In order to improve farming methods, we need ____.
A
machine
B
machinery
C
a machinery
D
machineries
উত্তরের বিবরণ
শূন্যস্থান পূরণের সঠিক উত্তর:
Complete Sentence: In order to improve farming methods, we need machinery.
• Machinery
English Meaning: The working parts or system of machines.
Bangla Meaning: যন্ত্রপাতি বা যন্ত্রের কলকব্জা।
• Machine শব্দটি গণনাযোগ্য (countable noun)।
-
সেক্ষেত্রে একবচনে a machine এবং বহুবচনে machines ব্যবহার করা হয়।
-
তাই শূন্যস্থানে machine বসালে অর্থগত ও ব্যাকরণগত অসঙ্গতি দেখা দিত।
অন্যদিকে,
-
Machinery একটি অগণনীয় (uncountable) বিশেষ্য।
-
এর আগে সাধারণত a, an, বা the জাতীয় article বসে না এবং এর কোনো বহুবচন রূপ হয় না।
-
তাই বাক্যে সঠিক ও প্রাসঙ্গিক শব্দ হিসেবে machinery ব্যবহৃত হয়েছে।

0
Updated: 1 month ago
The sentence 'Who would have thought Shylock was so unkind' expresses-
Created: 1 month ago
A
hyperbole
B
interrogation
C
command
D
wonder
The sentence 'Who would have thought Shylock was so unkind' expresses - wonder.
- যা কেউ ভাবে নি তাই ঘটেছে এটা বুঝাতে wonder হবে।
- "Who would have thought" একটি rhetorical expression., যা বোঝায় যে শাইলক এতটা নিষ্ঠুর হবে, তা কল্পনাও করা হয়নি।
- এখানে প্রকৃতপক্ষে প্রশ্ন করা হয়নি; বরং শাইলকের নিষ্ঠুরতায় বিস্ময় বা অবিশ্বাস প্রকাশ করা হয়েছে।
• উক্ত লাইনটি উইলিয়াম শেক্সপিয়ারের নাটক "The Merchant of Venice" থেকে নেওয়া। এটি শাইলকের চরিত্র সম্পর্কে বিস্ময় প্রকাশ করে বলা হয়েছে। শাইলক একজন ইহুদি সুদখোর হিসেবে উপস্থাপিত, যাকে এই নাটকে একটি বিতর্কিত এবং জটিল চরিত্র হিসেবে দেখানো হয়েছে।
- এই ধরনের উক্তি শেক্সপিয়ারের নাটকের বিভিন্ন চরিত্রের সংলাপে পাওয়া যায়, যেখানে মানব চরিত্রের অসংগতি এবং নৈতিক দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে।
• 'The Merchant of Venice' is a tragi-comedy by William Shakespeare.
- It is a play about a Jew অর্থাৎ এক ইহুদি সুদখোর 'Shylock' এর কাহিনী নিয়ে এটি রচিত।
- Shylock in Merchant of Venice was a Jewish moneylender.
- এটি একটি five acts বিশিষ্ট tragy-comedy.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এটি লেখা হয়েছিল।
• এই Tragicomedy এর উল্লেখযোগ্য চরিত্র -
- Antonio,
- Shylock (Jew moneylender),
- Portia,
- Bassanio,
- Jessica etc.
• Some important quotes of The Merchant of Venice:
- All that glitters is not gold
- The devil can cite Scripture for his purpose.
- It is a wise father that knows his own child.
- Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.
Source: Britannica.

0
Updated: 1 month ago
Honey is _______sweet.
Created: 1 month ago
A
very
B
too much
C
much too
D
excessive
নিচের বাক্যে শূন্যস্থান পূরণে সঠিক শব্দ হলো - very।
-
সম্পূর্ণ বাক্য: Honey is very sweet.
এখানে ‘sweet’ একটি adjective, যা কোনো noun বা pronoun এর বৈশিষ্ট্য প্রকাশ করে। adjective কে modify করার জন্য এর আগে adverb লাগে।
-
‘very’ একটি adverb, যা adjective ‘sweet’ কে আরও শক্তিশালী করে।
-
সাধারণত, adverb হলো এমন শব্দ যা verb, adjective বা অন্য adverb কে modify করে, noun বা pronoun নয়।
-
এই বাক্যে ‘very’ adjective ‘sweet’ কে modify করছে।
এভাবে ‘very’ adjective-এর মাত্রা বাড়ায় এবং বাক্যের অর্থ স্পষ্ট করে।

0
Updated: 1 month ago
I don't mind ____ with the cooking but I am not going to wash the dishes.
Created: 1 month ago
A
to help
B
help
C
helping
D
for helping
শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: helping
- পূর্ণ বাক্যটি হবে: I don't mind helping with the cooking but I am not going to wash the dishes.
• কিছু বিশেষ verb এবং preposition-এর পরে যখন আরেকটি verb বসে, তখন সেই verb-টি "ing" ফর্মে বসে।
এই ধরনের verb গুলোর মধ্যে আছে: mind, worth, can't help, with a view to, get used to, would you mind এবং যেকোনো preposition।
• উদাহরণস্বরূপ, "mind" শব্দটি যদি বাক্যে ব্যবহৃত হয় এবং তার পরে কোনো কাজ বোঝানো হয়, তবে সেই কাজটি verb-এর present form-এ "ing" যোগ করে লিখতে হয়।
• এই ক্ষেত্রে গঠন বা structure হবে:
Subject + mind + verb + ing + object
উদাহরণ:
-
She doesn’t mind working late.
-
Would you mind opening the window?

0
Updated: 1 month ago