বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থা অনুসরণ করে?
A
ত্রিপুরা
B
সাঁওতাল
C
খাসিয়া
D
রাখাইন
উত্তরের বিবরণ
মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা হলো সেই ধরনের পরিবার বা সমাজ যেখানে পরিবারের প্রধান দায়িত্ব একজন নারীর ওপর থাকে এবং বংশপরিচয় ও উত্তরাধিকার মায়ের দিক থেকে নির্ধারিত হয়।
-
উত্তরাধিকার: মায়ের পরিবার থেকেই বংশ ও পদবি নির্ধারিত হয়।
-
বাংলাদেশে উদাহরণ: ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় খাসিয়া ও গারো মাতৃতান্ত্রিক সমাজব্যবস্থা অনুসরণ করে।
পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা হলো সেই ধরনের পরিবার যেখানে পিতাই পরিবারের প্রধান এবং উত্তরাধিকার বাবার দিক থেকে নির্ধারিত হয়।
-
ত্রিপুরা সম্প্রদায়: পিতৃকেন্দ্রিক, পিতাই প্রধান।
-
সাঁওতাল সম্প্রদায়: পিতৃতান্ত্রিক ব্যবস্থা প্রচলিত।
-
মণিপুরি সম্প্রদায়: পিতৃতান্ত্রিক ও পিতৃসূত্রীয় ব্যবস্থা।
-
রাখাইন সম্প্রদায়: পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা।
0
Updated: 1 month ago
দেশের দ্বিতীয় জিআই পণ্য কোনটি?
Created: 1 month ago
A
জামদানি
B
খিরসাপাত আম
C
ইলিশ
D
শীতল পাটি
জিআই পণ্য হলো ভৌগোলিক নির্দেশক (Geographical Indication) দ্বারা স্বীকৃত পণ্য, যা বিশেষ কোনো এলাকা বা অঞ্চলের কারণে তার গুণগত মান, খ্যাতি বা বিশেষ বৈশিষ্ট্যের জন্য পরিচিত ও স্বীকৃত।
-
দেশের প্রথম জিআই পণ্য হলো জামদানি শাড়ি, যা ১৭ নভেম্বর ২০১৬ সালে স্বীকৃতি পায়।
-
দ্বিতীয় জিআই পণ্য হলো ইলিশ মাছ।
-
তৃতীয় জিআই পণ্য হলো খিরসাপাত আম।
-
চতুর্থ জিআই পণ্য হলো হাঁড়িভাঙ্গা আম।
0
Updated: 1 month ago
ব্রেটন উডস সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করেছিল?
Created: 1 month ago
A
২৯টি
B
৩২টি
C
৩৮টি
D
৪৪টি
ব্রেটন উডস সম্মেলন ১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশ থেকে ৭৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
-
১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেস বিশ্বব্যাংক ও IMF গঠনের Articles of Agreement অনুমোদন করে।
-
সম্মেলনে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
-
মোট ২৯ দেশের অনুমোদনের ভিত্তিতে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংক ও IMF প্রতিষ্ঠিত হয়।
-
সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
-
ব্রেটন উডস সম্মেলনে IMF ও World Bank এই দুটি আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠিত হয়।
0
Updated: 1 month ago
’অগ্নিশ্বর’ কোন ফসলের উন্নত জাত?
Created: 1 month ago
A
বেগুন
B
কলা
C
গম
D
টমেটো
উন্নত জাতের কলা, বেগুন, টমেটো ও গমের বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের তথ্য নিম্নরূপে整理 করা যেতে পারে। এই জাতগুলো কৃষিতে অধিক ফলন এবং উন্নত মান নিশ্চিত করে।
-
উন্নত জাতের কলা:
-
অগ্নিশ্বর
-
চাঁপা
-
কবরী সিঙ্গাপুরী
-
কাবুলী
-
মেহের সাগর
-
অমৃত সাগর
-
সবরি
-
অনুপম
-
মালভোগ
-
মর্তমান
-
-
উচ্চ ফলনশীল বেগুন জাত:
-
চমক এফ১
-
বিটি বেগুন
-
বিজয়
-
পার্পল কিং
-
কাজলা (বারি বেগুন ৪)
-
নয়নতারা (বারি বেগুন ৫)
-
তারাপুরী (বারি বেগুন ২)
-
শুকতারা
-
ডিম বেগুন
-
মুক্তকেশী
-
-
উচ্চ ফলনশীল টমেটো জাত:
-
বাহার
-
রোমাভিএফ
-
রাজা
-
সুরক্ষা
-
হাইটম-২
-
-
উচ্চ ফলনশীল গমের জাত:
-
কাঞ্চন
-
আকবর
-
অঘ্রাণী
-
প্রতিভা
-
সৌরভ
-
গৌরব
-
0
Updated: 1 month ago