'তোমরা এখন যাও।'-কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
A
আদেশ অর্থে
B
উপদেশ অর্থে
C
অনুরোধ অর্থে
D
প্রার্থনা অর্থে
উত্তরের বিবরণ
বর্তমান কালের অনুজ্ঞা
বর্তমান কালে ক্রিয়াপদের যে রূপ দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, বা অভিশাপ বোঝানো হয়, তাকে বর্তমান কালের অনুজ্ঞা বলে।
প্রকারভেদ:
আদেশ অর্থে:
কাজটি করে ফেল।
তোমরা এখন যাও।
উপদেশ অর্থে:
সত্য গোপন করো না।
কড়া রোদে ঘোরাফেরা করিস না।
'পাতিস নে শিলাতলে পদ্মপাতা। (এখানে 'পাতিস নে' মানে 'পড়ে থেকো না')
অনুরোধ অর্থে:
আমার কাজটি এখন কর।
অঙ্কটা বুঝিয়ে দাও না।
প্রার্থনা অর্থে:
আমার দরখাস্তটি পড়ুন।
অভিশাপ অর্থে:
মর, পাপিষ্ঠ।
বিশেষ দ্রষ্টব্য: আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় ইত্যাদি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎ কালে মধ্যম পুরুষে (তুমি, তোমরা) ক্রিয়াপদের যে রূপ হয়, তাকে অনুজ্ঞা পদ বলে।

0
Updated: 14 hours ago
"আমাকে একটি কলম দাও।" — এটি কোন ধরনের বাক্য?
Created: 3 weeks ago
A
প্রশ্নবাচক
B
অনুজ্ঞাবাচক
C
আবেগবাচক
D
বিস্ময়বাচক
অনুজ্ঞাবাচক বাক্য: আদেশ, নিষেধ, অনুরােধ, প্রার্থনা ইত্যাদি বােঝাতে অনুজ্ঞাবাচক বাক্য হয়। যেমন- • আমাকে একটি কলম দাও। • তার মঙ্গল হােক। • আমাকে একটু জল দাও। • বিপদে ধৈর্য ধর। উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।

0
Updated: 3 weeks ago
’রোগ হলে ওষুধ খাবে।’- কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
Created: 1 week ago
A
আদেশ
B
সম্ভাবনা
C
উপদেশ
D
বিধান
ভবিষ্যৎ কালের অনুজ্ঞা
অনুজ্ঞা ভবিষ্যৎ কালে বিভিন্ন অর্থ প্রকাশ করতে পারে—
আদেশ অর্থে:
-
সদা সত্য বলবে।
সম্ভাবনা অর্থে:
-
চেষ্টা কর, সবই বুঝতে পারবে।
বিধান অর্থে:
-
রোগ হলে ওষুধ খাবে।
অনুরোধ অর্থে:
-
কাল একবার এসো (বা আসিও/আসিবে)।
বিশেষ দ্রষ্টব্য:
আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎ কালে মধ্যম পুরুষে ক্রিয়াপদ যেরূপ ব্যবহৃত হয়, তাকেই অনুজ্ঞা পদ বলা হয়।

0
Updated: 1 week ago
আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি?
Created: 3 weeks ago
A
আমটা খাও
B
সবাই এখানে আসুন
C
সুখী হও
D
নিজের দিকে খেয়াল রাখ
যখন কাওকে কিছু করতে বলা হয় যেমন অনুরোধ বা আদেশ করা, তখন বর্তমান কালের সেই অবস্থাকে বর্তমান অনুজ্ঞা বলা হয়। যেমন: আমটা খাও

0
Updated: 3 weeks ago