'দেবপর্বত' প্রাচীন কোন জনপদের রাজধানী ছিল?
A
গৌড়
B
হরিকেল
C
সমতট
D
পুণ্ড্র
উত্তরের বিবরণ
দেবপর্বত হলো প্রাচীন সমতটের একটি গুরুত্বপূর্ণ নগরী, যা কুমিল্লা জেলার বরকামতা এলাকায় অবস্থিত। এটি মূলত সমতট রাজ্যের রাজধানী হিসেবে পরিচিত এবং দেব রাজবংশের শাসনামলে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল।
-
কুমিল্লার নিকটবর্তী ময়নামতী শৈলশিরায় অবস্থিত।
-
সমতটের পরম্পরাগত পাঁচটি পরিচিত রাজধানীর মধ্যে দেবপর্বত তৃতীয় ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।
-
রাজনৈতিক কেন্দ্রে পরিণত হওয়ার বহু পূর্বেই এটি একটি তীর্থস্থান এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে খ্যাত।
সমতট:
-
দক্ষিণ-পূর্ব বাংলার প্রাচীন জনপদের নাম সমতট।
-
বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের কিছু অংশ, বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সমতটের অন্তর্ভুক্ত ছিল।
-
মেঘনা নদীর পূর্ববর্তী কুমিল্লা-নোয়াখালীর সমতল অঞ্চলে সমতটের অবস্থান ছিল।
-
সপ্তম শতকে রাজা রাজভট্টের অন্যতম রাজধানী ছিল বড়োকামতা।
0
Updated: 1 month ago
কত সালে বঙ্গভঙ্গ হয়?
Created: 1 month ago
A
১৯০৩ সালে
B
১৯০৫ সালে
C
১৯০৯ সালে
D
১৯১১ সালে
১৯০৫ সালে লর্ড কার্জন প্রশাসনিক কারণ দেখিয়ে বাংলাকে দুটি প্রদেশে বিভক্ত করেন, যা ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত।
বঙ্গভঙ্গ:
-
১৯০৫ সালের ১৬ অক্টোবর ভারতের গভর্নর লর্ড কার্জন বাংলাকে ভাগ করেন। এই বিভাজনকে ইতিহাসে বঙ্গভঙ্গ বলা হয়।
-
বাংলার মুসলমানরা নবাব সলিমুল্লাহর নেতৃত্বে বঙ্গভঙ্গকে স্বাগত জানায়।
-
অন্যদিকে, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।
-
ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে হিন্দু সম্প্রদায় বঙ্গভঙ্গের বিরুদ্ধে সুদৃঢ় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলে।
-
রাজা পঞ্চম জর্জ ভারত সফরে এসে দিল্লির দরবারে বঙ্গভঙ্গ রদ করার ঘোষণা দেন।
-
বঙ্গভঙ্গ রদের পর হিন্দু সম্প্রদায় খুশি, কিন্তু মুসলমান সম্প্রদায় মর্মাহত ও হতাশ হয়।
-
অবশেষে ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করা হয়।
সূত্র:
0
Updated: 1 month ago
জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভগুলো দ্বারা কোন সময়কালকে প্রতীকায়িত করা হয়েছে?
Created: 1 month ago
A
১৯৪৭-১৯৭১
B
১৯৫২-১৯৭১
C
১৯৫০-১৯৭১
D
১৯৬২-১৯৭১
জাতীয় স্মৃতিসৌধ
-
জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত ঢাকা থেকে প্রায় ২৫ কি. মি. দূরে, সাভার থানার নবীনগরে।
-
এটি নির্মাণ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য।
-
স্মৃতিসৌধের উচ্চতা ১৫০ ফুট।
-
নির্মাণ কাজ ১৯৮২ সালের আগস্ট মাসে সম্পন্ন হয়।
-
মূল কাঠামোর নকশা তৈরি করেন স্থপতি মইনুল হোসেন।
-
মূল সৌধ গঠিত কংক্রিট নির্মিত ৭ টি ত্রিভূজাকৃতির স্তম্ভ দিয়ে।
-
স্মৃতিসৌধে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে তুলে ধরা হয়েছে সাতটি গুরুত্বপূর্ণ ঘটনা:
-
১৯৫২ সালের ভাষা আন্দোলন
-
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন
-
১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন
-
১৯৬২ সালের শিক্ষা আন্দোলন
-
১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
-
১৯৬৯ সালের গণ-অভ্যূত্থান
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
-
0
Updated: 1 month ago
ওঁরাও জাতিসত্তার প্রধান উৎসব কোনটি?
Created: 1 month ago
A
রাস উৎসব
B
কারাম উৎসব
C
বুদ্ধ পূর্ণিমা
D
বৈসুক
ওঁরাও জনগোষ্ঠী বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী, যারা ভারত ও নেপালসহ দেশের কিছু অঞ্চলে বসবাস করে। এরা তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও প্রথাগত ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে পরিচিত।
-
অবস্থান: প্রধানত বাংলাদেশ, ভারত ও নেপাল।
-
বাংলাদেশে প্রধান বসতি: রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও বগুড়া।
-
অন্যান্য নাম: উরাঁও বা কুড়ুখ।
-
উৎপত্তি: অস্ট্রো-এশিয়াটিক মূলের, বর্তমানে দ্রাবিড়কৃত।
-
অভিবাসন: মূলত মধ্য ভারতের ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও ওড়িশা অঞ্চল থেকে এসেছে।
-
ভাষা: কুড়ুখ (দ্রাবিড় ভাষা পরিবারের), পাশাপাশি বাংলা ব্যবহার করে।
-
ধর্ম: প্রথাগতভাবে প্রকৃতি উপাসক (সারনা ধর্ম), বর্তমানে অনেকে হিন্দু বা খ্রিস্টধর্ম গ্রহণ করেছে।
-
পেশা: প্রধানত কৃষিকাজ।
-
সংস্কৃতি: নিজস্ব গান, নাচ এবং উৎসব।
-
প্রধান উৎসব: কারাম উৎসব ও সরনা পূজা।
-
পার্বণিক উৎসব: সারহুল, কারাম, পশু উৎসব, খারিয়ানি, ফাগুয়া, সোহরায়।
0
Updated: 1 month ago