ব্রাহ্মসমাজের মুখপত্র ছিলো কোন পত্রিকা?
A
কল্লোল
B
তত্ত্ববােধিনী
C
সওগাত
D
ধূমকেতু
উত্তরের বিবরণ
তত্ত্ববোধিনী পত্রিকা ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা ছিল ব্রাহ্মসমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র। ব্রাহ্মধর্মের প্রচার এবং তত্ত্ববোধিনী সভার সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ স্থাপন করার উদ্দেশ্যে ১৮৪৩ সালের ১৬ আগস্ট অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় এই পত্রিকাটির আত্মপ্রকাশ ঘটে। দে দেবেন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন।
উনিশ শতকের শ্রেষ্ঠ গদ্যলেখকদের মধ্যে অন্যতম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ এই পত্রিকায় নিয়মিত লিখতেন। তাঁদের লেখার মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যে এক নবযুগের সূচনা হয়েছিল।
পত্রিকাটির প্রধান উদ্দেশ্য ছিল বেদান্ত-প্রতিপাদ্য ব্রহ্মবিদ্যার প্রচার। তবে এর পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সমাজতত্ত্ব এবং দর্শন বিষয়ক মূল্যবান রচনাও এতে প্রকাশিত হতো। ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা ১৯৩২ সাল পর্যন্ত প্রকাশিত হয়েছিল।
অক্ষয়কুমারের পর বিভিন্ন সময়ে যারা এর সম্পাদনার দায়িত্ব পালন করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়
সত্যেন্দ্রনাথ ঠাকুর
অযোধ্যানাথ পাকড়াশী
হেমচন্দ্র বিদ্যারত্ন
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর
ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর

0
Updated: 15 hours ago
'বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অভিধান'-এর সম্পাদক কে?
Created: 2 months ago
A
মুহম্মদ আব্দুল হাই
B
মুহম্মদ শহীদুল্লাহ
C
মুহম্মদ এনামুল হক
D
আহমদ শরীফ
বাংলা একাডেমি ‘সংক্ষিপ্ত বাংলা অভিধান’-এর সম্পাদক ছিলেন আহমদ শরীফ। ২০০৯ সালের মধ্যে বাংলা একাডেমি অভিধান ও শব্দকোষ মিলিয়ে প্রায় ৭০টির মতো অভিধান প্রকাশ করেছে। এইসব অভিধানের মধ্যে ক্ষুদ্র পরিভাষাকোষ থেকে শুরু করে বহুখণ্ডে প্রকাশিত বৃহৎ অভিধানও রয়েছে।
নিম্নে বাংলা একাডেমি থেকে প্রকাশিত কিছু উল্লেখযোগ্য অভিধানের নাম দেওয়া হলো—
-
আঞ্চলিক ভাষার অভিধান : প্রণেতা– ড. মুহম্মদ শহীদুল্লাহ্
-
চরিতাভিধান : সম্পাদনা– শামসুজ্জামান খান ও অন্যান্য
-
উচ্চারণ অভিধান : প্রণেতা– নরেন বিশ্বাস
-
সমকালীন বাংলা ভাষার অভিধান (দুই খণ্ড) : সংকলক– আবু ইসহাক (প্রকাশকাল: ১৯৯৩ ও ১৯৯৮)
-
বানান অভিধান : প্রণেতা– জামিল চৌধুরী
-
লেখক অভিধান : সম্পাদনা– আশফাক-উল-আলম ও সহযোগীরা
-
মধ্যযুগের বাংলা ভাষার অভিধান : প্রণেতা– মোহাম্মদ আবদুল কাইউম এবং অন্যান্য
তথ্যসূত্র: ড. সৌমিত্র শেখর সম্পাদিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমির সরকারি ওয়েবসাইট।

0
Updated: 2 months ago
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?
Created: 4 weeks ago
A
মুনীর চৌধুরী
B
হাসান হাফিজুর রহমান
C
শামসুর রাহমান
D
গাজীউল হক
‘একুশে ফেব্রুয়ারি’ সাহিত্য সংকলন
‘একুশে ফেব্রুয়ারি’ ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি প্রথম সাহিত্য সংকলন। এটি কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা ও ইতিহাস—মোট ৬টি বিভাগের মাধ্যমে প্রকাশিত হয়, তাই এটিকে ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকা হিসাবেও দেখা যায়।
-
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য ঢাকায় যে আত্মদান করা হয়েছিল, তার স্মরণে ১৯৫৩ সালের মার্চে হাসান হাফিজুর রহমান ‘একুশে ফেব্রুয়ারি’ নামে সংকলনটি সম্পাদনা করেন।
-
প্রকাশক ছিলেন মোহাম্মদ সুলতান। সম্পাদক ও প্রকাশক উভয়েই বামপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
-
সংকলনে মোট ২২ জন লেখকের লেখা অন্তর্ভুক্ত ছিল।
-
আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান প্রথমবার এই সংকলনে প্রকাশিত হয়।
-
প্রকাশের মাত্র তিন সপ্তাহের মধ্যে পাকিস্তানের তৎকালীন সরকার সংকলনটি বাজেয়াপ্ত করে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া

0
Updated: 4 weeks ago
'তত্ত্ববোধিনী' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-
Created: 5 days ago
A
সত্যেন্দ্রনাথ ঠাকুর
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
অক্ষয়কুমার দত্ত
D
দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
'তত্ত্ববোধিনী' পত্রিকা ১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় এবং অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয়। এটি তৎকালীন উদার, বিজ্ঞানমনস্ক ও দেশসচেতন পত্রিকা হিসেবে পরিচিত ছিল।
-
সম্পাদনা:
-
প্রথম সম্পাদক: অক্ষয়কুমার দত্ত (১৮৫৫ সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন)
-
অক্ষয়কুমারের অবসরের পর সম্পাদক হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তবে অক্ষয়কুমারের সম্পাদনাকাল ছিল পত্রিকার স্বর্ণযুগ
-
অন্যান্য সম্পাদকরা: নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ ঠাকুর, অযোধ্যানাথ পাকড়াশী, হেমচন্দ্র বিদ্যারত্ন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর
-

0
Updated: 5 days ago