বর্তমানে ২০২৫-২৬ অর্থবছরে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তির মাসিক ভাতার পরিমাণ কত?
A
৬৫০ টাকা
B
৭৫০ টাকা
C
৮৫০ টাকা
D
৯০০ টাকা
উত্তরের বিবরণ
বর্তমানে
২০২৫-২৬ বাজেটে, ভাতাভোগীর মাসিক ভাতার হার:
- অসচ্ছল প্রতিবন্ধী ভাতা: ৯০০ টাকা।
- বয়স্ক ভাতা: ৬৫০ টাকা।
- বিধবা ও স্বামী নিগৃহীতা
মহিলা ভাতা: ৬৫০ টাকা।
- অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার
হার: ৬৫০ টাকা।
- মা ও শিশু সহায়তা
কর্মসূচির আওতায়: ৮৫০ টাকা।
উল্লেখ্য,
- ২০০১ সালে বাংলাদেশ প্রতিবন্ধী
কল্যাণ আইন ২০০১ প্রণয়ন
করা হয়।
- বাংলাদেশ সংবিধানের ১৫, ১৭, ২০
এবং ২৯ অনুচ্ছেদে অন্যান্য
নাগরিকদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের
সমসুযোগ ও অধিকার প্রদান
করা হয়েছে।
- সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদ
দায়-দায়িত্বের অংশ হিসেবে ২০০৫-০৬ অর্থ বছর
হতে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচি প্রবর্তন
করা হয়।
- শুরুতে ১,০৪,১৬৬
জন প্রতিবন্ধী ব্যক্তিকে জনপ্রতি মাসিক ২০০ টাকা হারে
ভাতা প্রদানের আওতায় আনা হয়।

0
Updated: 15 hours ago
প্রাচীন সমতট জনপদের কেন্দ্র ছিল -
Created: 2 weeks ago
A
লালমাই
B
পুণ্ড্রনগর
C
কোটিবর্ষ
D
পাহাড়পুর
সমতট:
- দক্ষিণ পূর্ব বাংলার জনপদ সমতট নামটির অর্থ তটের সমান্তরাল।
- চতুর্থ শতকের সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ লিপিতে তাঁর রাজ্যের পূর্ব সীমায় সমতটের উল্লেখ রয়েছে।
- কালিদাসের রঘুবংশ কাব্যের মাধ্যমে জানা যায় যে, সমতট বঙ্গের পূর্বে অবস্থিত ছিল।
- তিনি বৌদ্ধ সংস্কৃতির বিদ্যমান অবস্থার যে বর্ণনা রেখে গেছেন তা থেকে বোঝা যায় যে, কুমিল্লার লালমাই অঞ্চলই সমতট।
- সমতট বঙ্গের পূর্বে অবস্থিত ছিল।
- মেঘনা পূর্ববর্তী অঞ্চলই সমতট বলে পরিচিত ছিল।
- সমতটের কেন্দ্র ছিল কুমিল্লার নিকটবর্তী 'লালমাই' এলাকা।
- প্রাচীন ত্রিপুরা বা বর্তমান কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলই নিয়েই ছিল প্রাচীন সমতট জনপদ।
- হিউয়েন সাঙ সপ্তম শতকে সমতটে এসেছিলেন।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago
বাংলাদেশের সংবিধান অনুযায়ী ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?
Created: 2 days ago
A
অনুচ্ছেদ ২১
B
অনুচ্ছেদ ২৩(ক)
C
অনুচ্ছেদ ২৫
D
অনুচ্ছেদ ১৮(ক)
সংবিধানের
অনুচ্ছেদ ২৩(ক)-এ বলা হয়েছে—
“রাষ্ট্র ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী, অনগ্রসর জনগোষ্ঠী এবং সম্প্রদায়ের স্বতন্ত্র সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার ব্যবস্থা গ্রহণ করবেন।”
বাংলাদেশের
সংবিধান:
- অনুচ্ছেদ ২৩ক: উপজাতি, ক্ষুদ্র
জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও
সম্প্রদায়ের সংস্কৃতি: রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী ও
সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ,
উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা
গ্রহণ করবে।
অন্যদিকে,
- অনুচ্ছেদ ১৮ক: পরিবেশ ও
জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন।
- অনুচ্ছেদ ২১: নাগরিক ও
সরকারী কর্মচারীদের কর্তব্য।
- অনুচ্ছেদ ২৫: আন্তর্জাতিক শান্তি,
নিরাপত্তা ও সংহতির উন্নয়ন।

0
Updated: 2 days ago
ইলবার্ট বিলের বিষয়বস্তু কী?
Created: 1 week ago
A
ইউরোপীয় অপরাধীদের ভারতীয় বিচারকদের দ্বারা বিচার করার বিধান।
B
ভারতীয় কৃষকদের ওপর অতিরিক্ত কর আরোপ।
C
ব্রিটিশদের দ্বারা পরিচালিত বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ।
D
ভারতীয় সংবাদপত্রের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ।
ইলবার্ট বিল (Elbert Bill)
-
ইলবার্ট বিলের বিষয়বস্তু: ইউরোপীয় অপরাধীদের ভারতীয় বিচারকদের দ্বারা বিচার করার বিধান।
-
প্রসঙ্গ: ১৮৮৩ সালে সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিলের আইন-সদস্য স্যার সি.পি. ইলবার্ট এই বিল প্রস্তাব করেন।
-
উদ্দেশ্য: ভারতীয় বিচারকদের কাছে ইউরোপীয় অপরাধীদের বিচার করার ক্ষমতা প্রদান করা এবং ভারতীয় ও ইউরোপীয় বিচারকদের মধ্যে সমমর্যাদা স্থাপন।
-
বিরোধ: ইউরোপীয়রা তীব্রভাবে বিরোধিতা করে, কারণ তারা মনে করত এটি তাদের শাসক অবস্থানে আঘাত করবে।
-
প্রভাব: ইলবার্ট বিল বিতর্ক ভারতের শিক্ষিত মধ্যবিত্তকে জাতীয়তাবাদী আন্দোলনের দিকে উদ্বুদ্ধ করে, যা পরবর্তীতে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ও রাজনৈতিক সংগঠন গঠনের পথ সুগম করে।
সূত্র:

0
Updated: 1 week ago