কোনটি সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকা?
A
পরিচয়
B
কবিতা
C
ক্রান্তি
D
কল্লোল
উত্তরের বিবরণ
পরিচয় পত্রিকা বাংলা সাহিত্যের আধুনিক যুগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাময়িকী যা তিরিশের দশকের সাহিত্য আন্দোলনে বিশেষ ভূমিকা রেখেছে।
পরিচয় পত্রিকার সম্পাদক হিসেবে সুধীন্দ্রনাথ দত্ত দায়িত্ব পালন করেন এবং তিনি একাধারে ১২ বছর এই পত্রিকা সম্পাদনা করেন।
আধুনিক বাংলা সাহিত্য চর্চায় এই পত্রিকাটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
বাংলা সাহিত্যে তিরিশের আধুনিকতা আন্দোলনে পরিচয় পত্রিকার অবদান অনস্বীকার্য।
সাহিত্যিক গুরুত্বের দিক থেকে 'কল্লোল', 'কালিকলম' এবং 'পরিচয়' পত্রিকা তিনটির নাম একসঙ্গে উচ্চারিত হয়।
এটি ১৯৩১ সালে একটি ত্রৈমাসিক পত্রিকা হিসেবে কলকাতা থেকে আত্মপ্রকাশ করে।
অন্যদিকে অন্যান্য উল্লেখযোগ্য পত্রিকা সম্পর্কে তথ্য হলো:
'কবিতা' পত্রিকাটি বুদ্ধদেব বসু সম্পাদিত করতেন।
'ক্রান্তি' পত্রিকার প্রথম সংখ্যার সম্পাদক ছিলেন রণেশ দাশগুপ্ত।
'কল্লোল' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ।
0
Updated: 1 month ago
সুধীন্দ্রনাথ দত্ত কোন দশকের কবি ছিলেন?
Created: 2 months ago
A
বিশের দশক
B
তিরিশের দশক
C
চল্লিশের দশক
D
আশির দশক
সুধীন্দ্রনাথ দত্ত
জীবন ও পরিচিতি:
জন্ম: ১৯০১ সালের ৩০ অক্টোবর, কলকাতা, হাতীবাগান
পেশা: কবি, প্রাবন্ধিক, পত্রিকা সম্পাদক
সম্পাদিত পত্রিকা: ত্রৈমাসিক 'পরিচয়'
তিনি ছিলেন ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী এবং ফরাসি কবি মালার্মের প্রতীকী কাব্যাদর্শ অনুসরণকারী
কাব্যগ্রন্থ:
তন্বী
অর্কেষ্ট্রা
উত্তরফাল্গুনী
সংবর্ত
প্রবন্ধগ্রন্থ:
স্বগত
কুলায়
কালপুরুষ
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
‘কুলায় ও কালপুরুষ’ - প্রবন্ধগ্রন্থটি রচনা করেন কে?
Created: 2 months ago
A
অমিয় চক্রবর্তী
B
বিষ্ণু দে
C
প্রেমেন্দ্র মিত্র
D
সুধীন্দ্রনাথ দত্ত
‘কুলায় ও কালপুরুষ’
-
রচয়িতা: সুধীন্দ্রনাথ দত্ত
-
প্রকাশকাল: ১৯৫৭
-
ধরন: প্রবন্ধগ্রন্থ
সুধীন্দ্রনাথ দত্ত
-
জন্ম: ১৯০১ সালের ৩০ অক্টোবর, কলকাতার হাতীবাগান
-
পেশা ও পরিচিতি: কবি, প্রাবন্ধিক, পত্রিকা সম্পাদক
-
সম্পাদকতা: ত্রৈমাসিক পরিচয় পত্রিকা
-
সাহিত্যিক অবদান:
-
ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী খ্যাতিমান কবি
-
বাংলা গদ্যের আধুনিক রূপের প্রবর্তক
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ
-
তন্বী
-
অর্কেষ্ট্রা
-
ক্রন্দসী
-
উত্তরফাল্গুনী
-
সংবর্ত
-
প্রতিদিন
-
দশমী
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
সুধীন্দ্রনাথ দত্ত কোন পত্রিকা সম্পাদনা করে অমর হয়ে আছেন?
Created: 2 months ago
A
পরিচয়
B
বাসন্তিকা
C
ভারতী
D
কবিতা
সুধীন্দ্রনাথ দত্ত:
-
তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক।
-
১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে তাঁর জন্ম।
-
ত্রৈমাসিক ‘পরিচয়’ পত্রিকা সম্পাদনার জন্য তিনি বিশেষভাবে স্মরণীয়।
-
তিনি ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী খ্যাতিমান কবিদের অন্যতম ছিলেন।
-
ফরাসি কবি মালার্মের প্রতীকী কাব্যধারার অনুসারী ছিলেন তিনি।
তাঁর কাব্যগ্রন্থ:
-
তন্বী
-
অর্কেষ্ট্রা
-
উত্তরফাল্গুনী
-
সংবর্ত ইত্যাদি
তাঁর প্রবন্ধগ্রন্থ:
-
স্বগত
-
কুলায় ও কালপুরুষ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago