হাঙর নদী গ্রেনেড চলচ্চিত্রটি কোন লেখকের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে?
A
হাসান আজিজুল হক
B
আহমদ ছফা
C
সেলিনা হোসেন
D
শওকত আলী
উত্তরের বিবরণ
হাঙর
নদী গ্রেনেড:
- সেলিনা হোসেনের গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত হয়েছে চলচ্চিত্র হাঙর নদী গ্রেনেড।
- এর পরিচালক চাষী নজরুল ইসলাম।
- প্রযোজনা: চাষী চলচ্চিত্র।
- মুক্তির তারিখ ২১ নভেম্বর, ১৯৯৭।
- হাঙর নদী গ্রেনেড বাংলাদেশ
সরকারের অনুদানে নির্মিত চলচ্চিত্র।
- এর কাহিনিতে দেখা যায়, মুক্তিযোদ্ধাদের
বাঁচাতে একজন মা তার
বাক্প্রতিবন্ধী ছেলেকে তুলে দেয় পাকিস্তানি
মিলিটারির হাতে।
⇒
'হাঙর নদী গ্রেনেড' মুক্তিযুদ্ধের
এক আবেগী ও প্রতিবাদী উপন্যাস।
- হলদী গ্রামের এক বয়স্ক নারীর
জীবন এই উপন্যাসে মূর্ত
হয়ে ওঠে। এই নারী
তাঁর নিজের ছেলেদের মুক্তিযুদ্ধে অংশ নিতে যেমন
উদ্বুদ্ধ করেন, তেমনি মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজের মানসিক প্রতিবন্ধী ছেলেকে তুলে দেন পাকিস্তানি
বাহিনীর হাতে। উপন্যাসে এই মায়ের আত্মসংগ্রাম,
দেশের জন্য ত্যাগের অপার
মহিমা ভাস্বর হয়ে ওঠে। আর
উপন্যাসে বর্ণিত গ্রামটিও যেন মুক্তিযুদ্ধের প্রতীকী
এক বাংলাদেশ।
⇒
বাংলাদেশের প্রখ্যাত নারী ঔপন্যাসিক সেলিনা
হোসেন এর বিখ্যাত উপন্যাস
হাঙর নদী গ্রেনেড অবলম্বনে
ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় একটি চলচ্চিত্র
নির্মাণ করতে চেয়েছিলেন। পরে
অবশ্য চলচ্চিত্রটি নির্মাণ করা হয়নি। সত্যজিৎ
রায় এর মৃত্যুর পরে
বাংলাদেশী চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম
১৯৯৩ সালে এটি নির্মাণ
করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এটির নির্মাণ শেষে
১৯৯৭ সালে মুক্তি দেয়া
হয়।

0
Updated: 16 hours ago
তমদ্দুন মজলিস গঠিত হয় কার নেতৃত্বে?
Created: 4 days ago
A
কামুদ্দিন আহমেদ
B
আবদুল মতিন
C
অধ্যাপক আবুল কাশেম
D
ড. মুহম্মদ শহীদুল্লাহ
ভাষা আন্দোলনের পটভূমি:
- ১৯৪৭ সালের ১৪ই আগস্ট ভারত উপমহাদেশ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান সৃষ্টি হয়।
- তৎকালীন পূর্ববঙ্গ পাকিস্তানের একটি অংশে পরিণত হয়।
- পাকিস্তান নামক এই নতুন রাষ্ট্রের শাসকগোষ্ঠী প্রথমেই বাঙালিকে শোষণ করার কৌশল হিসেবে বাংলা ভাষার ওপর আঘাত হানে।
- ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পূর্বেই নতুন রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে এ প্রশ্ন দেখা দিয়েছিল।
- সে সময় মুসলিম লীগের প্রভাবশালী নেতারা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে মতামত দেন।
- তখনই আবদুল হক ও ড. মুহম্মদ শহীদুল্লাহসহ বাংলার বুদ্ধিজীবী, শিক্ষার্থী ও লেখকগণ এর প্রতিবাদ করেন।
- অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমদ্দুন মজলিস গঠিত হয়।
- তমদ্দুন মজলিস ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।

0
Updated: 4 days ago
UNCTAD-এর কতটি সদস্য রাষ্ট্র রয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 1 week ago
A
১৮৯টি
B
১৯১টি
C
১৯৩টি
D
১৯৫টি
UNCTAD (United Nations Conference on Trade and Development)
-
পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development (জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন)
-
প্রতিষ্ঠা: ১৯৬৪ সালে
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
সদস্য দেশ সংখ্যা: ১৯৫টি
-
মূল লক্ষ্য:
১. উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক উন্নয়নের সুযোগ বৃদ্ধি করা।
২. বিশ্ব বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সম্পর্কিত গবেষণা ও বিশ্লেষণ প্রদান।
৩. নীতি-নির্ধারণে সহায়তা ও পরামর্শ প্রদান। -
প্রকাশনা: বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন (World Investment Report) সহ অন্যান্য প্রতিবেদন।

0
Updated: 1 week ago
যে বিল মন্ত্রীদের দ্বারা উত্থাপিত হয়, তাকে কী বলা হয়?
Created: 4 days ago
A
সংসদীয় বিল
B
সরকারি বিল
C
নীতিগত বিল
D
সংরক্ষিত বিল
- মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিলকে সরকারি বিল বলা হয়।
বিল:
- আইনের প্রাথমিক প্রস্তাবকে সংসদীয় ভাষায় বিল বলা হয়।
- আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনীত প্রত্যেকটি প্রস্তাব বিল আকারে উত্থাপিত হয়।
বিল দুই প্রকার।
যথা
- সরকারি বিল ও
- বেসরকারি বিল।
বেসরকারি বিল
- যে বিল সাধারণ সংসদ সদস্যদের দ্বারা উত্থাপিত হয় তাকে বেসরকারি বিল বলে।
- বেসরকারি বিল উত্থাপনের জন্য ১৫ দিনের নোটিশ প্রয়োজন হয়।
সরকারি বিল
- সরকারি বিল উত্থাপনের জন্য ৭ দিন সময়।
- যে বিল মন্ত্রীদের দ্বারা উত্থাপিত হয় তাকে সরকারি বিল বলে।

0
Updated: 4 days ago