ক একটি লন রোলার টানছে এবং খ একটি লন রোলার ঠেলছে। কার সবচেয়ে কম কষ্ট হবে?
A
ক-এর
B
খ-এর
C
দুইজনেরই সমান কষ্ট হবে
D
নির্ণয় করা সম্ভব নয়
উত্তরের বিবরণ
লন রোলার টানা এবং ঠেলা দুই পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, লন রোলার ঠেলার সময় প্রযুক্ত বল নিচের দিকে কাজ করে, ফলে ভরের সঙ্গে প্রযুক্ত বলও যুক্ত হয়ে লন রোলার ঠেলা কঠিন হয়।
অন্যদিকে, টানার সময় প্রযুক্ত বল উপরের দিকে কাজ করে, ফলে লন রোলারের ভর থেকে প্রযুক্ত বল বাদ হয়ে যায় এবং লন রোলার টানা সহজ হয়।
অতএব, ক-এর সবচেয়ে কম কষ্ট হবে কারণ সে লন রোলার টানছে।

0
Updated: 17 hours ago
A চাকাটির ঘূর্ণনের দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে C চাকাটির ঘূর্ণনের দিক কোনটি হবে?
Created: 1 week ago
A
ঘড়ির কাঁটার দিকে
B
ঘড়ির কাঁটার বিপরীত দিকে
C
কোনো চাকাই ঘুরবে না
D
একবার ঘড়ির কাঁটার দিকে, একবার ঘড়ির কাঁটার বিপরীতে
প্রশ্ন: A চাকাটির ঘূর্ণনের দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে C চাকাটির ঘূর্ণনের দিক কোনটি হবে?
সমাধান:
A চাকাটির ঘূর্ণনের দিক ঘড়ির বিপরীত দিকে হলে C চাকাটির ঘূর্ণনের দিক হবে ঘড়ির কাঁটার দিকে।
প্রদত্ত চিত্রে দেখা যাচ্ছে,
A চাকাটির ঘূর্ণনের দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে।
এবং
A চাকার সাথে B চাকাটি ক্রস বেল্টের মাধ্যমে যুক্ত আছে।
ফলে A চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে B চাকাটি ঘুরবে এর উল্টোদিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে।
C চাকাটি B চাকাটির সাথে বেল্টের মাধ্যমে সোজাভাবে যুক্ত থাকায় C চাকাটির ঘূর্ণনের দিক হবে B চাকাটির ঘূর্ণনের দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে।

0
Updated: 1 week ago
নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
Created: 3 weeks ago
A
8 টি
B
10 টি
C
12 টি
D
14 টি
মানসিক দক্ষতা
ত্রিভুজ (Triangle)
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?

সমাধান:

উপরের চিত্রে একক ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজের ভিতরে কোনো বাহু ছেদ করে নি এমন ত্রিভুজ ABC, ADC, ADE, JFG, IJG, IGH অর্থাৎ 6 টি ।
এক বাহু ছেদ করে এমন ত্রিভুজ ACE, AIJ, FIG, GCD অর্থাৎ 4 টি।
দুই বা দুইয়ের অধিক বাহু ছেদ করে এমন ত্রিভুজ ABG, AIG, ACG, FIH অর্থাৎ 4 টি।
∴ মোট ত্রিভুজ = (6 + 4 + 4) টি = 14 টি

0
Updated: 3 weeks ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 week ago
A
4
B
7
C
9
D
15
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 9
প্রথম চিত্রে,
(81/9) - (56/7) = 9 - 8 = 1
দ্বিতীয় চিত্রে,
(36/3) - (27/9) = 12 - 3 = 9
তৃতীয় চিত্রে,
(42/3) - (27/3) = 14 - 9 = 5

0
Updated: 1 week ago