My uncle arrived while I _____ the dinner.
A
would cook
B
had cooked
C
cook
D
was cooking
উত্তরের বিবরণ
• সঠিক উত্তর: was cooking
সম্পূর্ণ বাক্য: My uncle arrived while I was cooking the dinner.
• While ব্যবহার করে দুটি ঘটনা যুক্ত হলে –
– যদি while–এর আগে ঘটে যাওয়া ঘটনাটি past indefinite tense–এ থাকে, তাহলে পরবর্তী অংশে past continuous tense ব্যবহৃত হয়।
– আবার, while–এর সঙ্গে যুক্ত অংশটি যদি past continuous tense হয়, তবে অপর অংশটি সাধারণত past indefinite tense–এ হয়।
0
Updated: 3 months ago
__________ others is a great deed.
Created: 3 months ago
A
To help
B
Help
C
To helping
D
To have helped
নিশ্চিত উত্তর: ক) To help
সম্পূর্ণ বাক্য: To help others is a great deed.
বাংলায় অর্থ: অন্যদের সাহায্য করা একটি মহান কাজ।
• এই বাক্যে "To help others" হলো subject, অর্থাৎ বাক্যের বিষয়বস্তু। এখানে infinitive (to + verb) ফর্ম ব্যবহার করা হয়েছে।
• যখন subject হিসেবে verb ব্যবহার করা হয়, তখন সাধারণত "to + verb" (infinitive) অথবা "verb + ing" (gerund) ব্যবহার করতে হয়।
অন্য অপশনগুলো দেখে নেওয়া যাক:
খ) Help:
→ শুধু verb-এর base form; subject হিসেবে এটি ভুল, কারণ subject-এ "to" ছাড়া verb আসে না।
গ) To helping:
→ ভুল ব্যবহার, কারণ “to” এর পর verb-এর base form (to + verb) থাকা উচিত, gerund (verb + ing) নয়।
ঘ) To have helped:
→ এটি perfect infinitive, তবে এখানে simple infinitive দরকার।
সারসংক্ষেপ:
Subject হিসেবে verb ব্যবহার করতে হলে "to + verb" ফর্ম (infinitive) ব্যবহার করতে হবে।
যেমন, "To help others is good."
Infinitive কি?
Infinitive হলো verb-এর একটি ফর্ম, যা সাধারণত "to + verb" আকারে থাকে এবং বাক্যে subject বা object হিসেবে কাজ করে।
যেমন:
-
I want to eat.
-
To read books is fun.
Infinitive দুই ধরনের:
১) To-সহ infinitive: যেমন to go, to play, to help
২) To-বিহীন infinitive (bare infinitive): সাধারণত কিছু বিশেষ verb যেমন let, make, help ইত্যাদির পরে ব্যবহৃত হয়।
যেমন: I helped them study.
সংক্ষেপে: Subject হিসেবে verb ব্যবহার করতে হলে "to + verb" ফর্ম সঠিক। তাই এখানে সঠিক উত্তর হলো: To help
0
Updated: 3 months ago
This could have worked if I ___ been more cautious.
Created: 2 months ago
A
had
B
have
C
might
D
would
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had.
- Complete Sentence: This could have worked if had I been more cautious.
• Third conditional এর নিয়মানুযায়ী principal clause এ would have/could have/might have থাকলে if clause টি past perfect হয়।
• একটি Conditional sentence এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত
- 2. Consequence বা ফলাফল।
• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals
• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)
0
Updated: 2 months ago
There is no alternative ____ training.
Created: 3 months ago
A
to
B
for
C
than
D
of
✅ শূন্যস্থানে সঠিক উত্তর: to
Complete Sentence: There is no alternative to training.
বাংলা অর্থ: প্রশিক্ষণের কোনও বিকল্প নেই।
👉 Alternative এর পরে ‘to’ ব্যবহৃত হয়, যখন বিকল্প বোঝাতে চাই।
Alternative to
ইংরেজি অর্থ: অন্য কোনও সম্ভাবনা বা পছন্দ হিসেবে যা পাওয়া যায়।
বাংলা অর্থ: বিকল্প।
উদাহরণ
-
There is no alternative to practice.
(অনুশীলনের কোনও বিকল্প নেই।) -
Is there a viable alternative to the present system?
(বর্তমান ব্যবস্থার কোনও কার্যকর বিকল্প আছে কি?)
তথ্যসূত্র: অ্যাক্সেসিবল ডিকশনারি – বাংলা একাডেমি, অক্সফোর্ড লার্নারস ডিকশনারি
0
Updated: 3 months ago