প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
A
18
B
22
C
24
D
26
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 26
প্রথম চিত্রে,
(5 × 9) + (3 × 6)
= 45 + 18 = 63
দ্বিতীয় চিত্রে,
(7 × 2) + (6 × 2)
= 14 + 12 = 26

0
Updated: 17 hours ago
কোন
বস্তুটিকে টেনে তোলা তুলনামূলক
কম কষ্টকর?
Created: 11 hours ago
A
A
B
B
C
দুইটিই সমান কষ্টকর হবে
D
কোনটিকেই তোলা যাবে না
প্রশ্ন:
কোন বস্তুটিকে টেনে তোলা তুলনামূলক
কম কষ্টকর হবে?

0
Updated: 11 hours ago
যদি একটি ঘড়ি প্রতিদিন ১৫ মিনিট করে সময় বেশি দেখায়, তাহলে কতদিন পর ঘড়িটি পুনরায় সঠিক সময় দিবে?
Created: 3 days ago
A
৩৬ দিন
B
৪৮ দিন
C
৪০ দিন
D
৪২ দিন
প্রশ্ন: যদি একটি ঘড়ি প্রতিদিন ১৫ মিনিট করে সময় বেশি দেখায়, তাহলে কতদিন পর ঘড়িটি পুনরায় সঠিক সময় দিবে?
সমাধান:
যদি কোন ঘড়ি সময় বেশি দেখাতে থাকে তাহলে তাকে সঠিক সময় দিতে হলে ১২ ঘণ্টা বা ৭২০ মিনিট সময় বেশি দেখাতে হবে।
এখন,
ঘড়িটি ১৫ মিনিট বেশি দেখায় = ১ দিনে
∴ ঘড়িটি ৭২০ মিনিট বেশি দেখাবে = (১ × ৭২০)/১৫ দিনে
= ৪৮ দিনে
∴ ৪৮ দিন পর ঘড়িটি পুনরায় সঠিক সময় দিবে।

0
Updated: 3 days ago
তৃতীয় চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 week ago
A
20
B
21
C
25
D
30
প্রশ্ন: তৃতীয় চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 25
• প্রতিটি চিত্রের উপরের দুইটি সংখ্যার গুনফলের বর্গমূল হবে নিচের সংখ্যাটি।
প্রথম চিত্রে,
√(4 × 9)
= √36 = 6
দ্বিতীয় চিত্রে,
√(9 × 16)
= √144 = 12
তৃতীয় চিত্রে,
ধরি, সংখ্যাটি = x
∴ √(16x) = 20
⇒ 16x = 400
⇒ x = 400/16
⇒ x = 25

0
Updated: 1 week ago