কত সালে বিখ্যাত 'মারি চুক্তি' সম্পাদিত হয়েছিল?

A

১৯৫৪ সালে 

B

১৯৫৫ সালে 

C

১৯৫৬ সালে 

D

১৯৫৭ সালে 

উত্তরের বিবরণ

img

মারি চুক্তি:
- ১৯৫৫ সালে বিখ্যাত 'মারি চুক্তি' সম্পাদিত হয়েছিল। 

স্বাধীন পাকিস্তানের প্রথম গণপরিষদ পাকিস্তান সংবিধান রচনায় ব্যর্থ হলে দ্বিতীয় গণপরিষদ ১৯৫৫ সালের জুলাই মারিতে প্রথম অধিবেশনে মিলিত হয়।  অধিবেশনে পাকিস্তানের সকল প্রদেশের নেতাগণ, বিশেষ করে মুসলিম লীগ, আওয়ামী লীগ যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ সংবিধান সম্পর্কে একটি আপোস চুক্তি সম্পাদন করেন।
- এটি 'মারি চুক্তি' নামে খ্যাত।
- মারি চুক্তিতে স্বাক্ষর করেন . কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী, চৌধুরী মোহাম্মদ আলী, আতাউর রহমান খান মোস্তাক হোসেন গুরমানী।

চুক্তির বিষয়বস্তু ছিল নিম্নরুপ -
- পাকিস্তানে দুটি প্রদেশ থাকবে। একটি গঠিত হবে 'পূর্ব বাংলা' নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান' নামে এবং পশ্চিম পাকিস্তানের সকল প্রদেশকে নিয়ে একটি ইউনিট গঠিত হবে এবং এর নাম হবে  'পশ্চিম পাকিস্তান।
- প্রদেশ দুটিতে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রদান করা হবে।
- উভয় প্রদেশে সংখ্যাসাম্য নীতি' (Principle of Parity) অনুসরণ কার্যকর করা হবে।
- যুক্ত নির্বাচন ব্যবস্থা কার্যকর হবে।
- বাংলা উর্দু উভয়ই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে।

মারি চুক্তি সম্পাদনের পর ১৯৫৫ সালের ১১ আগস্ট চৌধুরী মোহাম্মদ আলী প্রধানমন্ত্রী হন।
- তার মন্ত্রিপরিষদের অন্যতম সদস্য ছিলেন . কে. ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বিরোধী দলের নেতা।
- মারি চুক্তির আলোকে ১৯৫৫ সালের ৩০ সেপ্টেম্বর পশ্চিম পাকিস্তানের সকল প্রদেশকে একত্রিত করে একটি প্রদেশ গঠন করা হয়।
- অতঃপর ১৯৫৬ সালের জানুয়ারি দ্বিতীয় গণপরিষদে 'পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্রের' বিল উত্থাপন করা হয়।
- মার্চ গভর্নর জেনারেল বিলে সম্মতি দিলে সংবিধান বলবৎ হয়।

Unfavorite

0

Updated: 16 hours ago

Related MCQ

 মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?


Created: 1 week ago

A

অশোক


B

বিন্দুসার


C

চন্দ্রগুপ্ত  


D

বৃহদ্রথ

Unfavorite

0

Updated: 1 week ago

বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে? 


Created: 4 days ago

A

১৯৭৫ সালে


B

১৯৬০ সালে


C

১৯৫৫ সালে


D

১৯৮০ সালে


Unfavorite

0

Updated: 4 days ago

ড. মুহাম্মদ ইউনূস র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন কত সালে?

Created: 1 week ago

A

১৯৮৪ সালে

B

১৯৯৪ সালে

C

১৯৮৭ সালে

D

১৯৮৯ সালে

Unfavorite

0

Updated: 1 week ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD