I don't mind ____ with the cooking but I am not going to wash the dishes.
A
to help
B
help
C
helping
D
for helping
উত্তরের বিবরণ
শূন্যস্থান পূরণের সঠিক উত্তর: helping
- পূর্ণ বাক্যটি হবে: I don't mind helping with the cooking but I am not going to wash the dishes.
• কিছু বিশেষ verb এবং preposition-এর পরে যখন আরেকটি verb বসে, তখন সেই verb-টি "ing" ফর্মে বসে।
এই ধরনের verb গুলোর মধ্যে আছে: mind, worth, can't help, with a view to, get used to, would you mind এবং যেকোনো preposition।
• উদাহরণস্বরূপ, "mind" শব্দটি যদি বাক্যে ব্যবহৃত হয় এবং তার পরে কোনো কাজ বোঝানো হয়, তবে সেই কাজটি verb-এর present form-এ "ing" যোগ করে লিখতে হয়।
• এই ক্ষেত্রে গঠন বা structure হবে:
Subject + mind + verb + ing + object
উদাহরণ:
-
She doesn’t mind working late.
-
Would you mind opening the window?

0
Updated: 1 month ago
The parents became extremely__when their son had not returned by eleven o'clock.
Created: 1 month ago
A
angry
B
annoyed
C
disturbed
D
anxious
• সম্পূর্ণ বাক্য: যখন তাদের ছেলে এগারোটা বাজে বাড়ি ফিরে আসেনি, তখন বাবা-মা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন।
• অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ:
-
anxious – উদ্বিগ্ন; চিন্তিত
-
angry – রাগান্বিত; উত্তেজিত
-
annoyed – বিরক্ত; বিরক্তিকর
-
disturbed – বিঘ্নিত; মনঃস্তাবে অশান্ত
• অতএব, বাক্যের অর্থের সঠিক অনুবাদ ও প্রসঙ্গ অনুসারে শূন্যস্থান পূরণে ‘anxious’ শব্দটি ব্যবহার করলে বাক্যটি যথার্থ ও সম্পূর্ণ হয়।
-
সম্পূর্ণ বাক্য: The parents became extremely anxious when their son had not returned by eleven o'clock.
-
বাংলায় অর্থ: এগারোটা নাগাদ ছেলে ফিরে না আসায় বাবা-মা খুব উদ্বিগ্ন হয়ে পড়েন।
সূত্র: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Bangla Academy

0
Updated: 1 month ago
Julius Caesar was the ruler of Rome about -
Created: 1 month ago
A
1000 years ago
B
1500 years ago
C
2000 years ago
D
3000 years ago
জুলিয়াস সিজার
-
জুলিয়াস সিজার প্রাচীন রোমের একজন খ্যাতনামা রাজনীতিবিদ, সেনাপতি ও শাসক ছিলেন।
-
১০০ খ্রিস্টপূর্বে ইতালির রোম শহরে তার জন্ম হয়।
-
তিনি রোমান সাম্রাজ্যের একপ্রভাবশালী সেনানায়ক ও কৌশলী রাজনীতিবিদ হিসেবে পরিচিত।
-
নিজেকে তিনি “স্বৈরশাসক” হিসেবে ঘোষণা করেন।
-
গল, ব্রিটেন, মিশর এবং আফ্রিকায় তার সামরিক অভিযানে রোমবাসীরা গভীরভাবে মুগ্ধ হয়।
-
তার জনপ্রিয়তা তাকে রাজনৈতিকভাবে হুমকিস্বরূপ করে তোলে।
-
অবশেষে ৪৪ খ্রিস্টপূর্বে রোমের সিনেটে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
-
এই হত্যাকাণ্ড রোমান প্রজাতন্ত্রের পতনের দিকে ধাবিত করে।
-
জুলিয়াস সিজারের একটি বিখ্যাত উক্তি: "এলাম, দেখলাম, জয় করলাম।"
-
প্রায় দুই হাজার বছর আগে তিনি রোমের ইতিহাসে এক বিশিষ্ট শাসক ছিলেন।
উৎস: Britannica

0
Updated: 1 month ago
Choose the right word to fill the blank : Since his retirement, Mr. Chowdhury, who was a teacher, ___ has written four novels.
Created: 1 month ago
A
usually
B
presently
C
already
D
formerly
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
ক) usually: সচরাচর/সাধারণত।
খ) presently: অচিরে/এক্ষুনি।
গ) already: এই সমইয়ের বা এই সময়ের মধ্যে।
ঘ) formerly: আগেরকার দিনে/পূর্বকালে।
• উক্ত প্রশ্নের sentence টি perfect tense এ আছে।
- তাই, উত্তর হবে already.
- Complete sentence: Since his retirement, Mr. Chowdhury, who was a teacher, already has written four novels.
- Bangla Meaning: জনাব চৌধুরী, যিনি একজন শিক্ষক ছিলেন, অবসর গ্রহণের পর থেকে, ইতিমধ্যে চারটি উপন্যাস লিখেছেন।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago