Meaning of "Steal a march on" is:
A
Gain an advantage over others.
B
Attract the most attention.
C
Steal someone else's praise.
D
To give up a job.
উত্তরের বিবরণ
Steal a march on কথাটির অর্থ হলো কাউকে এগিয়ে যাওয়ার সুযোগ নিয়ে তার চেয়ে আগে কাজ করে লাভবান হওয়া। এটি সাধারণত এমন পরিস্থিতিতে ব্যবহৃত হয় যেখানে কেউ অন্যকে অগ্রসর করার আগে নিজেকে সুবিধাজনক অবস্থানে রাখে।
-
Steal a march on
-
English Meaning: gain an advantage over (someone) by acting before they do
-
Bangla Meaning: তলে তলে কাজ সেরে ফেলা
-
-
Other options for comparison:
-
Steal the show
-
English Meaning: attract the most attention and praise
-
Bangla Meaning: সকল প্রশংসা এবং মনযোগের কেন্দ্রে পরিণত হওয়া
-
-
Steal someone's thunder
-
English Meaning: win praise for oneself by pre-empting someone else's attempt to impress
-
Bangla Meaning: একজনের গুরুত্ব অন্যজন পাওয়া / মনোযোগ কেড়ে নেওয়া
-
-
Step down
-
English Meaning: to give up a job or position
-
Bangla Meaning: পদত্যাগ করা
-
-

0
Updated: 17 hours ago
Misanthropist means-
Created: 2 months ago
A
One who flirts with ladies
B
A person of narrow views
C
A hater of mankind
D
One who believe that God is in everything
Misanthropist (বিশেষ্য)
ইংরেজি অর্থ: এমন একজন ব্যক্তি যিনি মানবসমাজকে ঘৃণা করেন এবং মানুষের সংস্পর্শ এড়িয়ে চলেন।
বাংলা অর্থ: যিনি মানবজাতিকে অপছন্দ করেন; সমাজ থেকে দূরে থাকা ব্যক্তি; নরবিদ্বেষী বা মানববৈরী।
সমার্থক শব্দ:
-
Cynic (চিরবিরক্ত),
-
Grouch (খারাপ মেজাজের ব্যক্তি),
-
Recluse (একাকী জীবনযাপনকারী, সন্ন্যাসী)।
বিপরীত অর্থের শব্দ:
-
Optimist (আশাবাদী ব্যক্তি),
-
Positivist (বস্তুবাদী),
-
Sentimentalist (ভাবপ্রবণ ব্যক্তি)।
অন্যান্য রূপ:
-
Misanthropic (বিশেষণ) — নরবিদ্বেষপূর্ণ।
-
Misanthropy (বিশেষ্য, অগণনীয়) — নরবিদ্বেষ বা মানববৈরিতা।
অন্য কিছু উদাহরণ:
-
স্বল্পদৃষ্টির অধিকারী ব্যক্তি — পক্ষপাতদুষ্ট।
-
যিনি নারীদের সাথে ফ্লার্ট করেন — নারীবিদ্রোহী।
-
যিনি বিশ্বাস করেন ঈশ্বর সর্বত্র বিরাজমান — সার্বভৌমবাদী (pantheist)।
উৎস: Live MCQ Lecture

0
Updated: 2 months ago
What is the meaning of the proverb, 'Adversity often leads to prosperity'?
Created: 1 week ago
A
দুঃখের পরেই সুখ আসে।
B
দুঃখের পরিণতি সুখে।
C
চোর পালালে বুদ্ধি বাড়ে।
D
নুন আনতে পান্তা ফুরায়।
• Correct answer: দুঃখের পরিণতি সুখে।
• Adversity often leads to prosperity.
- দুঃখের পরিণতি সুখে।
Other options:
• After clouds comes fair weather.
- দুঃখের পরেই সুখ আসে।
• After death comes the doctor.
- চোর পালালে বুদ্ধি বাড়ে।
• After meat comes mustard.
- নুন আনতে পান্তা ফুরায়।

0
Updated: 1 week ago
An antonym of the word 'magnanimity' is:
Created: 1 week ago
A
Selfishness
B
Charitableness
C
Torpor
D
Fervor
সঠিক উত্তর হলো Selfishness।
Magnanimity একটি Noun (Uncountable)। এটি বোঝায় মহানুভবতা, বিশেষ করে শত্রু বা পরাজিত ব্যক্তির প্রতি দয়া ও উদারতা প্রদর্শন করা।
-
বাংলা অর্থ: মহানুভবতা
-
সমার্থক শব্দ: Generosity (উদারতা; মহত্ত্ব), Charitableness (দানশীলতা), Benevolence (হিতসাধনের ইচ্ছা বা সংকল্প), Munificence (বদান্যতা)
-
বিপরীতার্থক শব্দ: Meanness (হীনমনা ব্যক্তি), Selfishness (স্বার্থপরতা; স্বার্থপরায়ণতা; আত্মপরায়ণতা), Stinginess (কৃপণতা), Smallness (নীচতা), Pettiness (ক্ষুদ্রতা)
-
অন্য রূপ:
-
Magnanimous (Adjective): মহানুভব
-
Magnanimously (Adverb)
-
-
উদাহরণ বাক্য:
১. Both sides will have to show magnanimity.
২. His mind was fraught with independence, magnanimity, and every manly virtue.

0
Updated: 1 week ago