সংবিধান রচনার জন্য তৎকালীন রাষ্ট্রপতি কর্তৃক ‘গণপরিষদ আদেশ’ জারি করা হয় -
A
২৩ মার্চ, ১৯৭২
B
১০ এপ্রিল, ১৯৭২
C
১১ এপ্রিল, ১৯৭২
D
১৭ এপ্রিল, ১৯৭২
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া শুরু হয় ১৯৭২ সালে, যা স্বাধীন রাষ্ট্রের আইনগত ও সাংবিধানিক কাঠামো স্থাপনের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
-
প্রথম পদক্ষেপ: তৎকালীন রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী ১৯৭২ সালের ২৩ মার্চ ‘গণপরিষদ আদেশ’ জারি করেন।
-
প্রথম অধিবেশন: ১০ এপ্রিল ১৯৭২, যেখানে গণপরিষদে ৪০৩ জন সদস্য ছিলেন।
-
নির্বাচিত পদাধিকারী:
-
সভাপতিত্ব করেন মওলানা আবদুর রশীদ তর্কবাগীশ
-
স্পিকার: শাহ আবদুল হামিদ
-
ডেপুটি স্পিকার: মোহাম্মদ উল্লাহ
-
২ মে ১৯৭২ শাহ আবদুল হামিদের মৃত্যুর পর মোহাম্মদ উল্লাহ স্পিকার নির্বাচিত হন।
-
-
সংবিধান-প্রণয়ন কমিটি: ১১ এপ্রিল গঠিত, ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে ৩৪ সদস্যের কমিটি।
-
জনমত সংগ্রহ: সংবিধান প্রণয়ের সময় জনগণের মতামত আহ্বান করা হয় এবং ৯৮টি সুপারিশ গ্রহণ করা হয়।
-
সাহায্য: গণপরিষদ ভবনে ব্রিটিশ আইনসভার খসড়া আইন-প্রণেতা আই গাথরি সহযোগিতা করেন।
-
ভাষা পর্যালোচনা: সংবিধানের বাংলা রূপ পর্যালোচনার জন্য আহ্বায়ক ড. আনিসুজ্জামান, ভাষা বিশেষজ্ঞ সৈয়দ আলী আহসান ও মযহারুল ইসলাম।
-
উত্থাপন: ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে খসড়া সংবিধান বিল আকারে উপস্থাপন করা হয়।
-
পাস ও সই: ১৪-১৫ ডিসেম্বর সংসদে পাস হওয়া সংবিধানের হাতের লেখা কপিতে ৩৯৯ জন সদস্য সই করেন, ৪ জন সদস্য বিরত থাকেন।
-
কার্যকর হওয়া: ১৬ ডিসেম্বর ১৯৭২, বিজয় দিবসে সংবিধান কার্যকর হয়।
0
Updated: 1 month ago
সরকারি বিল কারা উত্থাপন করে?
Created: 1 month ago
A
সাধারণ সংসদ সদস্য
B
বিরোধী দলের নেতা
C
স্পিকার
D
মন্ত্রীরা
বিল (Bill) সংক্রান্ত তথ্য:
-
সংজ্ঞা:
-
আইনের প্রাথমিক প্রস্তাবকে বিল বলা হয়।
-
আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে যে কোনো প্রস্তাব বিল আকারে উত্থাপিত হয়।
-
-
বিলের প্রকার:
-
সরকারি বিল
-
বেসরকারি বিল
-
-
সরকারি বিল:
-
সরকারি বিল মন্ত্রীদের দ্বারা উত্থাপিত হয়।
-
সরকারি বিল উত্থাপনের জন্য ৭ দিনের সময় প্রয়োজন।
-
-
বেসরকারি বিল:
-
সাধারণ সংসদ সদস্যরা উত্থাপিত বিলকে বেসরকারি বিল বলা হয়।
-
বেসরকারি বিল উত্থাপনের জন্য ১৫ দিনের নোটিশ প্রয়োজন।
-
0
Updated: 1 month ago
'শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন'- উক্তিটি করেন কে?
Created: 2 months ago
A
বেনথাম
B
সক্রেটিস
C
প্লেটো
D
এরিস্টটল
-
প্লেটোর মতে, শাসক যদি মহৎ গুণে সমৃদ্ধ হয় তবে আইন অপ্রয়োজনীয়, আর শাসক যদি মহৎ গুণসম্পন্ন না হয় তবে আইন কার্যকর হয় না।
-
মহৎ গুণসম্পন্ন শাসকের জন্য আইন প্রয়োজন হয় না।
-
তাদের মূল চালিকাশক্তি হবে প্রজ্ঞা ও মুক্তি।
-
এ অবস্থায় দার্শনিক রাজারা অবিবেচনাপ্রসূতভাবে শাসন পরিচালনা করবেন।
-
তাদের ওপর কোনো আইনের বাধ্যবাধকতা থাকবে না।
উৎস: রাষ্ট্রবিজ্ঞান-২: রাষ্ট্রচিন্তা, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago
সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি কোন বাজেট থেকে প্রণয়ন করে থাকে?
Created: 1 month ago
A
রাজস্ব বাজেট
B
অ-উন্নয়ন বাজেট
C
চলতি বাজেট
D
উন্নয়ন বাজেট
মূলধন বাজেট বা উন্নয়ন বাজেট সংক্রান্ত তথ্য:
-
মূলধন বা উন্নয়ন বাজেট হলো সেই বাজেট যেখানে সরকারের মূলধন আয় ও ব্যয়ের হিসাব দেখানো হয়।
-
মূল লক্ষ্য: দেশের ও জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন সাধন।
-
সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করে এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজন অনুযায়ী অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকে অর্থসংস্থান করে।
অর্থসংস্থানের উৎস:
-
অভ্যন্তরীণ আয়ের উৎস:
-
রাজস্ব উদ্বৃত্ত
-
বেসরকারি সঞ্চয়
-
ব্যাংক ঋণ
-
অতিরিক্ত কর ধার্য ইত্যাদি
-
-
বৈদেশিক আয়ের উৎস:
-
বৈদেশিক ঋণ
-
বৈদেশিক অনুদান
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ব্যয়কৃত খাতসমূহ:
-
কৃষি
-
শিল্প
-
বিদ্যুৎ ও জ্বালানি
-
মহিলা ও যুব উন্নয়ন
-
পরিবহন ও যোগাযোগ
-
পল্লি উন্নয়ন ও গৃহায়ণ
সারসংক্ষেপ: মূলধন বাজেট দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago