বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা কে?
A
জয়দেব
B
চণ্ডীদাস
C
বিদ্যাপতি
D
গোবিন্দদাস
উত্তরের বিবরণ
বৈষ্ণব পদাবলি:
বৈষ্ণব পদাবলি মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল।
বাঙালি কবি জয়দেবকে বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা বা পদাবলির আদিকবি বলা হয়। তাঁর রচিত রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত 'গীতগোবিন্দম্' কাব্যটি আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন; তবে গ্রন্থটি বাংলা ভাষায় নয়, সংস্কৃত ভাষায় রচিত।
পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন।
অবাঙালি কবি বিদ্যাপতি/brজবুলি ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি হিসেবে বিবেচিত, তিনি অভিনব জয়দেব নামেও পরিচিত।
বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলি রচনা করেন চণ্ডীদাস।
এই কাব্যে পাঁচটি রস রয়েছে। যথা:
শান্তরস
দাস্যরস
সখ্যরস
বাৎসল্যরস
মধুররস
শৃঙ্গার রসকে মধুররস বলে উল্লেখ থাকলো।

0
Updated: 15 hours ago
বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?
Created: 2 weeks ago
A
সন্ধ্যাভাষা
B
অধিভাষা
C
ব্রজবুলি
D
সংস্কৃত ভাষা
বৈষ্ণব পদাবলি
বাংলা মধ্যযুগের সাহিত্যের সবচেয়ে উজ্জ্বল সৃষ্টি হলো বৈষ্ণব পদাবলি। এ কাব্যের প্রধান নায়ক ও নায়িকা হচ্ছেন শ্রীকৃষ্ণ ও রাধা। তাঁদের প্রেমকাহিনীকে কেন্দ্র করে বহু কবি পদ রচনা করেছেন।
এ ধারার উল্লেখযোগ্য কবিদের মধ্যে আছেন—
-
বিদ্যাপতি
-
চণ্ডীদাস
-
জ্ঞানদাস
-
গোবিন্দদাস
ভাষা ও বৈশিষ্ট্য
-
বৈষ্ণব পদাবলি মূলত রচিত হয়েছে ব্রজবুলি ভাষায়।
-
ব্রজবুলি হলো মৈথিলি ও বাংলার মিশ্রণে গঠিত এক ধরনের কৃত্রিম সাহিত্যিক ভাষা।
-
এটিকে বাংলা মধ্যযুগের দ্বিতীয় কাব্যভাষা বলা হয়।
-
ধারণা করা হয়, পঞ্চদশ শতাব্দীর শেষভাগে মিথিলার কবি বিদ্যাপতি প্রথম ব্রজবুলি ব্যবহার করেন।
অন্যদিকে, চর্যাপদের ভাষাকে গবেষকেরা অনেক সময় সন্ধ্যাভাষা বা সন্ধাভাষা নামে অভিহিত করেছেন।
উৎসঃ লাল নীল দীপাবলি – হুমায়ুন আজাদ

0
Updated: 2 weeks ago
বৈষ্ণব পদাবলি কোন চরিত্রের প্রেমলীলা অবলম্বনে রচিত?
Created: 1 month ago
A
লক্ষ্মী-নারায়ণ
B
উমা-মহেশ্বর
C
রাধা-কৃষ্ণ
D
সীতা-রাম
বৈষ্ণব পদাবলি
মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রধানতম গৌরব হলো বৈষ্ণব পদাবলি সাহিত্য। রাধা-কৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত এই অমর কবিতাগুলো বাংলাদেশে শ্রীচৈতন্যদেব প্রচারিত বৈষ্ণব মতবাদের প্রসারে ব্যাপক বিকাশ লাভ করে।
মধ্যযুগের সাহিত্যধারাগুলোর মধ্যে বৈষ্ণব সাহিত্যধারা পরিমাণ ও গুণ—উভয় ক্ষেত্রেই সবচেয়ে সমৃদ্ধ।
বৈষ্ণব সাহিত্য মূলত তিন প্রকার—
-
জীবনীকাব্য
-
বৈষ্ণব শাস্ত্র
-
বৈষ্ণব পদাবলি

0
Updated: 1 month ago
'গীতগোবিন্দম্' - গ্রন্থটি মধ্যযুগের কোন ধারার সাহিত্য?
Created: 3 days ago
A
বৈষ্ণব পদাবলি
B
রোমান্টিক প্রণয়োপাখ্যান
C
মঙ্গলকাব্য
D
লোকসাহিত্য
বৈষ্ণব পদাবলি মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি।
মুখ্য তথ্যসমূহ—
-
বাঙালি কবি জয়দেবকে বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা বা আদিকবি বলা হয়। তাঁর রচিত ‘গীতগোবিন্দম্’ কাব্য রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন, তবে এটি সংস্কৃত ভাষায় রচিত।
-
পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন এবং তাঁকে ব্রজবুলি ভাষায় আদি কবি বলা হয়; তিনি অভিনব জয়দেব নামেও পরিচিত।
-
বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলি রচনা করেন চণ্ডীদাস।
বৈষ্ণব পদাবলিতে পাঁচটি রস বিদ্যমান:
১. শান্তরস
২. দাস্যরস
৩. সখ্যরস
৪. বাৎসল্যরস
৫. মধুররস (শৃঙ্গার রস)
উৎস:

0
Updated: 3 days ago