প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
A
15
B
18
C
22
D
30
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 22
প্রথম চিত্রে,
(80 + 15) - (35 + 43)
= 95 - 78 = 17
দ্বিতীয় চিত্রে,
(56 + 34) - (48 + 20)
= 90 - 68 = 22
0
Updated: 1 month ago
ভোরবেলায় ঘুম থাকে উঠে সূর্যকে পিছনে রেখে এক ব্যক্তি হাঁটা শুরু করলেন। ১০ মিনিট পর তিনি বামদিকে ঘুরলেন, তার ২০ মিনিট পর আবার বামদিকে ঘুরলেন। কিছুক্ষন পর তিনি আবার ডানদিকে ঘুরলেন। তিনি এখন কোন দিকে মুখ করে আছেন?
Created: 2 months ago
A
পশ্চিম
B
পূর্ব
C
উত্তর
D
দক্ষিণ
প্রশ্ন: ভোরবেলায় ঘুম থাকে উঠে সূর্যকে পিছনে রেখে এক ব্যক্তি হাঁটা শুরু করলেন। ১০ মিনিট পর তিনি বামদিকে ঘুরলেন, তার ২০ মিনিট পর আবার বামদিকে ঘুরলেন। কিছুক্ষন পর তিনি আবার ডানদিকে ঘুরলেন। তিনি এখন কোন দিকে মুখ করে আছেন?
সমাধান:
তিনি এখন দক্ষিণ দিকে মুখ করে আছেন।

ভোরবেলায় সূর্যকে পিছনে রেখে হাঁটা শুরু করলে ঐ ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে হাঁটছেন। (a থেকে b তে )
১০ মিনিট পর বামদিকে ঘুরলেন অর্থাৎ দক্ষিণ দিকে ঘুরলেন।(b থেকে c তে)
২০ মিনিট হাঁটার পর আবার বামদিকে ঘুরলেন অর্থাৎ পূর্বদিকে ঘুরলেন।(c থেকে d তে)
কিছুক্ষন পর আবার ডানদিকে ঘুরলেন অর্থাৎ দক্ষিণ দিকে ঘুরলেন।(d থেকে e তে)
অর্থাৎ ঐ ব্যক্তি এখন দক্ষিণ দিকে মুখ করে আছেন।
0
Updated: 2 months ago
যদি A পিস্টনে 8.8 N বল প্রয়োগ করা হয় তাহলে B পিস্টনে কত বল পাওয়া যাবে? (যেখানে A পিস্টনের ক্ষেত্রফল 5 বর্গমিটার এবং B পিস্টনের ক্ষেত্রফল 15 বর্গমিটার)
Created: 1 month ago
A
26.4 N
B
30 N
C
22.5 N
D
25 N
প্রশ্ন: যদি A পিস্টনে 8.8 N বল প্রয়োগ করা হয় তাহলে B পিস্টনে কত বল পাওয়া যাবে? (যেখানে A পিস্টনের ক্ষেত্রফল 5 বর্গমিটার এবং B পিস্টনের ক্ষেত্রফল 15 বর্গমিটার)
সমাধান:
প্যাসকেলের সূত্র হতে পাই,
F1/A1 = F2/A2
⇒ F2 = (F1 × A2)/A1 = (8.8 × 15)/5 = 26.4 N
0
Updated: 1 month ago
ভারসাম্য বজায় রাখতে B প্রান্তে কত কেজি ভরের বস্তু স্থাপন করতে হবে?
Created: 1 month ago
A
15 kg
B
20 kg
C
24 kg
D
30 kg
প্রশ্ন: ভারসাম্য বজায় রাখতে B প্রান্তে কত কেজি ভরের বস্তু স্থাপন করতে হবে?
সমাধান:
সমাধান:
ধরি,
B প্রান্তে ভর স্থাপন করতে হবে = x কেজি
প্রশ্নমতে,
30 × 12 = 15x
⇒ 15x = 360
⇒ x = 360/15
⇒ x = 24
অতএব লিভার টি তে ভারসাম্য বজায় রাখতে B প্রান্তে 24 কেজি ভরের বস্তু স্থাপন করতে হবে।
0
Updated: 1 month ago