নিচের কোনটি প্রাইমারি দূষক হিসেবে কাজ করে?
A
সালফার ডাই-অক্সাইড
B
সালফার ট্রাই-অক্সাইড
C
ওজোন
D
নাইট্রোজেন ডাই-অক্সাইড
উত্তরের বিবরণ
দূষক (Pollutant):
- কোনো পদার্থ পরিবেশে তার স্বাভাবিক প্রাকৃতিক প্রাচুর্য অপেক্ষা অধিক পরিমাণে উপস্থিত থেকে মনুষ্যজাতি অথবা অন্যান্য জীবের স্বাভাবিক জীবনযাত্রার ওপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করলে ঐ পদার্থটিকে দূষক বলা হয়।
- বায়ুতে সল্পমাত্রায়
(0.1 ppm) CO থাকে।
- কিন্তু এর পরিমাণ বেড়ে
(40 ppm) বা তার বেশি হলে এটি দূষক হিসেবে বিবেচিত হয়।
- দূষক দুই প্রকার।
যথা-
১। প্রাথমিক (প্রাইমারী) দূষক ও
২। গৌণ (সেকেন্ডারী) দূষক।
প্রাইমারী দূষক:
- যেসব দূষক কোনো উৎস হতে নির্গত হয়ে সরাসরি অপরিবর্তিত অবস্থায় পরিবেশে আসে তাদের প্রাইমারী দূষক বলা হয়।
যেমন- SO2, CO, CO2,
NOx হাইড্রোকার্বনসমূহ, ছাই, ধূলিকণা ইত্যাদি।
সেকেন্ডারী দূষক:
- এই প্রকারের দূষক কোনো উৎস থেকে সরাসরি পরিবেশে আসে না।
- পরিবেশেস্থিত দূষকগুলির পারস্পরিক বিক্রিয়ায় বা প্রাথমিক
উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 17 hours ago
নিচের কোন ধাতুটি চুম্বক দ্বারা আকর্ষিত হয় না?
Created: 5 days ago
A
নিকেল
B
তামা
C
লোহা
D
কোবাল্ট
চৌম্বক পদার্থ:
- যে সকল পদার্থকেই চুম্বক আকর্ষণ করে তাদেরকে চৌম্বক পদার্থ বলে।
যেমন- লোহা, নিকেল, কোবাল্ট এবং অধিকাংশ ইস্পাতকে আকর্ষণ করে তাই এই পদার্থগুলোকে চৌম্বক পদার্থ বলে।
অচৌম্বক পদার্থ:
- যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে না তাদেরকে অচৌম্বক পদার্থ বলে।
যেমন- তামা, অ্যালুমিনিয়াম, পিতল, কাঠ, রৌপ্য, প্লাস্টিক ইত্যাদি পদার্থগুলোকে আকর্ষণ করে না তাই এই পদার্থগুলোকে অচৌম্বক পদার্থ বলে।

0
Updated: 5 days ago
নিচের কোনটি সুনামি সৃষ্টি করতে পারে?
Created: 6 days ago
A
ভূমিকম্প
B
বন্যা
C
ঘূর্ণিঝড়
D
বজ্রপাত
সুনামি শব্দটি এসেছে জাপানি ভাষা থেকে, যেখানে ‘সু’ মানে বন্দর এবং ‘নামি’ মানে ঢেউ। অর্থাৎ সুনামি বলতে বোঝায় বন্দরের ঢেউ। এটি এক ধরনের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, যা সমুদ্র অঞ্চলে সৃষ্টি হয়।
-
সমুদ্র তলদেশে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূমিধস বা নভোজাগতিক ঘটনার কারণে সুনামি সৃষ্টি হতে পারে।
-
এই দুর্যোগ কেবল সাগরে সংঘটিত হয়।
-
সাধারণত সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে সুনামি তৈরি হয়।
-
২০০৪ সালের ২৬ ডিসেম্বর ইতিহাসের ভয়ঙ্কর একটি সুনামি ঘটে।
-
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছাকাছি ভারত মহাসাগরের তলদেশে ইউরেশিয়ান প্লেট ও অস্ট্রেলিয়ান প্লেটের সংঘর্ষে একটি মারাত্মক ভূমিকম্প হয়েছিল।
-
ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৯।
-
এই সুনামিতে প্রায় তিন লাখ মানুষ প্রাণ হারায়, যার মধ্যে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশেই নিহত হয় প্রায় এক লাখ মানুষ।
-
সুনামি অগভীর পানির দিকে আসতে থাকলে ধীরে ধীরে তার শক্তি কমতে থাকে।
-
বঙ্গোপসাগরে প্রায় ১৬০ কিলোমিটার পর্যন্ত অগভীর পানি বিস্তৃত থাকায় বাংলাদেশ সুনামির বড় ক্ষতি থেকে রক্ষা পায়।

0
Updated: 6 days ago
নিচের কোন গ্যাসটি বায়ুমণ্ডলে সবচেয়ে কম পরিমাণে থাকে?
Created: 6 days ago
A
ওজোন
B
আর্গন
C
অক্সিজেন
D
নাইট্রোজেন
বায়ুমণ্ডল পৃথিবীর চারপাশে বিস্তৃত একটি অদৃশ্য গ্যাসীয় স্তর, যা জীবনের জন্য অপরিহার্য। এতে বিভিন্ন গ্যাস ভিন্ন ভিন্ন অনুপাতে বিদ্যমান, তবে সব গ্যাসের মধ্যে সবচেয়ে কম পরিমাণে থাকে ওজোন।
বায়ুমণ্ডল:
-
পৃথিবী পৃষ্ঠকে ঘিরে থাকা অদৃশ্য বায়বীয় আবরণই বায়ুমণ্ডল।
-
এর ইংরেজি প্রতিশব্দ Atmosphere।
-
এটি পৃথিবীর মাধ্যাকর্ষণের ফলে গায়ের সাথে লেগে থেকে পৃথিবীর সাথে আবর্তন করে। তবে কঠিন ভূমির মতো সমানভাবে চলতে না পারায় সামান্য পিছিয়ে থাকে।
-
বিজ্ঞানীদের মতে, বায়ুমণ্ডলের বয়স প্রায় ৩৫০ কোটি বছর।
-
এর উৎপত্তি হয়েছে মূলত ভূ-অভ্যন্তর থেকে নির্গত গ্যাস দ্বারা।
-
ভূ-পৃষ্ঠ থেকে উপরের দিকে মাত্র ৩০ কিলোমিটারের মধ্যে বায়ুমণ্ডলের ৯০% গ্যাস অবস্থান করে।
-
বায়ুমণ্ডল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০,০০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
বায়ুমণ্ডলের উপাদান ও শতকরা অংশ:
-
নাইট্রোজেন ⇒ ৭৮.০২%
-
অক্সিজেন ⇒ ২০.৭১%
-
আর্গন ⇒ ০.৮০%
-
কার্বন ডাই-অক্সাইড ⇒ ০.০৩%
-
ওজোন ⇒ ০.০০০১%
-
অন্যান্য গ্যাস ⇒ ০.০১৯৯%
-
জলীয়বাষ্প ⇒ ০.৪১%
-
ধূলিকণা ও কনিক্স ⇒ ০.০১%

0
Updated: 6 days ago