নিচের কোন বানানটি অশুদ্ধ?
A
পরিনির্বাণ
B
নির্নিমেষ
C
প্রণষ্ট
D
পাষণ্ড
উত্তরের বিবরণ
প্রদত্ত শব্দগুলোর মধ্যে "প্রণষ্ট" বানানটি অশুদ্ধ।
-
এর শুদ্ধ বানান হলো বিনষ্ট (বা প্রনষ্ট নয়, বরং বিনষ্ট)
-
অর্থ: সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত, বিনাশপ্রাপ্ত, নষ্ট
অন্যদিকে:
-
পরিনির্বাণ
-
নির্নিমেষ
-
পাষণ্ড
— এই তিনটি বানানই শুদ্ধ।
উৎস:
0
Updated: 1 month ago
সঠিক বানান কোনটি?
Created: 2 months ago
A
কূসংস্কার
B
কুসংকার
C
কুসংস্কার
D
কৃশংষ্কার
→ ‘গ’ – কুসংস্কার সঠিক বানান।
কুসংস্কার (বিশেষ্য)
→ এটি একটি সংস্কৃত শব্দ।
→ এর অর্থ: যুক্তিহীন বা অনৈতিক সামাজিক আচরণ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 2 months ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 2 months ago
A
স্বশুর
B
শ্বসুর
C
শশুর
D
শ্বশুর
শুদ্ধ বানান - শ্বশুর
শ্বশুর (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
অর্থ: স্বামী বা স্ত্রীর পিতা।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
0
Updated: 2 months ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 2 months ago
A
Incyclopedia
B
Encyclopedia
C
Enciclopadia
D
Encyclopedea
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?
সমাধান:
Encyclopedia:(noun)
বিশ্বকোষ; জ্ঞানকোষ; বিদ্যাকোষ; তথ্যকোষ।
সুত্রঃ বাংলা একাডেমি অভিধান।
0
Updated: 2 months ago