My uncle arrived while I _____ the dinner.
A
would cook
B
had cooked
C
cook
D
was cooking
উত্তরের বিবরণ
• সঠিক উত্তর: was cooking
সম্পূর্ণ বাক্য: My uncle arrived while I was cooking the dinner.
• While ব্যবহার করে দুটি ঘটনা যুক্ত হলে –
– যদি while–এর আগে ঘটে যাওয়া ঘটনাটি past indefinite tense–এ থাকে, তাহলে পরবর্তী অংশে past continuous tense ব্যবহৃত হয়।
– আবার, while–এর সঙ্গে যুক্ত অংশটি যদি past continuous tense হয়, তবে অপর অংশটি সাধারণত past indefinite tense–এ হয়।

0
Updated: 1 month ago
Pick the correct part to fill in the gap of the following sentence: Each of the sons followed __________ father's trade.
Created: 4 weeks ago
A
their
B
her
C
whose
D
his
• Each/each of/anybody/anybody/everyone/no one/one of এদের possessive adjective হিসেবে his/her বসে।
- যেমন: Everybody should do his or her duty.
• তবে শুধু feminine gender নির্দেশ করলে her এবং masculine gender নির্দেশ করলে his বসবে।
- যেমন:
- Each of the daughters has followed her father's business.
- Each of the sons has followed his father's trade.
• তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - his.
Complete sentence: Each of the sons followed his father's trade.
তবে,
• One এর Possessive Case one's বসে, his বা her বসে না।
- One should do one's duty.

0
Updated: 4 weeks ago
Of the four alternatives given under each sentence, find the one that best fits into the blank space :- The horror movie scared them out of their ______.
Created: 1 month ago
A
wits
B
seats
C
lives
D
funds
🔹 wits শব্দটি দিয়ে তৈরি এক জনপ্রিয় ইংরেজি বাক্যাংশ হলো ‘out of one’s wits’।
এর মানে হলো – অত্যন্ত ভয় পাওয়া, বিচলিত হওয়া বা দিশেহারা হয়ে যাওয়া।
🔸 Complete sentence:
The horror movie scared them out of their wits.
🔹 বাংলা অর্থ:
ভৌতিক সিনেমাটি তাদের খুব ভয় পাইয়ে দিয়েছিল / তারা আতঙ্কে দিশেহারা হয়ে গিয়েছিল।
🔸 Out of one’s wits
English Meaning:
To be extremely frightened or shocked.
Bangla Meaning:
ভীষণ ভয় পাওয়া / খুব বিচলিত বা পাগলপ্রায় হয়ে যাওয়া।
🔸 Example Sentence:
You’ll drive me out of my wits if you go on behaving in this way.
🔹 বাংলা অর্থ:
তুমি যদি এভাবে চলতে থাকো, তাহলে আমাকে পাগল করে দেবে।
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago
When they had their first child, they put ____ a large sum for his education.
Created: 1 month ago
A
aside
B
beside
C
outside
D
under
Put something aside (phrasal verb):
English Meaning: To keep or save something (like money or time) for later use, especially for something important.
Bangla Meaning: আলাদা করে রাখা; ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা।
উদাহরণ বাক্য:
তাদের প্রথম সন্তান জন্মানোর পর, তারা তার পড়াশোনার জন্য অনেক টাকা আলাদা করে রাখে।
👉 অন্য কোন অর্থ এখানে প্রযোজ্য নয়।
Source: Cambridge Dictionary

0
Updated: 1 month ago