দেশের অনুমোদিত প্রথম জেনেটিক্যালি মডিফায়েড (GM) খাদ্য ফসল কোনটি?
A
বিটি (Bt) ধান
B
বিটি (Bt) গম
C
বিটি (Bt) বেগুন
D
বিটি (Bt) তুলা
উত্তরের বিবরণ
বাংলাদেশে সরকার অনুমোদিত প্রথম জেনেটিক্যালি মডিফায়েড (GM) খাদ্য ফসল হলো বিটি বেগুন (Bt Brinjal), যা ২০১৪ সালে কৃষকদের মধ্যে বিতরণের জন্য অনুমোদন দেওয়া হয়। Bt-বেগুনের উৎপাদন প্রক্রিয়ায় Bacillus thuringiensis নামক সয়েল ব্যাকটেরিয়া থেকে ক্রিস্টাল প্রোটিন জিন বেগুনের জিনোমে অন্তর্ভুক্ত করা হয়।
-
পার্থক্য সাধারণ বেগুনের সঙ্গে: সাধারণ বেগুনে এক প্রকার পোকা কচি ডগা ও ফল ছিদ্র করে নষ্ট করে, ফলে ফলন হ্রাস পায়। কৃষককে প্রতি সিজনে ৬০-১৮০ বার পোকানাশক ওষুধ স্প্রে করতে হয়।
-
Bt-বেগুনের সুবিধা: ঐ পোকার আক্রমণ হয় না, তাই পোকানাশক ওষুধ প্রয়োজন হয় না।
Bt-বেগুন চাষের গুরুত্ব:
১. পোকানাশক ওষুধ কিনতে বা স্প্রে করতে হবে না, ফলে উৎপাদন খরচ কমবে।
২. বেগুন খাওয়া মানুষের বিষক্রিয়া ও ক্যান্সারের ঝুঁকি কমবে।
৩. মাটি ও পরিবেশ বিষমুক্ত থাকবে।
৪. আশেপাশের জলাশয় বিষমুক্ত থাকবে এবং জলজ পরিবেশের স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া বজায় থাকবে।
৫. উৎপাদন বৃদ্ধি পাবে।
উল্লেখযোগ্য তথ্য:
-
জেনেটিক্যালি মডিফায়েড (GM) ফসল হলো এমন ফসল যার জিনকে পরিবর্তন বা মডিফাই করা হয়েছে উৎপাদন বৃদ্ধি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য।
-
হাইব্রিড সব ফসল জি.এম. ফসল নয়, তবে কিছু ক্ষেত্রে হাইব্রিড ফসল প্রাকৃতিক প্রতিরূপের তুলনায় বিষাক্ত বা কম পুষ্টিকর হতে পারে।
-
আধুনিক জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে বিভিন্ন ফসলের রোগ-বালাই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদন উন্নয়ন সম্ভব হয়েছে।
0
Updated: 1 month ago
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতিত্ব করবেন -
Created: 1 month ago
A
ফিলেমন ইয়াং
B
আনালেনা বায়েরবক
C
ভোলকান বোজকার
D
মেরি রবিনসন
জাতিসংঘের সাধারণ পরিষদ হলো জাতিসংঘের প্রধান অঙ্গ সংস্থা।
-
সদস্য সংখ্যা: ১৯৩টি
-
বাৎসরিক অধিবেশন: সাধারণ অধিবেশন
-
সাধারণত সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার নিউইয়র্কে অনুষ্ঠিত হয়
-
প্রতিটি রাষ্ট্র সর্বোচ্চ ৫ জন প্রতিনিধি পাঠাতে পারে, যার মধ্যে সাধারণত প্রধান প্রতিনিধি (রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী বা রাষ্ট্রদূত) এবং সহকারী প্রতিনিধি থাকে
-
প্রয়োজন অনুযায়ী আরও প্রতিনিধির অনুমতি পাওয়া যেতে পারে, তবে ৫ জনের বেশি নয়
-
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি:
-
৮০তম অধিবেশন (২০২৫): আনালেনা বায়েরবোক (Annalena Baerbock), জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী
-
দায়িত্ব গ্রহণের তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৫
-
-
৭৯তম অধিবেশন: ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং
0
Updated: 1 month ago
'কাবিখা' কোন ধরনের কর্মসূচীর অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
কাজের প্রশিক্ষণ
B
টিকাদান কর্মসূচি
C
নিরক্ষরতা দূরীকরণ
D
দারিদ্র বিমোচন
কাবিখা বা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী (Food for Work) সংক্রান্ত তথ্য:
-
এটি দারিদ্র বিমোচন কর্মসূচীর অংশ।
-
প্রেক্ষাপট: ১৯৭৪ সালে দেশব্যাপী চরম খাদ্যাভাব দেখা দিলে, বিশেষ করে খাদ্যশস্যের উচ্চমূল্য এবং গ্রামীণ এলাকায় বেকারত্বের কারণে বৃহত্তর রংপুর জেলার মানুষ অনাহারের সম্মুখীন হলে সরকার এই কর্মসূচি চালু করে।
কর্মসূচীর উদ্দেশ্য ও লক্ষ্য:
-
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ গ্রামীণ অবকাঠামো নির্মাণ/পুনঃনির্মাণ।
-
স্বাভাবিক অবস্থায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন।
-
গ্রামীণ এলাকায় কর্মসংস্থান সৃষ্টি।
-
গ্রামীণ দরিদ্র জনগণের আয় বৃদ্ধি।
-
দেশের সর্বত্র খাদ্য সরবরাহের ভারসাম্য আনা এবং দারিদ্র বিমোচনে ইতিবাচক প্রভাব সৃষ্টি।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কে ছিলেন?
Created: 1 month ago
A
ড. কামাল হোসেন
B
সৈয়দ নজরুল ইসলাম
C
তাজউদ্দিন আহমদ
D
আবু সাঈদ চৌধুরী
১৯৭২ সালের ১১ এপ্রিল গণপরিষদে সংবিধানের খসড়া প্রণয়নের জন্য গঠিত ৩৪ সদস্যের কমিটির সভাপতি ছিলেন ড. কামাল হোসেন, যিনি তখন আইন ও সংসদবিষয়ক মন্ত্রী ছিলেন।
প্রধান তথ্যসমূহ:
-
সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের কমিটি গঠন করা হয়।
-
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর সংবিধান কার্যকর হয়।
-
হস্তলিখিত সংবিধানটির মূল লেখক ছিলেন শিল্পী আব্দুর রউফ।
-
সংবিধানের অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদীন।
-
সংবিধানের প্রচ্ছদে শীতলপাটির উপর লেখা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান’।
-
গণপরিষদের ৩৯৯ জন সদস্য হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেন; বাংলা ও ইংরেজী লিপিতে স্বাক্ষর করা হয় ১৫ ডিসেম্বর, ১৯৭২।
-
একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেননি।
0
Updated: 1 month ago