদ্যমান এবং এর কাজ হলো মৌলিক কণাকে ভর প্রদান করা।
-
কোনো ভরহীন কণা যখন হিগস ক্ষেত্রে প্রবেশ করে তখন ধীরে ধীরে ভর লাভ করে এবং এর গতিবেগ কমে যায়।
-
ভর হিগস বোসনের মাধ্যমে কণাতে স্থানান্তরিত হয়। অর্থাৎ হিগস ক্ষেত্র ভর সৃষ্টি করে না, শুধু স্থানান্তর করে।
-
এই হিগস বোসনই ঈশ্বর কণা (God Particle) নামে পরিচিত।

0
Updated: 14 hours ago
সুষম খাদ্যের উপাদান কয়টি?
Created: 1 month ago
A
৪ টি
B
৫ টি
C
৬ টি
D
৮ টি
সুষম খাদ্য
মানবদেহের পুষ্টির প্রয়োজন ভালোভাবে পূরণ করতে সুষম খাদ্য খাওয়া খুব জরুরি। সুষম খাদ্যে মোট ৬ ধরনের উপাদান থাকে।
সুষম খাদ্যে শর্করা, প্রোটিন (আমিষ) এবং চর্বির পরিমাণ থাকে প্রায় ৪ : ১ : ১ অনুপাতে।
সুষম খাদ্যের উপাদান:
১। শর্করা
২। প্রোটিন (আমিষ)
৩। ভিটামিন
৪। খনিজ লবণ
৫। চর্বি
৬। পানি
সূত্র: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 month ago
নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
Created: 1 month ago
A
পরমাণু শক্তি
B
কয়লা
C
পেট্রোল
D
প্রাকৃতিক গ্যাস
নবায়নযোগ্য জ্বালানি বা শক্তি হলো এমন জ্বালানি যা ব্যবহার করার পর শেষ হয় না এবং বারবার পাওয়া বা ব্যবহার করা যায়। যেমন:
-
সৌরশক্তি (সূর্যের তাপ),
-
বায়ু শক্তি,
-
জলবিদ্যুৎ,
-
ভূ-তাপ শক্তি (জিওথার্মাল),
-
পরমাণু শক্তি,
-
বায়োগ্যাস ইত্যাদি।
অন্যদিকে, অনবায়নযোগ্য জ্বালানি হলো যেগুলো একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় এবং পুনরায় পাওয়া যায় না। যেমন:
-
কয়লা,
-
প্রাকৃতিক গ্যাস,
-
খনিজ তেল,
-
পারমাণবিক জ্বালানি।
সূত্র: পদার্থবিজ্ঞান, ৯ম-১০ম শ্রেণি, এনসিটিবি।

0
Updated: 1 month ago
পাথফাইন্ডার-এর মঙ্গলে অবতরণ সাল-
Created: 2 weeks ago
A
১৯৯০
B
১৯৯৫
C
১৯৯৭
D
২০০০
মার্স পাথফাইন্ডার ১৯৯৬ সালের ৪ ডিসেম্বর উৎক্ষেপণ করা হয় এবং ১৯৯৭ সালের ৪ জুলাই মঙ্গল গ্রহের এরেস ভ্যালিস-এ অবতরণ করে।
এটি সফলভাবে একটি যন্ত্রযুক্ত ল্যান্ডার এবং সোজার্নার রোভার সরবরাহ করে, যা ছিল মঙ্গল গ্রহে অবতরণ করা এবং পরিচালিত প্রথম রোবোটিক রোভার।
পাথফাইন্ডার তখন পর্যন্ত অভূতপূর্ব পরিমাণ তথ্য পৃথিবীতে প্রেরণ করে এবং তার প্রাথমিক নকশা জীবনের চেয়েও বেশি সময় ধরে সক্রিয় ছিল।
Key facts

উৎস: নাসা।

0
Updated: 2 weeks ago