"COMMODITY" শব্দটির বাংলা পরিভাষা কী?
A
পদালি
B
পণ্য
C
ধূমকেতু
D
অঙ্গীকারবদ্ধ
উত্তরের বিবরণ
COMMODITY শব্দটির বাংলা পরিভাষা হলো পণ্য।
অন্যদিকে:
-
CADRE: পদালি
-
COMET: ধূমকেতু
-
COMMITTED: অঙ্গীকারবদ্ধ
উৎস:
0
Updated: 1 month ago
9 × 3 = 5418 এবং 5 × 4 = 3024 হলে 8 × 2 = ?
Created: 1 month ago
A
1224
B
3012
C
3628
D
4812
প্রশ্ন: 9 × 3 = 5418 এবং 5 × 4 = 3024 হলে 8 × 2 = ?
সমাধান:
9 × 3 = 5418 এবং 5 × 4 = 3024 হলে 8 × 2 = 4812
9 × 6 = 54 [6 দ্বারা গুণ করে]
3 × 6 = 18 [6 দ্বারা গুণ করে]
∴ 9 × 3 = 5418 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]
এবং
5 × 6 = 30 [6 দ্বারা গুণ করে]
4 × 6 = 24 [6 দ্বারা গুণ করে]
∴ 5 × 4 = 3024 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]
অনুরূপভাবে,
8 × 6 = 48 [6 দ্বারা গুণ করে]
2 × 6 = 12 [6 দ্বারা গুণ করে]
∴ 8 × 2 = 4812 [গুণফলদ্বয়কে পাশাপাশি বসিয়ে]
0
Updated: 1 month ago
Created: 1 month ago
A
0
B
1
C
অসঙ্গায়িত
D
অসীম
প্রশ্ন: 
সমাধান:
যখন x ≠ 0, তখন x/x=1, কারণ x-কে x-দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়।
উদাহরণস্বরূপ, 5/5 = 1, 10/10 = 1, ইত্যাদি।
কিন্তু
যখন x = 0 , তখন 0/0 -এর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়।
অর্থাৎ, 0/0 = অনির্ণেয় রূপ
এই রকম ∞/∞ = অনির্ণেয় রূপ।
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসালে চিত্রটি পরিপূর্ণ হবে?
Created: 2 months ago
A
1
B
2
C
3
D
4
মানসিক দক্ষতা
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসালে চিত্রটি পরিপূর্ণ হবে?


সমাধান:
সঠিক উত্তর- গ) 3 
প্রশ্নবোধক স্থানে (3) নং চিত্রটি বসালে চিত্রটি পরিপূর্ণ হবে।
সম্পূর্ণ চিত্রটি হবে-

0
Updated: 2 months ago