What is the meaning of 'Take a fancy to'?
A
To feel encouraged.
B
To become fond of.
C
Shock or surprise someone.
D
Criticize someone severely.
উত্তরের বিবরণ
Correct answer: To become fond of। "Take a fancy to" কথাটির অর্থ হলো হঠাৎ বা অপ্রত্যাশিতভাবে কারো প্রতি অনুরক্ত হওয়া বা কারো প্রতি ভালো লাগা অনুভব করা।
-
Take a fancy to
-
English Meaning: to become fond of, often suddenly or unexpectedly
-
Bangla Meaning: কারো প্রতি অনুরক্ত হওয়া / ভালো লাগা
-
-
Other options for comparison:
-
Take heart
-
English Meaning: to feel encouraged / to gain courage or confidence
-
Bangla Meaning: উৎসাহিত হওয়া / আত্মবিশ্বাস বা সাহস অর্জন করা
-
-
Take someone aback
-
English Meaning: shock or surprise someone
-
Bangla Meaning: অবাক করে দেওয়া / হতভম্ব করে দেওয়া
-
-
Take someone to task
-
English Meaning: reprimand or criticize someone severely for a fault or mistake
-
Bangla Meaning: তিরস্কার করা / কঠোর ভর্ৎসনা করা
-
-
0
Updated: 1 month ago
Misanthropist means-
Created: 3 months ago
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believe that God is in everything
Misanthropist (বিশেষ্য)
ইংরেজি অর্থ: এমন একজন ব্যক্তি যিনি মানবসমাজকে ঘৃণা করেন এবং মানুষের সংস্পর্শ এড়িয়ে চলেন।
বাংলা অর্থ: যিনি মানবজাতিকে অপছন্দ করেন; সমাজ থেকে দূরে থাকা ব্যক্তি; নরবিদ্বেষী বা মানববৈরী।
সমার্থক শব্দ:
-
Cynic (চিরবিরক্ত),
-
Grouch (খারাপ মেজাজের ব্যক্তি),
-
Recluse (একাকী জীবনযাপনকারী, সন্ন্যাসী)।
বিপরীত অর্থের শব্দ:
-
Optimist (আশাবাদী ব্যক্তি),
-
Positivist (বস্তুবাদী),
-
Sentimentalist (ভাবপ্রবণ ব্যক্তি)।
অন্যান্য রূপ:
-
Misanthropic (বিশেষণ) — নরবিদ্বেষপূর্ণ।
-
Misanthropy (বিশেষ্য, অগণনীয়) — নরবিদ্বেষ বা মানববৈরিতা।
অন্য কিছু উদাহরণ:
-
স্বল্পদৃষ্টির অধিকারী ব্যক্তি — পক্ষপাতদুষ্ট।
-
যিনি নারীদের সাথে ফ্লার্ট করেন — নারীবিদ্রোহী।
-
যিনি বিশ্বাস করেন ঈশ্বর সর্বত্র বিরাজমান — সার্বভৌমবাদী (pantheist)।
উৎস: Live MCQ Lecture
0
Updated: 3 months ago
'Razzmatazz' means-
Created: 3 months ago
A
A musical instrument
B
A well-planned programme
C
A noisy activity
D
A musical activity
• Razzmatazz
English Meaning: lively and loud activity designed to grab attention.
বাংলা অর্থ: আওয়াজপূর্ণ ও চটকদার কাজকর্ম, যা বিশেষত নজর কাড়ার জন্য করা হয়।
Example: The new car launch was full of razzmatazz, featuring champagne, delicious food, free giveaways, and energetic dancers.
বিকল্পসমূহ:
-
একটা আওয়াজপূর্ণ কর্মকাণ্ড: শোরগোলপূর্ণ কাজকর্ম।
-
সুসজ্জিত ও পরিকল্পিত অনুষ্ঠান: একটি সুচিন্তিত কর্মসূচি।
-
সঙ্গীতের অনুষ্ঠান: সঙ্গীতানুষ্ঠান।
-
বাদ্যযন্ত্র: যন্ত্রবাজনা।
সঠিক উত্তর: 'Razzmatazz' বলতে বোঝায়– একটা আওয়াজপূর্ণ কর্মকাণ্ড।
উৎস: Cambridge Dictionary।
0
Updated: 3 months ago
The word "Thrive" means -
Created: 1 month ago
A
Bloom
B
Deteriorate
C
Survive
D
Complaisance
Thrive (Verb) সম্পর্কিত তথ্য নিম্নরূপ:
-
English Meaning: To grow vigorously; flourish; to gain in wealth or possessions; prosper
-
Bangla Meaning: সমৃদ্ধি লাভ করা; সমৃদ্ধশালী হওয়া; উন্নতি লাভ/সাফল্য অর্জন করা; বলিষ্ঠ ও স্বাস্থ্যবান হওয়া
Given Options:
-
Bloom: (লাক্ষণিক) পূর্ণ বিকশিত হওয়া; পূর্ণ সৌন্দর্য বা চরম উৎকর্ষ লাভ করা
-
Deteriorate: অবনতি ঘটানো বা ঘটানো
-
Survive: বেঁচে থাকা / টিকে থাকা
-
Complaisance: মনের স্বচ্ছন্দ প্রকৃতি; অপরকে সন্তুষ্ট করার আগ্রহ বা ইচ্ছা; পরম সৌজন্য
Example Sentences:
-
His business thrived in the years before the war.
-
She seems to thrive on stress.
0
Updated: 1 month ago