কত সালে বিখ্যাত 'মারি চুক্তি' সম্পাদিত হয়েছিল?
A
১৯৫৪ সালে
B
১৯৫৫ সালে
C
১৯৫৬ সালে
D
১৯৫৭ সালে
উত্তরের বিবরণ
মারি চুক্তি হলো ১৯৫৫ সালে সম্পাদিত একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপোস চুক্তি, যা পাকিস্তানের সংবিধান রচনার সংকট সমাধানে দ্বিতীয় গণপরিষদের অধিবেশনে করা হয়।
-
প্রেক্ষাপট: স্বাধীন পাকিস্তানের প্রথম গণপরিষদ সংবিধান রচনায় ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় গণপরিষদ ৭ জুলাই ১৯৫৫ সালে মারিতে প্রথম অধিবেশনে মিলিত হয়।
-
চুক্তি সম্পাদনকারীগণ: এ.কে. ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী, চৌধুরী মোহাম্মদ আলী, আতাউর রহমান খান ও মোস্তাক হোসেন গুরমানী।
-
চুক্তির মূল বিষয়বস্তু:
১. পাকিস্তানে দুটি প্রদেশ থাকবে: পূর্ব পাকিস্তান (পূর্ব বাংলার নাম পরিবর্তন) এবং পশ্চিম পাকিস্তান (পশ্চিম পাকিস্তানের সকল প্রদেশ একত্রিত করে)।
২. উভয় প্রদেশে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন প্রদান করা হবে।
৩. উভয় প্রদেশে সংখ্যাসাম্য নীতি (Principle of Parity) কার্যকর করা হবে।
৪. যুক্ত নির্বাচন ব্যবস্থা কার্যকর হবে।
৫. বাংলা ও উর্দু উভয়ই রাষ্ট্রভাষা হবে। -
চুক্তির পরবর্তী প্রভাব:
-
১৯৫৫ সালের ১১ আগস্ট চৌধুরী মোহাম্মদ আলী প্রধানমন্ত্রী হন।
-
মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এ.কে. ফজলুল হক, আর হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বিরোধী দলের নেতা।
-
১৯৫৫ সালের ৩০ সেপ্টেম্বর, পশ্চিম পাকিস্তানের সকল প্রদেশ একত্রিত করে একটি প্রদেশ গঠন করা হয়।
-
১৯৫৬ সালের ৮ জানুয়ারি দ্বিতীয় গণপরিষদে ‘পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্র’ বিল উত্থাপন করা হয়।
-
২ মার্চ, গভর্নর জেনারেল বিলে সম্মতি দিলে সংবিধান বলবৎ হয়।
-
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত?
Created: 1 month ago
A
১০৩টি
B
১৩৩টি
C
১৪৩টি
D
১৫৩টি
বাংলাদেশের সংবিধান সংক্ষেপে:
-
গৃহীত: ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে।
-
কার্যকর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর, বিজয় দিবস থেকে।
-
গঠন: সংবিধানে ১১টি ভাগ এবং মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
-
পরিবর্তন: ৫০ বছরে সংবিধান ১৭ বার সংশোধিত হয়েছে (২০২৫ সালের আগস্ট পর্যন্ত)।
-
প্রথম সংশোধনী: ১৯৭৩ সালের ১৫ জুলাই পাস হয়, মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করা।
0
Updated: 1 month ago
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানির বৃহত্তম বাজার কোনটি?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
কানাডা
C
ইউরোপীয় ইউনিয়ন
D
যুক্তরাজ্য
বাংলাদেশের তৈরি পোশাক (RMG) খাত দেশের অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি খাত, যা বৈশ্বিক বাজারে ব্যাপকভাবে পরিচিত। ২০২৪-২৫ অর্থবছরে এই খাত থেকে ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে এবং রপ্তানি খাতে ৮.৮৪% প্রবৃদ্ধি দেখা গেছে।
-
প্রধান বাজার:
-
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ): বাংলাদেশের RMG রপ্তানির সবচেয়ে বড় বাজার, যেখানে রপ্তানি হয়েছে ১৯.৭১ বিলিয়ন ডলার (মোট রপ্তানির ৫০.১০%)।
-
যুক্তরাষ্ট্র: একক দেশ হিসেবে সর্বোচ্চ রপ্তানি, যা ৭.৫৪ বিলিয়ন ডলার (১৯.১৮%)।
-
কানাডা: ১.৩০ বিলিয়ন ডলার (৩.৩১%)
-
যুক্তরাজ্য: ৪.৩৫ বিলিয়ন ডলার (১১.০৫%)
-
-
ইইউ ভেতরের দেশ ভিত্তিক রপ্তানি:
-
জার্মানি: ৪.৯৫ বিলিয়ন ডলার
-
স্পেন: ৩.৪০ বিলিয়ন ডলার
-
ফ্রান্স: ২.১৬ বিলিয়ন ডলার
-
নেদারল্যান্ডস: ২.০৯ বিলিয়ন ডলার
-
পোল্যান্ড: ১.৭০ বিলিয়ন ডলার
-
ইতালি: ১.৫৪ বিলিয়ন ডলার
-
ডেনমার্ক: ১.০৪ বিলিয়ন ডলার
-
-
বিশ্ববাজারে অবস্থান: বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর ‘World Trade Statistics: Key Insights and Trends 2024’ প্রতিবেদনের অনুসারে, চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে।
0
Updated: 1 month ago
প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকেন?
Created: 1 month ago
A
রাষ্ট্রপতির কাছে
B
আদালতের কাছে
C
জাতীয় সংসদের কাছে
D
স্পিকারের কাছে
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা কাজের জন্য জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকেন। সংবিধানের ৫৫ নং অনুচ্ছেদ মন্ত্রিসভার গঠন ও কর্তব্যসমূহের বিধান দেয়।
-
৫৫ (১): বাংলাদেশের মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত হবে। প্রধানমন্ত্রী সময়ের প্রয়োজন অনুযায়ী অন্যান্য মন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভা গঠন করবেন।
-
৫৫ (২): প্রধানমন্ত্রী বা তাঁর কর্তৃত্বে সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করা হবে।
-
৫৫ (৩): মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবেন।
-
৫৫ (৪): সরকারের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে প্রকাশ করা হবে।
-
৫৫ (৫): রাষ্ট্রপতির নামে প্রণীত আদেশসমূহ ও চুক্তিপত্রের সত্যায়ন ও প্রমাণীকরণ বিধিসমূহ অনুযায়ী হবে এবং এগুলোর বৈধতা আদালতে প্রশ্নবিদ্ধ করা যাবে না।
-
৫৫ (৬): রাষ্ট্রপতি সরকারী কার্যাবলী বন্টন ও পরিচালনার জন্য বিধিসমূহ প্রণয়ন করবেন।
উৎস:
0
Updated: 1 month ago