ISPR-এর পূর্ণরূপ কী?
A
Inter-Security Public Relations
B
Inter-Services Public Relations
C
Internal Services Public Regulation
D
International Strategic Public Relations
উত্তরের বিবরণ
ISPR বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর হলো বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও অন্যান্য আন্তঃবাহিনী সংস্থার প্রচার ও জনসংযোগ কাজ পরিচালনার প্রধান সংস্থা।
-
পূর্ণরূপ: Inter-Services Public Relations (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর)
-
প্রতিষ্ঠা: স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রপতির আদেশে প্রতিষ্ঠিত।
-
অফিস ভবন: পুরাতন লগ এরিয়া সদর দপ্তর ভবন, ঢাকা সেনানিবাস।
-
মূল কাজ:
-
সশস্ত্র বাহিনী ও অন্যান্য সংস্থার কার্যক্রম সংবাদপত্র, বেতার, টেলিভিশনসহ বিভিন্ন প্রচার মাধ্যমে সঠিকভাবে উপস্থাপন করা।
-
প্রচারণার উদ্দেশ্যে কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করা।
-
0
Updated: 1 month ago
কৃষক শ্রমিক পার্টির নেতা ছিলেন কে?
Created: 2 months ago
A
হাজী মোহাম্মদ দানেশ
B
মওলানা আতাহার আলী
C
মওলানা আবদুল হামিদ খান ভাসানী
D
শের-ই-বাংলা এ কে ফজলুল হক
যুক্তফ্রন্ট
-
১৯৫৩ সালের ৪ ডিসেম্বর মুসলিম লীগকে মোকাবিলার জন্য পূর্ব বাংলার চারটি রাজনৈতিক দল একত্রিত হয়ে 'যুক্তফ্রন্ট' নামে জোট গঠন করে।
-
যুক্তফ্রন্টের প্রধান নেতা:
-
মওলানা ভাসানী
-
শেরে বাংলা এ কে ফজলুল হক
-
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
-
-
১৯৫৪ সালের ৮–১২ মার্চ প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
-
যুক্তফ্রন্ট মূলত চারটি দলের সমন্বয়ে গঠিত ছিলঃ
১. আওয়ামী মুসলিম লীগ: হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মওলানা আবদুল হামিদ খান ভাসানী
২. কৃষক শ্রমিক পার্টি: শেরে বাংলা এ কে ফজলুল হক
৩. নেজামে ইসলাম পার্টি: মওলানা আতাহার আলী
৪. গনতন্ত্রী দল (বামপন্থী): হাজী মোহাম্মদ দানেশ
তথ্যসূত্র:
ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র
0
Updated: 2 months ago
কত সালে দেশের প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়েছে?
Created: 1 month ago
A
১৯৭৪ সালে
B
১৯৭৭ সালে
C
১৯৮২ সালে
D
১৯৮৬ সালে
বাংলাদেশে স্বাধীনতা অর্জনের পর বিবিএস-এর সেন্সাস উইং দশকভিত্তিক তিনটি শুমারি পরিচালনার দায়িত্বে থাকে: জনশুমারি ও গৃহগণনা, কৃষি শুমারি, এবং অর্থনৈতিক শুমারি। দেশটিতে প্রথম জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে, প্রথম কৃষি শুমারি ১৯৭৭ সালে, এবং প্রথম অর্থনৈতিক শুমারি পরিচালিত হয় ১৯৮৬ সালে।
প্রথম অর্থনৈতিক শুমারির শিরোনাম ছিল ‘Census on Non-Farm Economic Activities and Disabled Persons’। এটি ১৯৮৬ সালের ২৭-২৯ ডিসেম্বর দেশে ব্যাপকভাবে পরিচালিত হয়। শুমারির আওতায় ছিল সকল প্রতিষ্ঠান এবং খানা যারা অর্থনৈতিক কর্মকাণ্ডে নিযুক্ত, তবে কৃষি খানা এতে অন্তর্ভুক্ত করা হয়নি।
এরপরের অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়:
-
২য় শুমারি: ২০০১ (শহর) এবং ২০০৩ (পল্লী)
-
৩য় শুমারি: ২০১৩
-
৪র্থ শুমারি: ২০২৪
অর্থনৈতিক শুমারি হলো নির্দিষ্ট সময়ে সুনির্ধারিত অর্থনৈতিক বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি নির্দিষ্ট সমগ্রকের সকল অর্থনৈতিক ইউনিটের পূর্ণাঙ্গ গণনা পদ্ধতি। এর মূল লক্ষ্য হলো দেশের অর্থনীতিতে সময়ের বিবর্তনের সাথে যে কাঠামোগত পরিবর্তন ঘটে, তার সম্যক ধারণা লাভ করা। অর্থনৈতিক শুমারির মাধ্যমে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের তথ্য সংগ্রহ করা হয়। পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই শুমারি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে থাকে।
0
Updated: 1 month ago
গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়-
Created: 1 month ago
A
৫ অক্টবর, ১৯৭২ সালে
B
৪ নভেম্বর, ১৯৭২ সালে
C
১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে
D
১৪ মার্চ, ১৯৭২ সালে
বাংলাদেশের সংবিধান রাষ্ট্রের শাসন কাঠামো, নাগরিক অধিকার ও কর্তব্য নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। সংবিধান প্রণয়নের প্রক্রিয়া স্বাধীনতার পর দ্রুতগতিতে সম্পন্ন হয়।
-
সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় ১১ এপ্রিল, ১৯৭২।
-
খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১৭ এপ্রিল, ১৯৭২।
-
কমিটি চূড়ান্ত খসড়া সংবিধান প্রণয়ন করেন ১১ অক্টোবর, ১৯৭২।
-
খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপিত হয় ১২ অক্টোবর, ১৯৭২।
-
গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় ৪ নভেম্বর, ১৯৭২।
-
গণপরিষদের সদস্যগণ হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেন ১৪ ও ১৫ ডিসেম্বর, ১৯৭২।
-
বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২।
0
Updated: 1 month ago