সংবিধান রচনার জন্য তৎকালীন রাষ্ট্রপতি কর্তৃক ‘গণপরিষদ আদেশ’ জারি করা হয় -

A

২৩ মার্চ, ১৯৭২

B

১০ এপ্রিল, ১৯৭২ 

C

১১ এপ্রিল, ১৯৭২ 

D

১৭ এপ্রিল, ১৯৭২

উত্তরের বিবরণ

img

বাংলাদেশের সংবিধানের খসড়া প্রণয়ন
- সংবিধান রচনার প্রথম পদক্ষেপ হিসেবে তৎকালীন রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী ১৯৭২ সালের ২৩ মার্চগণপরিষদ আদেশজারি করেন।
- এরপর ১০ এপ্রিল, ১৯৭২ গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- গণপরিষদে সদস্য ছিলেন ৪০৩ জন।
- মওলানা আবদুর রশীদ তর্কবাগীশের সভাপতিত্বে গণপরিষদের প্রথম অধিবেশনে শাহ আবদুল হামিদ স্পিকার মোহাম্মদ উল্লাহ ডেপুটি স্পিকার নির্বাচিত হন। মে, ১৯৭২ শাহ আবদুল হামিদ মারা গেলে মোহাম্মদ উল্লাহ স্পিকার নির্বাচিত হন।
- গণপরিষদ অধিবেশনের পরদিন ১১ এপ্রিল গণপরিষদে খসড়া সংবিধান-প্রণয়ন কমিটি গঠন করা হয়।

 সরকারের আইনমন্ত্রী . কামাল হোসেনকে আহ্বায়ক করে ৩৪ সদস্যের কমিটি গঠন করা হয়। 
- সংবিধান প্রণয়নের সময় জনগণের মতামত সংগ্রহের জন্য মতামত আহ্বান করা হয়।
- সংগৃহীত মতামত থেকে ৯৮টি সুপারিশ গ্রহণ করা হয়।
- গণপরিষদ ভবনে সংবিধান প্রণয়ন কমিটির বৈঠকে সহযোগিতা করেন ব্রিটিশ আইনসভার খসড়া আইন-প্রণেতা আই গাথরি।
- সংবিধান লেখার পর এর বাংলা ভাষারূপ পর্যালোচনার জন্য . আনিসুজ্জামানকে আহ্বায়ক, সৈয়দ আলী আহসান এবং মযহারুল ইসলামকে ভাষা বিশেষজ্ঞ হিসেবে একটি কমিটি গঠন করে পর্যালোচনার ভার দেওয়া হয়। 
- ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে তৎকালীন আইনমন্ত্রী . কামাল হোসেন খসড়া সংবিধান বিল আকারে উত্থাপন করেন।
- ১৪ ১৫ ডিসেম্বর সংসদে পাস হওয়া সংবিধানের হাতের লেখা কপির উপর সইয়ের জন্য দিন নির্ধারণ করা হয়। 
- দুই দিনব্যাপী সই অনুষ্ঠানে একে একে ৪০৩ জন গণপরিষদ সদস্যের মধ্যে ৩৯৯ জন সই করেন। মানবেন্দ্র নারায়ণ চাকমা (পি.. ২৯৯), সুরঞ্জিত সেনগুপ্ত (পি.. ২২১), আজিজার রহমান (পি.. ২২) এম ইব্রাহিম (পি.. ৮২) সই দানে বিরত থাকেন।
- ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) সংবিধান থেকে কার্যকর হয়।

Unfavorite

0

Updated: 15 hours ago

Related MCQ

পাকিস্তানি সেনাদের পরিকল্পিত অভিযানের অংশ ‘অপারেশন সার্চলাইট’-এ ঢাকা শহরে গণহত্যা পরিচালনার মূল দায়িত্ব কার ওপর অর্পিত হয়েছিল?

Created: 2 days ago

A

খাদিম হোসাইন রাজা

B

লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান 

C

আমির আবদুল্লাহ খান নিয়াজী

D

মেজর জেনারেল রাও ফরমান আলী

Unfavorite

0

Updated: 2 days ago

বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল কে?

Created: 4 days ago

A

এ এম আমিন উদ্দিন

B

মাহবুবে আলম

C

মো. আসাদুজ্জামান

D

ব্যারিস্টার রফিক-উল হক

Unfavorite

0

Updated: 4 days ago

বাংলাদেশে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন?

Created: 4 days ago

A

১৯৮৫ সালে

B

১৯৯০ সালে

C

২০০০ সালে

D

১৯৮০ সালে

Unfavorite

0

Updated: 4 days ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD