বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রধান মূলনীতির অন্তর্ভুক্ত নয় কোনটি?
A
সামরিক শক্তি বৃদ্ধি করা
B
সকলের প্রতি বন্ধুত্ব, কারও প্রতি বিদ্বেষ নয়
C
অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বর প্রতি সম্মান প্রদর্শন
D
অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা
উত্তরের বিবরণ
পররাষ্ট্রনীতি হলো কোনো সার্বভৌম রাষ্ট্রের গ্রহণকৃত নীতি, যা রাষ্ট্র তার জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য অন্যান্য রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক রক্ষার ক্ষেত্রে অনুসরণ করে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক রাজনীতিতে দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক বাধ্যবাধকতা এবং সাবভৌমত্ব রক্ষাকে কেন্দ্র করে তৈরি।
-
প্রধান লক্ষ্য: বহিঃশক্তির প্রভাব থেকে দেশের সাবভৌমত্ব ও ভূখণ্ড রক্ষা করা।
-
বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতিসমূহ:
১. সকলের প্রতি বন্ধুত্ব, কারও প্রতি বিদ্বেষ নয়:
-
বাংলাদেশ তার অর্থনৈতিক উন্নয়নের জন্য বৈদেশিক সাহায্যের উপর নির্ভরশীল। তাই কোনো বৃহৎ শক্তির পক্ষাভিমুখী না হয়ে, অন্যটির বিরাগভাজন হতে চায় না। দেশের ইতিহাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর, বাংলাদেশ চায় না যে সে কোনো বৃহৎ শক্তির খুঁটি হিসেবে ব্যবহৃত হবে।
২. অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান:
-
জাতিসংঘ সনদের ২(৪) ধারার সাথে সামঞ্জস্যপূর্ণ।
৩. অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা:
-
জাতিসংঘ সনদের ২(৭) ধারার উপর ভিত্তি করে। ২ ও ৩ নম্বর মূলনীতি দু’টি পারস্পরিক সমঝোতার ভিত্তিতে রাষ্ট্রীয় আচরণের আদর্শ প্রতিষ্ঠা করে।
৪. বিশ্ব শান্তি:
-
বাংলাদেশ শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী।
-
যে কোনো বিবাদ শান্তিপূর্ণ উপায়ে মীমাংসা করা।
-
আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তন শান্তিপূর্ণভাবে ঘটবে।
-
বাংলাদেশ কখনও বিশ্বের কোনো রাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকি প্রদর্শন করবে না।
-
পররাষ্ট্রনীতির লক্ষ্য ও উদ্দেশ্য:
১. আত্বরক্ষা
২. অর্থনৈতিক অগ্রগতি
৩. জাতীয় শক্তি রক্ষা ও প্রয়োজনমতো বৃদ্ধি
৪. নিজস্ব মতবাদে দৃঢ় থাকা
৫. জাতীয় মর্যাদা বৃদ্ধি
দ্রষ্টব্য: সামরিক শক্তি বৃদ্ধি বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রধান মূলনীতির অন্তর্ভুক্ত নয়।
0
Updated: 1 month ago
ওরাওঁ সমাজে গ্রামীণ শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য গঠিত সংগঠনের নাম কী?
Created: 1 month ago
A
পাঁড়হা
B
পাঞ্চেস
C
নাইগাস
D
মহাতোষ
ওরাওঁ বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের একটি নৃগোষ্ঠী, যারা তাদের নিজস্ব ভাষা, সাংস্কৃতিক প্রথা ও সামাজিক সংগঠন বজায় রেখে বসবাস করে।
প্রধান তথ্যগুলো হলো:
-
বাসস্থান: বরেন্দ্র অঞ্চল, পাশাপাশি ময়মনসিংহ, চট্টগ্রাম ও নোয়াখালী জেলায় ঐতিহাসিকভাবে বসতি।
-
ভাষা ও বর্ণমালা: ভাষার নাম কুরুক, বর্ণমালা নেই এবং সাহিত্য মৌখিক।
-
জাতিগত শ্রেণিবিন্যাস: অস্ট্রিক ও দ্রাবিড় ভাষাতাত্ত্বিক গোষ্ঠী।
-
গ্রাম সংগঠন: পাঞ্চেস, যা যাবতীয় বিবাদ মেটানো ও শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কার্যকর।
-
গ্রাম প্রশাসন:
-
একজন হেডম্যান বা মহাতোষ
-
একজন পুরোহিত বা নাইগাস
-
গ্রামে বয়স্ক সাত-আটজন ব্যক্তি দ্বারা পাঞ্চেস গঠিত হয়।
-
-
পাঞ্চেসের কার্যকাল: সাধারণত তিন থেকে পাঁচ বছর।
0
Updated: 1 month ago
বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার শুরু হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯৮৫ সালে
B
১৯৮০ সালে
C
১৯৭৬ সালে
D
১৯৮২ সালে
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত এবং এটি বাংলাভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন সম্প্রচার মাধ্যমগুলোর মধ্যে একটি।
-
প্রারম্ভিক সম্প্রচার: ১৯৬৪ সালের ২৫শে ডিসেম্বর, একটি পাইলট প্রকল্প হিসেবে।
-
প্রথম সম্প্রচার কেন্দ্র: তৎকালীন ডি আই টি ভবন (বর্তমানে রাজউক কার্যালয়) এর দুটি কক্ষে, যেখানে দৈনিক মাত্র ৩ ঘন্টা সম্প্রচার হত।
-
রাষ্ট্রীয় চ্যানেল হিসেবে প্রতিষ্ঠা: ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ (পি.ও নং-১১৫) অনুযায়ী।
-
নতুন ভবনে স্থানান্তর: ১৯৭৫ সালের ৯ই ফেব্রুয়ারি রামপুরার নিজস্ব টিভি ভবনে স্থানান্তরিত হয়।
-
রামপুরা ভবনে সম্প্রচার কার্যক্রমের সূচনা: ৬ই মার্চ ১৯৭৫ থেকে নতুন আঙ্গিকে সম্প্রচার শুরু হয়।
-
রঙিন সম্প্রচার শুরু: ১৯৮০ সালে।
উৎস:
0
Updated: 1 month ago
প্রাচীন সমতট জনপদের কেন্দ্র ছিল -
Created: 2 months ago
A
লালমাই
B
পুণ্ড্রনগর
C
কোটিবর্ষ
D
পাহাড়পুর
সমতট:
- দক্ষিণ পূর্ব বাংলার জনপদ সমতট নামটির অর্থ তটের সমান্তরাল।
- চতুর্থ শতকের সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ লিপিতে তাঁর রাজ্যের পূর্ব সীমায় সমতটের উল্লেখ রয়েছে।
- কালিদাসের রঘুবংশ কাব্যের মাধ্যমে জানা যায় যে, সমতট বঙ্গের পূর্বে অবস্থিত ছিল।
- তিনি বৌদ্ধ সংস্কৃতির বিদ্যমান অবস্থার যে বর্ণনা রেখে গেছেন তা থেকে বোঝা যায় যে, কুমিল্লার লালমাই অঞ্চলই সমতট।
- সমতট বঙ্গের পূর্বে অবস্থিত ছিল।
- মেঘনা পূর্ববর্তী অঞ্চলই সমতট বলে পরিচিত ছিল।
- সমতটের কেন্দ্র ছিল কুমিল্লার নিকটবর্তী 'লালমাই' এলাকা।
- প্রাচীন ত্রিপুরা বা বর্তমান কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলই নিয়েই ছিল প্রাচীন সমতট জনপদ।
- হিউয়েন সাঙ সপ্তম শতকে সমতটে এসেছিলেন।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago