His work improvement is in a stagnation stage.
The meaning of stagnation is:
A
Improving rapidly.
B
The state of not changing.
C
In the decreasing stage.
D
Depending on other factors.
উত্তরের বিবরণ
Correct answer: খ) The state of not changing। "Stagnation" হলো এমন অবস্থা যেখানে কোনো পরিবর্তন, উন্নতি বা গতি ঘটে না; অগ্রগতি বা বিকাশের অভাব থাকে।
-
Stagnation (noun)
-
English Meaning: The state of not changing, developing, or moving; a lack of progress or growth
-
Bangla Meaning: অগ্রগতি বা পরিবর্তনের অভাব (অগ্রগতিহীন অবস্থা)
-
Synonyms:
-
Standstill - অবস্থা যেখানে কোনো কিছুই চলছে না বা অগ্রসর হচ্ছে না
-
Inactivity - নিষ্ক্রিয়তা, অনুদ্যম, অপ্রবৃত্তি ইত্যাদি
-
Idle - অলস; বেকার; নিষ্ক্রিয়; নিষ্ককর্মা; নিশ্চেষ্ট
-
-
Antonyms:
-
Progress - অগ্রগতি; অগ্রগমন; প্রগতি; সংবৃদ্ধি
-
Advancement - পদোন্নতি; উন্নতি
-
Development - বিকাশ বা উন্নয়ন
-
-
-
Other options for comparison:
-
Improving rapidly
-
Bangla Meaning: দ্রুত পরিবর্তনশীল
-
-
In the decreasing stage
-
Bangla Meaning: ক্রমহ্রাসমান অবস্থা
-
-
Depending on other factors
-
Bangla Meaning: অন্য অবস্থার উপর নির্ভর করা
-
-

0
Updated: 17 hours ago
Choose the word most opposite in meaning to “Laconic”:
Created: 5 days ago
A
Brief
B
Silent
C
Verbose
D
Terse
সঠিক উত্তর হলো গ) Verbose। কারণ এটি Laconic-এর বিপরীত শব্দ। যেখানে Laconic মানে সংক্ষিপ্ত বা কম কথা বলা, সেখানে Verbose মানে অপ্রয়োজনীয়ভাবে বেশি কথা বলা বা অতিরিক্ত শব্দ ব্যবহার করা।
-
Correct Answer: গ) Verbose
-
Bangla Meaning: বাক্স্পর্শী, অতিরিক্ত শব্দ ব্যবহারকারী
-
English Meaning: Using more words than needed; wordy or long-winded
-
-
Laconic
-
Bangla Meaning: সংক্ষিপ্ত, কম কথা বলা
-
English Meaning: Using very few words; brief and to the point
-
-
অন্যান্য অপশন:
-
ক) Brief
-
Bangla Meaning: সংক্ষিপ্ত
-
English Meaning: Short in duration or expression; concise
-
-
খ) Silent
-
Bangla Meaning: নীরব
-
English Meaning: Not speaking or making noise
-
-
ঘ) Terse
-
Bangla Meaning: সরল ও সংক্ষিপ্ত
-
English Meaning: Brief and direct in a way that may seem rude or unfriendly
-
-
ঙ) Reserved
-
Bangla Meaning: সংযত, নির্দিষ্ট
-
English Meaning: Slow to reveal emotion or opinions; restrained
-
-

0
Updated: 5 days ago
The verb 'succumb' means-
Created: 1 month ago
A
achieve
B
submit
C
win
D
conquer
Succumb (Verb)
English meaning: Fail to resist pressure, temptation, or some other negative force; die from the effect of a disease or injury.Bangla Meaning: (প্রলোভন, তোষামোদ ইত্যাদির) বশীভূত হওয়া; মারা যাওয়া। • অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -ক) achieve - অর্জন করা; সম্পন্ন/সমাধা করা/ নিষ্পন্ন করা; সফল হওয়া।খ) submit - আনুগত্য/অধীনতা/বশ্যতা স্বীকার করা; অনুবর্তী হওয়া।গ) win - কঠোর পরিশ্রম, অধ্যবসায়, নিরলস প্রচেষ্টা দ্বারা অর্জন করা; জিতে নেওয়া।ঘ) conquer - জয় করা; শক্তিবলে দখল করা।
• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - submit শব্দটি Succumb এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - submit শব্দটি Succumb এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.

0
Updated: 1 month ago
What is the meaning of 'recondite'?
Created: 1 week ago
A
Catalyst
B
Abstruse
C
Officious
D
Complaisant
সঠিক উত্তর হলো Abstruse। এখানে মূল শব্দটি হলো Recondite, যা একটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। এর অর্থ, এমন কিছু যা অনেকের কাছে অজানা এবং বোঝা কঠিন।
-
বাংলা অর্থ:
(১) (জ্ঞানের বিষয়াদি) সৃষ্টি ছাড়া, দুর্বোধ্য, নিগূঢ়।
(২) (গ্রন্থকর্তা) নিগূঢ় বা সৃষ্টিছাড়া জ্ঞানের অধিকারী। -
সমার্থক শব্দ: Complex (জটিল), Abstruse (নিগূঢ়), Complicated (দুর্বোধ্য), Hermetic (সম্পূর্ণভাবে রুদ্ধ), Profound (গভীর)।
-
বিপরীতার্থক শব্দ: Straightforward (সহজবোধ্য), Simple (সাদামাটা), Familiar (চেনাজানা), Obvious (সুস্পষ্ট), Shallow (অগভীর, গাধ, চেটালো)।
-
উদাহরণ বাক্য:
১. They must have found their teacher too sophisticated, too full of recondite allusions for them to follow.
২. Geochemistry is a recondite subject.
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Catalyst (noun):
-
ইংরেজি অর্থ: কোনো পরিস্থিতি, ঘটনা, বা ব্যক্তি যা গুরুত্বপূর্ণ পরিবর্তনের কারণ হয়। জীববিজ্ঞান ও রসায়নে—Catalyst হলো এমন এক পদার্থ যা নিজে পরিবর্তিত না হয়ে রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে।
-
বাংলা অর্থ: পরিবর্তনসাধনকারী এরূপ অপিরবর্তিত পদার্থ; অনুঘটক; (লাক্ষণিক অর্থে) যে ব্যক্তি বা বস্তু পরিবর্তনসাধনে সহায়ক হয়।
-
-
Officious (adjective):
-
ইংরেজি অর্থ: অন্যকে কী করতে হবে তা বলায় অতিরিক্ত উৎসাহী এবং নিজের গুরুত্বকে বেশি মনে করে।
-
বাংলা অর্থ: গায়ে পড়ে সাহায্য করতে বা পরামর্শ দেয় এমন; কর্তৃত্বপরায়ণ।
-
-
Complaisant (adjective):
-
ইংরেজি অর্থ: ভদ্র আচরণ করে এবং অন্যদের পরিকল্পনায় নিজেকে মানিয়ে নিয়ে তাদের সন্তুষ্ট করতে আগ্রহী।
-

0
Updated: 1 week ago