দেশের অনুমোদিত প্রথম জেনেটিক্যালি মডিফায়েড (GM) খাদ্য ফসল কোনটি?
A
বিটি (Bt) ধান
B
বিটি (Bt) গম
C
বিটি (Bt) বেগুন
D
বিটি (Bt) তুলা
উত্তরের বিবরণ
প্রথম
Genetically Modified (GM) খাদ্য
ফসল:
- বাংলাদেশে সরকার অনুমোদিত প্রথম জেনেটিক্যালি মডিফায়েড (GM) খাদ্য ফসল হলো বিটি বেগুন (Bt Brinjal)।
- এটি ২০১৪ সালে বাংলাদেশ
সরকার কৃষকদের মাঝে বিতরণের জন্য
অনুমোদন দেয়।
⇒
Bacillus thuringiensis নামক
একটি সয়েল ব্যাকটেরিয়া থেকে
ক্রিস্টাল প্রোটিন জিন বেগুনের জিনোমে
অন্তর্ভুক্ত করে উৎপন্ন বেগুনের
নাম দেয়া হয়েছে Bt-বেগুন।
সাধারণ বেগুন ও Bt-বেগুনের মধ্যে
পার্থক্য হলো এক প্রকার
পোকা সাধারণ বেগুন গাছের কচি ডগা ও
ফল ছিদ্র করে নষ্ট করে
ফেলে যার ফলে ফলন
দারুণভাবে হ্রাস পায়। পোকার আক্রমণ
থেকে ফসল রক্ষা করার
জন্য কৃষককে প্রতি সিজনে ৬০-১৮০ বার
পোকানাশক ওষুধ স্প্রে করতে
হয়। Bt-বেগুনে ঐ পোকার আক্রমণ
হবে না, তাই পোকানাশক
ওষুধও স্প্রে করতে হবে না।
⇒ Bt-বেগুন
চাষের গুরুত্ব:
১। পোকানাশক ওষুধ কিনতে হবে
না এবং স্প্রে করতে
হবে না। এতে লক্ষ
লক্ষ টাকা উৎপাদন খরচ
কম হবে।
২। যারা বেগুন খান
তারাও ঐ বিষ দ্বারা
বিষক্রিয়ায় আক্রান্ত হবেন না এবং
ক্যান্সারের ঝুঁকি থেকে বেঁচে যাবেন।
৩। মাটি ও পরিবেশ
বিষমুক্ত থাকবে।
৪। আশেপাশের জলাশয় বিষমুক্ত থাকবে এবং জলজ পরিবেশের
স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া অব্যাহত থাকবে।
৫। উৎপাদন বাড়বে।
উল্লেখ্য,
- জি. এম. বা জেনেটিক্যালি
মডিফায়েড হলো উদ্ভিদের বা
ফসলের জিনকে মডিফাই বা পরিবর্তন করে
ঐ ফসলের ফলন বাড়ানো। আর
এভাবে উৎপাদিত ফসলকে জি.এম. ফসল
বলা হয়।
- হাইব্রিড সব ফসলই জি.এম. ফসল। তবে
এই ধরনের ফসল প্রাকৃতিক প্রতিরূপ
ফসলের তুলনায় বিষাক্ত বা কম পুষ্টি
হতে পারে।- বর্তমানে জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে বিভিন্ন ফসলের রোগ বালাই প্রতিরোধ
ক্ষমতা বৃদ্ধি ও উৎপাদনে উন্নয়ন
সাধন করা সম্ভব হয়েছে।

0
Updated: 16 hours ago
বাংলাদেশের সংবিধানে সর্বশেষ কততম সংশোধনী আনা হয়েছে?
Created: 2 days ago
A
১৫তম
B
১৬তম
C
১৭তম
D
১৮তম
বাংলাদেশের
সংবিধান সর্বমোট ১৭ বার সংশোধিত হয়েছে।
বাংলাদেশের
সংবিধান:
- সংবিধান গণপরিষদে গৃহীত হয় ১৯৭২ সালের
৪ নভেম্বর।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর,
১৯৭২ সালে।
⇒ সংবিধান
সংশোধন হয়েছে ১৭ বার।
- এর মধ্যে চারটি সংশোধনী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট বাতিল করেছে।
- সংবিধানের ১৭টি সংশোধনীর মধ্যে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
সময়ে ৪ বার, জিয়াউর
রহমানের সময় ২ বার,
এরশাদের সময় ৪ বার,
শেখ হাসিনার সরকারের সময় ৩ বার
ও খালেদা জিয়ার সরকারের সময়ে ৪ বার সংবিধান
সংশোধন করা হয়।
⇒ ১৯৭৩
সালের ১৫ জুলাই সংসদে
সংবিধানের ১ম সংশোধনী পাশ
হয়।
- সংবিধানের সর্বশেষ, অর্থাৎ সপ্তদশ সংশোধনী হয় ২০১৮ সালের
৮ জুলাই।

0
Updated: 2 days ago
অধ্যাপক হল্যান্ডের মতে নিচের কোনটি আইনের উৎস নয়?
Created: 2 weeks ago
A
প্রথা
B
ধর্ম
C
জনমত
D
বিচারকের রায়
-
অধ্যাপক হল্যান্ড আইনের ৬টি উৎস উল্লেখ করেছেন।
-
তিনি জনমতকে সরাসরি আইনের উৎস হিসেবে অন্তর্ভুক্ত করেননি।
অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎসগুলো হলো:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা
ওপেনহাইমের মতে আইনের উৎস ৭টি:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা
৭. জনমত
উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

0
Updated: 2 weeks ago
মোস্ট-ফেভারড-নেশন (MFN) নীতি কোন সংস্থার সাথে সংশ্লিষ্ট?
Created: 1 week ago
A
জাতিসংঘ
B
বিশ্ব বাণিজ্য সংস্থা
C
আন্তর্জাতিক মুদ্রা তহবিল
D
বিশ্ব ব্যাংক
মোস্ট-ফেভারড-নেশন (Most-Favored-Nation, MFN) নীতি মূলত বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-র সঙ্গে সম্পর্কিত।
-
নীতির মূল বক্তব্য: কোনো দেশ তার বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে বৈষম্যহীন আচরণ করবে। অর্থাৎ, একটি দেশকে যে সুবিধা দেওয়া হবে, অন্য সব দেশকেও সেই একই সুবিধা দিতে হবে।
-
WTO-এর অধীনে, MFN নীতি সদস্য দেশগুলোর মধ্যে বৈষম্যহীন বাণিজ্য নিশ্চিত করে।
বিস্তারিত দিক:
-
নীতি বিভিন্ন রাষ্ট্রসমূহের মধ্যে সমতা স্থাপন করে।
-
চুক্তিভূক্ত কোনো দেশকে বিশেষ সুবিধা প্রদান করা হয় না।
-
চুক্তিভূক্ত দেশের সামগ্রীকে একই পর্যায়ে বিবেচনা করা হয়।
-
এর মাধ্যমে বাণিজ্যিক বৈষম্য কমানো এবং আন্তর্জাতিক বাণিজ্যের সমতা প্রতিষ্ঠিত হয়।
-
প্রাথমিকভাবে, MFN নীতি GATT (General Agreement on Tariffs and Trade) চুক্তির অধীনে কার্যকর ছিল, পরে এটি WTO-এর আওতায় চলে আসে।

0
Updated: 1 week ago