বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কী বলে?
A
কারক
B
প্রত্যয়
C
পদ
D
সমাস
উত্তরের বিবরণ
পদ বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলা হয়।
পদ প্রধানত দুই প্রকার:
সব্যয় পদ
অব্যয় পদ
সব্যয় পদ আবার চার প্রকার:
বিশেষ্য
বিশেষণ
সর্বনাম
ক্রিয়া
এই শ্রেণিবিভাগ অনুসারে, পদ মোট পাঁচ প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া এবং অব্যয়।
0
Updated: 1 month ago
কোনটি বিশেষণবাচক শব্দ?
Created: 1 month ago
A
দহন
B
জীবনী
C
জীবাণু
D
জীবাশ্ম
জীবনী শব্দটি বাংলা একাডেমির অভিধান অনুযায়ী বিশেষণবাচক শব্দ। এটি অন্য কিছু বস্তুর বা জীবনের বৈশিষ্ট্য বা অবস্থার বর্ণনা করতে ব্যবহৃত হয়।

-
ক) দহন – বিশেষ্য (জ্বালানোর কাজ বা প্রক্রিয়া বোঝায়)।
-
গ) জীবাণু – বিশেষ্য (ক্ষুদ্র জীবকে নির্দেশ করে)।
-
ঘ) জীবাশ্ম – বিশেষ্য (প্রাচীন জীবের দেহাবশেষ বোঝায়)।
0
Updated: 1 month ago
পদ বিবেচনায় শব্দ কত প্রকার?
Created: 2 months ago
A
৬ প্রকার
B
৭ প্রকার
C
৮ প্রকার
D
৯ প্রকার
সঠিক উত্তর: ৮ প্রকার
পদসমূহ হলো:
-
বিশেষ্য
-
বিশেষণ
-
সর্বনাম
-
ক্রিয়া
-
অব্যয়
-
সম্বন্ধসূচক
-
করণসূচক
-
বিবিধ (উপসর্গ, অভ্যর্থনা ইত্যাদি)
0
Updated: 2 months ago
'উৎকর্ণ' - শব্দটি কোন পদ?
Created: 1 month ago
A
বিশেষণ
B
সর্বনাম
C
অব্যয়
D
বিশেষ্য
-
উৎকর্ণ শব্দটি বিশেষণ পদ, যা সংস্কৃত ভাষা থেকে আগত।
-
শব্দের অর্থ: শোনার জন্য কান খাড়া করে থাকা, শুনতে ব্যগ্র থাকা।
-
উল্লেখ্য: উৎকর্ষ শব্দটি বিশেষ্য পদ।
0
Updated: 1 month ago