বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কবে কার্যক্রম শুরু করে?
A
১৬ ডিসেম্বর, ১৯৭১
B
২৬ ডিসেম্বর, ১৯৭১
C
৩১ অক্টোবর, ১৯৭২
D
১৬ ডিসেম্বর, ১৯৭২
উত্তরের বিবরণ
বাংলাদেশ
ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক দেশের মুদ্রা ব্যবস্থাপনার প্রবর্তক ও নিয়ন্ত্রক, আর্থিক
খাতের রেগুলেটর এবং ব্যাংকের ব্যাংক।
- এটি মুদ্রানীতি ও ব্যাংকিং বিষয়ক
সরকারের পরামর্শদাতা এবং 'সরকারের ব্যাংক
বা কোষাগার' হিসেবেও দায়িত্ব পালন করে।
⇒
বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং ১২৭) এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হলেও এর কার্যক্রম শুরুর তারিখ ধরা হয় ১৯৭১ এর ১৬ ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবস থেকে।
- এর পূর্বে ১৯৭২ সালের রাষ্ট্রপতির
২৬ নম্বর অধ্যাদেশ বলে এদেশে কার্যরত
বারোটি বাণিজ্যিক ব্যাংককে জাতীয়করণ এবং পুনর্বিন্যাসের মাধ্যমে
ছয়টি বাণিজ্যিক ব্যাংকে রূপ দেয়া হয়।
- তবে বিদেশি ব্যাংকগুলোকে জাতীয়করণের আওতামুক্ত রাখা হয়। এছাড়া
তদানীন্তন দু'টি বিশেষায়িত
ব্যাংক- পাকিস্তান কৃষি উন্নয়ন ব্যাংক
ও শিল্প উন্নয়ন ব্যাংককে যথাক্রমে 'বাংলাদেশ কৃষি ব্যাংক' এবং
'বাংলাদেশ শিল্প ব্যাংক' নামে নামকরণ করা
হয়।
উল্লেখ্য,
- ১৯৭২ সালে সদ্য স্বাধীন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির ৩১ অক্টোবর ১৯৭২
তারিখের অনুমোদনক্রমে জারিকৃত বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নম্বর ১২৭/১৯৭২) এর মাধ্যমে বাংলাদেশ
ব্যাংক প্রতিষ্ঠিত হয়; যা ১৯৭১
সালের ১৬ ডিসেম্বর থেকেই
কার্যকর বলে গণ্য হয়।
দীর্ঘ নয়মাস সশস্ত্র স্বাধীনতা যুদ্ধে জয়লাভের পর ১৯৭১ সালের
১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় একটি
স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশ। সেই
দিন থেকে যাত্রা শুরু
হয় বাংলাদেশ ব্যাংকের।

0
Updated: 16 hours ago
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য কত?
Created: 4 days ago
A
৭.৫%
B
৬.৫%
C
৫.৫%
D
৮.৫%
• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধা"।

0
Updated: 4 days ago
কত সালে দেশের প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়েছে?
Created: 11 hours ago
A
১৯৭৪ সালে
B
১৯৭৭ সালে
C
১৯৮২ সালে
D
১৯৮৬ সালে
দেশের
প্রথম অর্থনৈতিক শুমারি:
- বিবিএস-এর সেন্সাস উইং
দশকভিত্তিক তিনটি শুমারি যথাক্রমে জনশুমারি ও গৃহগণনা, কৃষি
শুমারি ও অর্থনৈতিক শুমারি
পরিচালনার জন্য দায়বদ্ধ।
- বাংলাদেশে স্বাধীনতা অর্জনের পর ১৯৭৪ সালে
প্রথম জনশুমারি ও গৃহগণনা, ১৯৭৭
সালে প্রথম কৃষি শুমারি এবং ১৯৮৬ সালে প্রথম অর্থনৈতিক শুমারি পরিচালিত হয়।
⇒
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ১৯৮৬ সালে প্রথমবারের
মতো অর্থনৈতিক শুমারি পরিচালনা করে।
- সেবার এর শিরোনাম ছিল
‘Census on Non-Farm Economic Activities and Disabled Persons’।
- ১৯৮৬ সালের ২৭-২৯ ডিসেম্বর
দেশজুড়ে এ শুমারি পরিচালনা
করা হয়।
- ওই বছরের শুমারিতে যেসব প্রতিষ্ঠান এবং
খানা অর্থনৈতিক কর্মকাণ্ড করত, সেগুলোকে শুমারির
আওতায় আনা হয়েছিল।
- তবে কৃষি খানাগুলোকে শুমারির
আওতায় রাখা হয়নি।
এছাড়াও,
- ২য় অর্থনৈতিক শুমারিতে ২০০১ এবং ২০০৩
সালে দুটি পর্যায়ে তথ্য
সংগ্রহ করা হয়। শহর
এলাকায় ২০০১ সালে এবং
পল্লী এলাকায় ২০০৩ সালে।
- ৩য় অর্থনৈতিক শুমারি ২০১৩ সালে অনুষ্ঠিত
হয়।
- ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছে
দেশের ৪র্থ অর্থনৈতিক শুমারি।
উল্লেখ্য,
- অর্থনৈতিক শুমারি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে সুনির্ধারিত অর্থনৈতিক বৈশিষ্ট্যের প্রেক্ষিতে একটি নির্দিষ্ট সমগ্রকের (Population) সকল অর্থনৈতিক ইউনিটের পূর্ণাঙ্গ গণনা পদ্ধতি।
- অর্থনৈতিক শুমারির মূল লক্ষ্য হলো সময়ের বিবর্তনে একটি দেশের অর্থনীতিতে যে কাঠামোগত পরিবর্তন ঘটে, সে সম্পর্কে সম্যক ধারণা লাভ করা।
- অর্থনৈতিক শুমারির মাধ্যমে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকান্ডের তথ্য সংগ্রহ করা হয়।
- পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) অর্থনৈতিক শুমারি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে থাকে।

0
Updated: 11 hours ago
চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য কোনটি?
Created: 2 weeks ago
A
সরকার গঠন
B
দেশের উন্নয়ন
C
গোষ্ঠী স্বার্থ সংরক্ষণ
D
উপরের সবগুলো
• চাপসৃষ্টিকারী গোষ্ঠী:
-
এদের সামনে বৃহত্তম জাতীয় কল্যাণ সাধনের কোন মহান উদ্দেশ্য থাকে না।
-
এরা সংকীর্ণ ও সমজাতীয় বিশেষ গোষ্ঠীগত।
-
উৎপত্তির ভিত্তিতে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কোন বিশেষ রাজনৈতিক মতাদর্শ থাকে না।
-
কোন রাজনৈতিক মতাদর্শের প্রতি এদের অঙ্গীকার থাকে না।
-
এ সমস্ত গোষ্ঠীর অঙ্গীকার থাকে শুধুমাত্র গোষ্ঠীগত স্বার্থ বা কল্যাণের প্রতি।
তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 weeks ago