ভুসুকুপা কয়টি পদ রচনা করেন?
A
১০টি
B
৮টি
C
৯টি
D
৭টি
উত্তরের বিবরণ
ভুসুকুপা চর্যাগীতি রচনার দিক থেকে ভুসুকুপা দ্বিতীয় স্থান অধিকার করেন। তাকে সৌরাষ্ট্রের ক্ষত্রিয় রাজপুত্র হিসেবে গণ্য করা হয়। তিনি দ্বিতীয় সর্বোচ্চ ৮টি পদ রচনা করেছেন।
ভুসুকুপার রচিত চর্যার পদগুলো হলো:
৬নং
২১নং
২৩নং
২৭নং
৩০নং
৪১নং
৪৩নং
৪৯নং
ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্র মতে, তিনি পূর্ব বঙ্গ অঞ্চলের মানুষ ছিলেন। তিনি তাঁর রচিত ৪৯নং পদে পদ্মা নদী (পঁউআ খাল) এবং ‘বঙ্গাল’ দেশ ও ‘বঙ্গালী’ শব্দের উল্লেখ করেছেন।
‘আপনা মাংসে হরিণা বৈরী’ (৬নং পদ) এই বিখ্যাত পদের রচয়িতাও ভুসুকপাই।
0
Updated: 1 month ago
কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা নয়?
Created: 1 month ago
A
টুনি মেম
B
তুলনাহীনা
C
পথে প্রবাসে
D
অবিশ্বাস্য
পথে প্রবাসে গ্রন্থের রচয়িতা সৈয়দ মুজতবা আলী নয়, এটি অন্নদাশঙ্কর রায় রচিত।
সৈয়দ মুজতবা আলী
-
জন্ম: ১৯০৪
-
ভূমিকা লিখেছেন: কাজী নজরুল ইসলামের রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম
-
প্রথম প্রকাশিত গ্রন্থ: দেশে বিদেশে (ভ্রমণ কাহিনি; আফগানিস্তানের কাবুল শহর নিয়ে লেখা)
-
ছদ্মনাম: প্রিয়দর্শী, ওমর খৈয়াম, মুসাফির, সত্য পীর
রচিত গ্রন্থসমূহ:
-
উপন্যাস: অবিশ্বাস্য, শবনম, তুলনাহীনা
-
রম্য রচনা: পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী
-
ছোটগল্প: চাচা-কাহিনী, টুনি মেম
0
Updated: 1 month ago
শহীদ কাদরী রচিত কাব্যগ্রন্থ কোনটি?
Created: 1 month ago
A
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
B
নিরঞ্জনের পৃথিবী
C
তোমাকে অভিবাদন প্রিয়তমা
D
চৈত্রের ভালোবাসা
• শহীদ কাদরী:
- স্বাধীন বাংলাদেশের শীর্ষস্থানীয় আধুনিক কবি।
- কলকাতার পার্কস্ট্রিটে ১৯৪২ সালে তিনি জন্মগ্রহণ করেন।
- মৃত্যুর পর তাঁর ইচ্ছে অনুসারে ঢাকাতে সমাধিস্থ করা হয়।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- উত্তরাধিকার।
- তোমাকে অভিবাদন প্রিয়তমা।
- কোথাও কোন ক্রন্দন নেই।
- আমার চুম্বনগুলো পৌছে দাও।
অন্যদিকে,
• নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থগুলো হলো:
- দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
- চৈত্রের ভালোবাসা,
- নিরঞ্জনের পৃথিবী,
0
Updated: 1 month ago
'সংস্কৃতির সংকট' গ্রন্থটি রচনা করেন কে?
Created: 2 months ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
বদরুদ্দীন উমর
C
ড. আহমদ শরীফ
D
কাজী মোতাহার হোসেন
বদরুদ্দীন উমর
-
জন্ম: ২০ ডিসেম্বর, ১৯৩১, বর্ধমান, পশ্চিমবঙ্গ
-
পেশা: অধ্যাপক ও রাজনীতিক
-
সম্পাদনা: ‘সংস্কৃতি’ সাময়িকী
প্রকাশিত প্রধান গ্রন্থসমূহ
-
সাম্প্রদায়িকতা
-
সংস্কৃতির সাম্প্রদায়িকতা
-
পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি
-
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ
-
যুদ্ধপূর্ব বাঙলাদেশ
-
যুদ্ধোত্তর বাঙলাদেশ
-
ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ
-
বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি
-
সংস্কৃতির সংকট
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago