What is the meaning of the word 'Trepidation'?
A
An uncomfortable feeling of nervousness.
B
Very comfortable situation.
C
Find a solution.
D
Always being confident.
উত্তরের বিবরণ
Trepidation (noun) হলো ভবিষ্যৎ সম্পর্কে উদ্বেগ বা নার্ভাসনেসের অস্বস্তিকর অনুভূতি। এটি সাধারণত এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয় যেখানে কেউ কোনো ঘটনার সম্ভাব্য ফলাফলের জন্য উৎকণ্ঠিত বা চিন্তিত থাকে।
-
Trepidation (noun)
-
English Meaning: An uncomfortable feeling of nervousness or worry about something that is happening or might happen in the future
-
Bangla Meaning: সচকিত উত্তেজিত মনোভাব
-
Synonyms:
-
Anxiety - ভবিষ্যৎ বিষয়ে ভয় ও অনিশ্চয়তাবোধ; উদ্বেগ; দুশ্চিন্তা
-
Apprehension - আশঙ্কা; ভবিষ্যৎ বিষয়ে উৎকণ্ঠার অনুভূতি; উপলব্ধি; চেতনা; বোধ
-
Disquietude - মানসিক অস্থিরতা বা উদ্বেগ
-
-
Antonyms:
-
Calmness - শান্ততা, বিশ্রান্ততা
-
Equanimity - মনমেজাজের প্রশান্তি
-
Composure - শান্তি; স্থৈর্য; আত্মসংবরণ
-
-
-
Other options for comparison:
-
Very comfortable situation
-
Bangla Meaning: খুবই আরামদায়ক অবস্থা
-
-
Find a solution
-
Bangla Meaning: সমাধান বের করা
-
-
Always being confident
-
Bangla Meaning: সবসময় আত্মবিশ্বাসী
-
-
0
Updated: 1 month ago
'Impediment'-
Created: 2 weeks ago
A
Anarchy
B
Distort
C
Ominous
D
Barrier
0
Updated: 2 weeks ago
What is the antonym of 'Flout'?
Created: 1 month ago
A
Breach
B
Commend
C
Embellish
D
Spectrum
Flout একটি Verb (Transitive)। এটি বোঝায় কোনো নিয়ম বা আইনকে ইচ্ছাকৃতভাবে অমান্য করা বা এমন আচরণ এড়িয়ে যাওয়া যা সাধারণ বা প্রত্যাশিত।
-
বাংলা অর্থ: বিরোধিতা করা; তাচ্ছিল্য করা; অবজ্ঞার/অশ্রদ্ধার সঙ্গে উড়িয়ে দেওয়া
-
সমার্থক শব্দ: Defy (প্রকাশ্যে বিরোধিতা করা), Infringe (ভঙ্গ/খণ্ডন করা), Breach (খেলাপ করা), Scoff (উপহাস বা অবজ্ঞা করা), Infract (লঙ্ঘন করা)
-
বিপরীতার্থক শব্দ: Observe (লক্ষ করা; পর্যবেক্ষণ করা), Approve (অনুমোদন বা সম্মতি দেয়া), Respect (সম্মান করা), Honor (সম্মান করা), Commend (প্রশংসা করা)
-
অন্য রূপ:
-
Flout (Noun/Verb)
-
Flouter (Noun): যে ব্যক্তি নিয়ম তাচ্ছিল্য করে
-
-
উদাহরণ বাক্য:
১. They think they can flout the law and get away with it.
২. He flouted all the rules & submitted his resignation letter.
0
Updated: 1 month ago
PROLOGUE : NOVEL :: ?
Created: 1 month ago
A
Preamble: Statute
B
Sketch: Drawing
C
Movement: Symphony
D
Index: Book
একটি Prologue হলো কোনো সাহিত্যকর্মের প্রস্তাবনামূলক অংশ, যেমন নাটকের শুরুতে পঠিত কবিতা বা কাব্যের ভূমিকা। আর Novel মানে নতুন, অভিনব বা পূর্বে পরিচিত কিছুর থেকে ভিন্ন কোনো বিষয়। এদের মধ্যকার সম্পর্ক বোঝাতে দেওয়া বিকল্পগুলোর মধ্যে সবচেয়ে উপযুক্ত হলো Preamble : Statute, কারণ এটি একই ধরনের ভূমিকা এবং মূল লেখার আগে থাকা অংশকে নির্দেশ করে।
-
Prologue
-
Bangla Meaning: কাব্যের প্রস্তাবনামূলক অংশ; নাটকের শুরুতে পঠিত কবিতা
-
English Meaning: the preface or introduction to a literary work
-
-
Novel
-
Bangla Meaning: অভিনব; অদ্ভুত; অপূর্ববিদিত
-
English Meaning: new and not resembling something formerly known or used
-
অন্য বিকল্পগুলো:
-
Preamble
-
Bangla Meaning: বিশেষত কোনো আনুষ্ঠানিক দলিলের প্রস্তাবনা
-
English Meaning: an introductory statement
-
-
Statute
-
Bangla Meaning: সংসদ কর্তৃক অনুমোদিত বিধিবদ্ধ আইন; সংবিধি
-
English Meaning: a law enacted by the legislative branch of a government
-
-
Sketch
-
Bangla Meaning: সংক্ষিপ্ত বিবরণ বা বর্ণনা; খসড়া, নকশা
-
English Meaning: a tentative draft (as for a literary work), to draw or paint a sketch
-
-
Drawing
-
Bangla Meaning: অঙ্কনবিদ্যা; রেখা টেনে ছবি আঁকা
-
English Meaning: an act or instance of drawing
-
-
Movement
-
Bangla Meaning: আন্দোলন, গতি, গতিময়তা
-
English Meaning: the act or process of moving, a series of organized activities working toward an objective
-
-
Symphony
-
Bangla Meaning: সাংগীতিক রচনাবিশেষ; ঐকতানসংগীত
-
English Meaning: consonance of sounds
-
-
Index
-
Bangla Meaning: সূচক; গ্রন্থশেষে সন্নিবেশিত নাম, বিষয়বস্তু ইত্যাদির তালিকা
-
English Meaning: a list, usually alphabetical, of names or topics with references
-
-
Book
-
Bangla Meaning: বই; পুস্তক
-
English Meaning: a set of written, printed, or blank sheets bound together
-
সুতরাং, যেমন Prologue একটি Novel-এর ভূমিকা, তেমনি Preamble একটি Statute-এর প্রস্তাবনা। দুটোই মূল বিষয়বস্তুর আগে উদ্দেশ্য ও কাঠামো ব্যাখ্যা করে। তাই সঠিক উত্তর হলো ক) Preamble : Statute।
0
Updated: 1 month ago