'দেবপর্বত' প্রাচীন কোন জনপদের রাজধানী ছিল?
A
গৌড়
B
হরিকেল
C
সমতট
D
পুণ্ড্র
উত্তরের বিবরণ
দেবপর্বত:
- দেবপর্বত বর্তমান কুমিল্লা জেলার বরকামতা নামক স্থানে অবস্থিত।
- এটি মূলত সমতট রাজ্যের রাজধানী ছিল।
- দেব রাজবংশের শাসনামলে এই স্থানটি গুরুত্বপূর্ণ
ছিল।
⇒ দেবপর্বত
সমতটের একটি প্রাচীন নগরীর
নাম।
- কুমিল্লার নিকটবর্তী ময়নামতী শৈলশিরায় এটি অবস্থিত।
- সমতটের পরম্পরাগত পাঁচটি পরিচিত রাজধানীর মধ্যে দেবপর্বত ছিল তৃতীয় ও
সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। রাজনৈতিক কেন্দ্রে পরিণত হওয়ার বহু পূর্বেই এটি
ছিল একটি তীর্থস্থান এবং
গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র।
• সমতট:
- দক্ষিণ-পূর্ব বাংলার প্রাচীন জনপদের নাম সমতট।
- বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের কিছু অংশ, বাংলাদেশের
বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
সমতট নামে পরিচিত ছিল।
- মেঘনা পূর্ববর্তী এলাকায় কুমিল্লা-নোয়াখালীর সমতল অঞ্চলে ছিল
সমতটের অবস্থান।
- রাজা রাজভট্টের (৭ম শতকে) অন্যতম
রাজধানী ছিল বড়োকামতা।

0
Updated: 15 hours ago
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
Created: 2 weeks ago
A
ঢাকা
B
ফরিদপুর
C
গাজীপুর
D
চাঁদপুর
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (BTRI)
-
অবস্থান: ঢাকা, মানিক মিয়া এভিনিউ, শেরে বাংলা নগর।
-
প্রতিষ্ঠা:
-
১৯৫১ সালে পাট উন্নয়ন গবেষণার জন্য প্রতিষ্ঠিত।
-
স্বাধীনতার পর ১৯৭৪ সালে আইনসঙ্গতভাবে (Act) পুনঃপ্রতিষ্ঠা।
-
-
উদ্দেশ্য ও কার্যক্রম:
-
পাট ও পাটজাত আঁশ ফসলের কৃষি গবেষণা।
-
কারিগরি গবেষণা।
-
পাট থেকে টেক্সটাইল পণ্য উদ্ভাবন সংক্রান্ত গবেষণা।
-
-
ঐতিহাসিক পটভূমি:
-
১৯০৪ সালে স্যার আর.এস. ফিনলো নেতৃত্বে ঢাকায় প্রথম পাট গবেষণা শুরু।
-
-
গবেষণা কেন্দ্রসমূহ:
-
কেন্দ্রীয় কেন্দ্র: মানিকগঞ্জে পাটের কেন্দ্রীয় কৃষি পরীক্ষণ স্টেশন।
-
আঞ্চলিক কেন্দ্র: রংপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ, চান্দিনা (কুমিল্লা)।
-
উপকেন্দ্র: তারাবো (নারায়ণগঞ্জ), মনিরামপুর (যশোর), কলাপাড়া (পটুয়াখালী)।
-
বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র: নশিপুর (দিনাজপুর)।
-
উৎস: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago
ড. মুহাম্মদ ইউনূস কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার লাভ করেন?
Created: 2 weeks ago
A
অর্থনীতি
B
শান্তি
C
সাহিত্য
D
পদার্থবিজ্ঞান
ড. মুহাম্মদ ইউনূস
-
ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ।
-
তিনি ক্ষুদ্রঋণ (Microcredit) নামক অর্থনৈতিক ব্যবস্থার জনক হিসেবে সমাদৃত।
-
মুহাম্মদ ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
-
তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন।
-
ড. ইউনূস বিশ্ব খাদ্য পুরস্কারসহ আরও জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন।
উল্লেখযোগ্য তথ্য:
-
ড. ইউনুসকে ২০২৪ সালে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করা হয়।
-
১৯৭৮ সাল থেকে ২০২১ পর্যন্ত তিনি জাতীয় ও আন্তর্জাতিক প্রায় ১৪৫টি পুরস্কার অর্জন করেছেন।
-
১৯৮৪ সালে তিনি র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।
-
তিনি স্বাধীনতা পুরস্কার লাভ করেন ১৯৮৭ সালে।

0
Updated: 2 weeks ago
বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কবে কার্যক্রম শুরু করে?
Created: 16 hours ago
A
১৬ ডিসেম্বর, ১৯৭১
B
২৬ ডিসেম্বর, ১৯৭১
C
৩১ অক্টোবর, ১৯৭২
D
১৬ ডিসেম্বর, ১৯৭২
বাংলাদেশ
ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক দেশের মুদ্রা ব্যবস্থাপনার প্রবর্তক ও নিয়ন্ত্রক, আর্থিক
খাতের রেগুলেটর এবং ব্যাংকের ব্যাংক।
- এটি মুদ্রানীতি ও ব্যাংকিং বিষয়ক
সরকারের পরামর্শদাতা এবং 'সরকারের ব্যাংক
বা কোষাগার' হিসেবেও দায়িত্ব পালন করে।
⇒
বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং ১২৭) এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হলেও এর কার্যক্রম শুরুর তারিখ ধরা হয় ১৯৭১ এর ১৬ ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবস থেকে।
- এর পূর্বে ১৯৭২ সালের রাষ্ট্রপতির
২৬ নম্বর অধ্যাদেশ বলে এদেশে কার্যরত
বারোটি বাণিজ্যিক ব্যাংককে জাতীয়করণ এবং পুনর্বিন্যাসের মাধ্যমে
ছয়টি বাণিজ্যিক ব্যাংকে রূপ দেয়া হয়।
- তবে বিদেশি ব্যাংকগুলোকে জাতীয়করণের আওতামুক্ত রাখা হয়। এছাড়া
তদানীন্তন দু'টি বিশেষায়িত
ব্যাংক- পাকিস্তান কৃষি উন্নয়ন ব্যাংক
ও শিল্প উন্নয়ন ব্যাংককে যথাক্রমে 'বাংলাদেশ কৃষি ব্যাংক' এবং
'বাংলাদেশ শিল্প ব্যাংক' নামে নামকরণ করা
হয়।
উল্লেখ্য,
- ১৯৭২ সালে সদ্য স্বাধীন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির ৩১ অক্টোবর ১৯৭২
তারিখের অনুমোদনক্রমে জারিকৃত বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নম্বর ১২৭/১৯৭২) এর মাধ্যমে বাংলাদেশ
ব্যাংক প্রতিষ্ঠিত হয়; যা ১৯৭১
সালের ১৬ ডিসেম্বর থেকেই
কার্যকর বলে গণ্য হয়।
দীর্ঘ নয়মাস সশস্ত্র স্বাধীনতা যুদ্ধে জয়লাভের পর ১৯৭১ সালের
১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় একটি
স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশ। সেই
দিন থেকে যাত্রা শুরু
হয় বাংলাদেশ ব্যাংকের।

0
Updated: 16 hours ago