What is the antonym of 'Tenuous'?
A
Flimsy
B
Substantial
C
Terrible
D
Thrive
উত্তরের বিবরণ
Tenuous (adjective) হলো এমন কিছু যা খুবই দুর্বল বা ক্ষীণ, যার মধ্যে সামর্থ্য বা দৃঢ়তা খুবই সীমিত।
-
Tenuous (adjective)
-
English Meaning: Very weak or slight; having little substance or strength
-
Bangla Meaning: ক্ষীণ; সরু
-
Synonyms:
-
Fragile - ভঙ্গুর; ঠুনকো; পলকা; ক্ষণভঙ্গুর; নশ্বর; নাজুক
-
Flimsy - হালকা ও পাতলা; ফিনফিনে; (বস্তু) পলকা; ভঙ্গুর; ঠুনকো
-
Insubstantial - অবাস্তব; অসার; নিঃসত্ত্ব; অলীক; অমূলক; অসত্য; ভিত্তিহীন
-
-
Antonyms:
-
Strong - শক্ত; দৃঢ়; সুদৃঢ়; প্রবল; প্রচণ্ড; সরল; বলিষ্ঠ; শক্তিশালী; বলবান
-
Substantial - সচ্ছল; ধনাঢ্য; বিত্তবান; ধনী
-
Solid - দৃঢ়; বলিষ্ঠ; শক্ত
-
-
-
Other options for comparison:
-
Terrible (adjective)
-
English Meaning: Very bad or unpleasant; causing fear or dread; extreme or severe in a negative sense
-
Bangla Meaning: ভীষণ; ভয়াবহ
-
-
Thrive (verb)
-
English Meaning: To grow, develop, or be successful, especially in a vigorous or healthy way
-
Bangla Meaning: সমৃদ্ধি লাভ করা; সমৃদ্ধশালী হওয়া; উন্নতি লাভ/সাফল্য অর্জন করা; বলিষ্ঠ ও স্বাস্থ্যবান হওয়া
-
-

0
Updated: 17 hours ago
Choose the correct antonym for 'Oblige'-
Created: 1 month ago
A
Bind
B
Require
C
Bother
D
Censure
Oblige
- (verb transitive) নীতিগত বা আইনগতভাবে বাধ্য বা বাধিত করা:
- (বিশেষত passive) কোনোকিছু করতে বাধ্য হওয়া:
- অনুগ্রহ করা।
- কাউকে খুশি করা বা সাহায্য করা, বিশেষ করে এমন কিছু করে যা তারা আপনাকে করতে বলেছে।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Bind
- বাঁধা; বন্ধন করা; গ্রন্থ/খাতা বাঁধাই করা: ছিন্ন বস্তুর প্রান্তভাগ জুড়ে দেওয়া: কোনো কিছু পেঁচিয়ে বাঁধা।
খ) Require (verb transitive)
- দরকার পড়া/হওয়া; চাওয়া (প্রায়ই passive) (আনুষ্ঠানিক) নির্দেশিত হওয়া; আবশ্যক হওয়া।
গ) Bother (verb transitive), (verb intransitive)
- বিরক্ত করা; বিব্রত করা; জ্বালাতন করা: (ভদ্রতাপূর্ণ বাক্যে) অসুবিধা ঘটানো।
ঘ) Censure (verb transitive) (noun) [uncountable noun] ; [countable noun]
- কাউকে (কোনো কিছুর জন্য) সমালোচনা করা: তিরস্কার; আপত্তি সমালোচনা বা আপত্তিজ্ঞাপক কথা।
- Oblige- accommodate, favor.
- Bother-annoyance, worry.
- শব্দটির বাংলায় বিভিন্ন রকম অর্থ হতে পারে, যেমন বাধ্য করা, অনুগ্রহ করা ইত্যাদি।
- অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে একমাত্র Botherশব্দটির সাথেই এর কোন অর্থগত মিল নেই।
- সুতরাং সঠিক উত্তর: Bother
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago
Antonym of Refractory -
Created: 3 weeks ago
A
Subservient
B
Stubborn
C
Obstinate
D
Tenacious
Refractory (adjective)
English Meaning: Difficult to control; unwilling to obey.
Bangla Meaning:
একগুঁয়ে; অবাধ্য – as refractory as a mule; (রোগব্যাধি) দুশ্চিকিৎস্য; দুরারোগ্য।
(পদার্থ, বিশেষত ধাতু) গলানো বা শিল্পের উপকরণ হিসেবে ব্যবহার করতে দুরূহ; দুর্গল; অবশ্য।
Synonyms: Stubborn (একগুঁয়ে; জেদি), Disobedient (অবাধ্য), Unmanageable (নিয়ন্ত্রণের অযোগ্য), Obstinate (অনড়), Tenacious (অনমনীয়)
Antonyms: Obedient (আজ্ঞানুবর্তী; বাধ্য), Manageable (নিয়ন্ত্রণসাধ্য), Subservient (অধীনস্ত), Loyal (আজ্ঞাবহ), Subordinate (অধস্তন)
Example Sentences:
A refractory child is very hard to control.
The patient died of refractory heart failure one month later.

0
Updated: 3 weeks ago
What is the antonym of 'Apropos'?
Created: 2 weeks ago
A
Applicable
B
Irrelevant
C
Ardor
D
Feral
Apropos (Adjective/Adverb/Preposition)
-
English Meaning: In connection with or related to somebody/something.
-
Bangla Meaning: এ প্রসঙ্গে; এ সম্পর্কিত; যথোচিত; যথাযথ।
-
Synonyms: Applicable (প্রযোজ্য), Relevant (প্রাসঙ্গিক), Regarding (সম্পর্কিত), Pointed (নির্দেশিত), Pertinent (অধিকারভুক্ত).
-
Antonyms: Inappropriate (অনুপযুক্ত), Irrelevant (অপ্রাসঙ্গিক), Inapplicable (অপ্রযোজ্য), Pointless (অর্থহীন).
-
Example Sentences: 1. Apropos (of) what you were just saying. 2. The ceremony concluded with the reading of an apropos poem.
Ardor (noun)
-
English Meaning: Very strong feelings of enthusiasm or love.
-
Bangla Meaning: উষ্ণ আবেগ; আকুলতা; উৎসাহ।
Feral (adjective)
-
English Meaning: (of animals) living wild, especially after escaping from life as a pet or on a farm.
-
Bangla Meaning: বন্য; পোষ মানানো যায়নি এমন; মারাত্মক; পাশবিক।

0
Updated: 2 weeks ago