মানুষের শরীরে সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?
A
লিভার
B
থাইরয়েড
C
কিডনি
D
প্যানক্রিয়াস
উত্তরের বিবরণ
লিভার বা যকৃত মানুষের শরীরের সবচেয়ে বড় অভ্যন্তরীণ গ্রন্থি।
যকৃত:
- যকৃত মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি।
- মধ্যচ্ছদার নিচে পাকস্থলীর ডানপাশে
গাঢ় বাদামী বর্ণের ত্রিকোণাকার অঙ্গ ।
- যকৃতের সাথে কলস আকৃতির
পিত্তথলি সংযুক্ত থাকে।
- যকৃত থেকে নিঃসৃত পিত্তরস
পিত্তথলিতে জমা থাকে।
- পিত্তরস ক্ষারীয় গুণসম্পন্ন গাঢ় সবুজ বর্ণের
এবং তিক্ত স্বাদবিশিষ্ট।
- পিত্তনালির মাধ্যমে পিত্তরস যকৃত থেকে ডিওডেনামে
আসে।
- যকৃতে বিভিন্ন রকম জৈব রাসায়নিক
বিক্রিয়া ঘটে, তাই একে
রসায়ন গবেষণাগার বলা হয়।
অন্যান্য অপশনসমূহ,
থাইরয়েড: গলায় অবস্থিত একটি অন্তঃস্রাবী গ্রন্থি,
থাইরক্সিন হরমোন নিঃসরণ করে।
কিডনি: এটি গ্রন্থি নয়,
রক্ত পরিশোধক অঙ্গ।
প্যানক্রিয়াস: এটি একটি মিশ্র
গ্রন্থি (Exocrine +
Endocrine), তবে আকারে লিভারের চেয়ে অনেক ছোট।

0
Updated: 17 hours ago
সালোকসংশ্লেষণের প্রধান উপজাত (by-product) কী?
Created: 6 days ago
A
পানি
B
অক্সিজেন
C
নাইট্রোজেন
D
কার্বন ডাই-অক্সাইড
সালোকসংশ্লেষণ প্রক্রিয়া
সালোকসংশ্লেষণ হলো একটি জৈব-রাসায়নিক প্রক্রিয়া, যার মাধ্যমে উদ্ভিদ সবুজ পাতার ক্লোরোফিল রঞ্জকের সাহায্যে সূর্যালোক ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড এবং পানি থেকে খাদ্য তৈরি করে।
-
প্রক্রিয়ায় প্রধান খাদ্য উপাদান হিসেবে শর্করা উৎপন্ন হয়, যা সাধারণত স্টার্চ (মাড়) আকারে উদ্ভিদদেহে সঞ্চিত থাকে।
-
প্রাণিদেহে অতিরিক্ত শর্করা গ্লাইকোজেন আকারে যকৃত ও পেশিতে জমা থাকে।
-
সালোকসংশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ উপজাত (by-product) হলো অক্সিজেন, যা পরিবেশে নিঃসরণ হয়ে প্রাণীর জীবনধারণে সহায়ক।
রাসায়নিক সমীকরণ:
6CO₂ + 6H₂O + আলো → C₆H₁₂O₆ + 6O₂

0
Updated: 6 days ago
নিচের কোন কণিকা বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ বা চার্জবিহীন?
Created: 17 hours ago
A
প্রোটন
B
ইলেকট্রন
C
নিউট্রন
D
আলফা কণা
নিউট্রন কোনো ধনাত্মক বা ঋণাত্মক চার্জ বহন করে না; এটি নিরপেক্ষ কণিকা। তাই নিউট্রনই একমাত্র চার্জবিহীন কণিকা।
মৌলিক
কণিকা:
- যে সব সূক্ষ্ম কণিকা
দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক
কণিকা বলা হয়।
- পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এই
তিনটি মৌলিক কণিকা থাকে।
নিউট্রন:
- ১৯৩২ সালে বিজ্ঞানী চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন।
- নিউট্রন আধানহীন বা চার্জ নিরপেক্ষ কণা।
- ইহার ভর প্রায় প্রোটনের ভরের সমান।
- একমাত্র হাইড্রোজেন পরমাণু ছাড়া সকল পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন বিদ্যমান।
- নিউট্রনের প্রতীক হচ্ছে n.
- নিউট্রনের আসল ভর 1.675×10-24 g.
- আপেক্ষিক আধান শূন্য।
অন্যদিকে,
প্রোটন (ক) ধনাত্মক (+) চার্জযুক্ত কণিকা।
ইলেকট্রন (খ) ঋণাত্মক (–) চার্জযুক্ত কণিকা।
আলফা কণা (ঘ) আসলে ২টি প্রোটন ও ২টি নিউট্রন নিয়ে গঠিত, তাই এর নিট চার্জ হয়
+2.

0
Updated: 17 hours ago
জলাতঙ্ক রোগের ভাইরাস কোনটি?
Created: 6 days ago
A
অ্যাডিনো ভাইরাস
B
ভেরিওলা ভাইরাস
C
র্যাবিস ভাইরাস
D
ফ্ল্যাভি ভাইরাস
জলাতঙ্ক রোগের কারণ হলো র্যাবিস ভাইরাস।
ভাইরাস হলো এমন একটি অতি ক্ষুদ্র জীবাণু যা প্রাণী ও উদ্ভিদদেহে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করতে পারে। ভাইরাস আক্রমণের ফলে মানুষের মধ্যে অন্ধত্ব, পঙ্গুত্ব এবং অকাল মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। যদিও স্বল্প পরিসরে কিছু ভাইরাস মানুষের জন্য উপকারও করে, তবুও সাধারণভাবে ভাইরাস মানুষের জন্য অপকারিতাই বেশি করে।
ভাইরাসের অপকারিতা:
-
বিভিন্ন ধরনের ভাইরাস মানুষের ও অন্যান্য প্রাণীর মধ্যে নানা রোগ সৃষ্টি করে।
-
এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ রোগের নাম, পোষক এবং ভাইরাসের নাম হলো-
(যদি তুমি চাইলে আমি এই রোগসমূহের তালিকাও সাজিয়ে দিতে পারি)।
উৎস : উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 6 days ago