বিসিআইসির (BCIC) অধীনে বর্তমানে কতটি কারখানা চলমান রয়েছে?
A
১০টি
B
১১টি
C
১২টি
D
১৩টি
উত্তরের বিবরণ
বাংলাদেশ
কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি):
- বিসিআইসির
(BCIC) অধীনে বর্তমানে ১১টি কারখানা চলমান রয়েছে।
⇒ চলমান কারখানাগুলোর মধ্যে:
• ইউরিয়া সার কারখানা: ৫টি (চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিমিটেড, যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড,আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিঃ, শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিঃ,ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিমিটেড কোম্পানী )।
• ডিএপি সার কারখানা: ১টি (ডিএপি ফার্টিলাইজার কোং লিঃ)।
• টিএসপি সার কারখানা: ১টি (টিএসপি কমপ্লেক্স লিঃ)।
• কাগজ কারখানা: ১টি (কর্ণফুলী পেপার মিলস্ লিঃ)।
• সিমেন্ট কারখানা: ১টি (ছাতক সিমেন্ট কোম্পানী লিঃ)।
• গ্লাসশীট কারখানা: ১টি (উসমানিয়া গ্লাসশীট ফ্যাক্টরী লিঃ)।
• স্যানিটারীওয়্যার ইস্যুলেটর কারখানা: ১টি (বাংলাদেশ ইস্যুলেটর এন্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরী লিঃ)।

0
Updated: 16 hours ago
দেশের অনুমোদিত প্রথম জেনেটিক্যালি মডিফায়েড (GM) খাদ্য ফসল কোনটি?
Created: 16 hours ago
A
বিটি (Bt) ধান
B
বিটি (Bt) গম
C
বিটি (Bt) বেগুন
D
বিটি (Bt) তুলা
প্রথম
Genetically Modified (GM) খাদ্য
ফসল:
- বাংলাদেশে সরকার অনুমোদিত প্রথম জেনেটিক্যালি মডিফায়েড (GM) খাদ্য ফসল হলো বিটি বেগুন (Bt Brinjal)।
- এটি ২০১৪ সালে বাংলাদেশ
সরকার কৃষকদের মাঝে বিতরণের জন্য
অনুমোদন দেয়।
⇒
Bacillus thuringiensis নামক
একটি সয়েল ব্যাকটেরিয়া থেকে
ক্রিস্টাল প্রোটিন জিন বেগুনের জিনোমে
অন্তর্ভুক্ত করে উৎপন্ন বেগুনের
নাম দেয়া হয়েছে Bt-বেগুন।
সাধারণ বেগুন ও Bt-বেগুনের মধ্যে
পার্থক্য হলো এক প্রকার
পোকা সাধারণ বেগুন গাছের কচি ডগা ও
ফল ছিদ্র করে নষ্ট করে
ফেলে যার ফলে ফলন
দারুণভাবে হ্রাস পায়। পোকার আক্রমণ
থেকে ফসল রক্ষা করার
জন্য কৃষককে প্রতি সিজনে ৬০-১৮০ বার
পোকানাশক ওষুধ স্প্রে করতে
হয়। Bt-বেগুনে ঐ পোকার আক্রমণ
হবে না, তাই পোকানাশক
ওষুধও স্প্রে করতে হবে না।
⇒ Bt-বেগুন
চাষের গুরুত্ব:
১। পোকানাশক ওষুধ কিনতে হবে
না এবং স্প্রে করতে
হবে না। এতে লক্ষ
লক্ষ টাকা উৎপাদন খরচ
কম হবে।
২। যারা বেগুন খান
তারাও ঐ বিষ দ্বারা
বিষক্রিয়ায় আক্রান্ত হবেন না এবং
ক্যান্সারের ঝুঁকি থেকে বেঁচে যাবেন।
৩। মাটি ও পরিবেশ
বিষমুক্ত থাকবে।
৪। আশেপাশের জলাশয় বিষমুক্ত থাকবে এবং জলজ পরিবেশের
স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া অব্যাহত থাকবে।
৫। উৎপাদন বাড়বে।
উল্লেখ্য,
- জি. এম. বা জেনেটিক্যালি
মডিফায়েড হলো উদ্ভিদের বা
ফসলের জিনকে মডিফাই বা পরিবর্তন করে
ঐ ফসলের ফলন বাড়ানো। আর
এভাবে উৎপাদিত ফসলকে জি.এম. ফসল
বলা হয়।
- হাইব্রিড সব ফসলই জি.এম. ফসল। তবে
এই ধরনের ফসল প্রাকৃতিক প্রতিরূপ
ফসলের তুলনায় বিষাক্ত বা কম পুষ্টি
হতে পারে।- বর্তমানে জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে বিভিন্ন ফসলের রোগ বালাই প্রতিরোধ
ক্ষমতা বৃদ্ধি ও উৎপাদনে উন্নয়ন
সাধন করা সম্ভব হয়েছে।

0
Updated: 16 hours ago
ব্রেটন উডস সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করেছিল?
Created: 1 week ago
A
২৯টি
B
৩২টি
C
৩৮টি
D
৪৪টি
ব্রেটন উডস সম্মেলন ১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশ থেকে ৭৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
-
১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিশ্বব্যাংক ও IMF গঠনের Articles of Agreement অনুমোদন করে।
-
সম্মেলনে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
-
মোট ২৯ দেশের অনুমোদনের ভিত্তিতে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠিত হয়।
-
সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
-
ব্রেটন উডস সম্মেলনে IMF ও World Bank এই দুটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠিত হয়।

0
Updated: 1 week ago
নিচের কোনটি নির্বাহী বিভাগের অংশ নয়?
Created: 1 week ago
A
মন্ত্রিপরিষদ
B
প্রধানমন্ত্রী
C
প্রধান বিচারপতি
D
রাষ্ট্রপতি
বাংলাদেশ সরকারের কাঠামো তিনটি প্রধান বিভাগে বিভক্ত, যেখানে প্রতিটি বিভাগ রাষ্ট্র পরিচালনার নির্দিষ্ট দায়িত্ব পালন করে। এর মধ্যে প্রধান বিচারপতি বিচার বিভাগের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
-
নির্বাহী বিভাগকে শাসনবিভাগও বলা হয়। এটি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ নিয়ে গঠিত এবং রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্ব পালন করে।
-
আইন বিভাগ আইন প্রণয়ন ও সংশোধনের কাজ করে থাকে। এ দায়িত্ব সাধারণত জাতীয় সংসদ পালন করে।
-
বিচার বিভাগ ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে। এটি সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে গঠিত। এর নেতৃত্বে থাকেন প্রধান বিচারপতি।
উৎস:

0
Updated: 1 week ago