নিচের কোন কণিকা বৈদ্যুতিকভাবে নিরপেক্ষ বা চার্জবিহীন?
A
প্রোটন
B
ইলেকট্রন
C
নিউট্রন
D
আলফা কণা
উত্তরের বিবরণ
নিউট্রন কোনো ধনাত্মক বা ঋণাত্মক চার্জ বহন করে না; এটি নিরপেক্ষ কণিকা। তাই নিউট্রনই একমাত্র চার্জবিহীন কণিকা।
মৌলিক
কণিকা:
- যে সব সূক্ষ্ম কণিকা
দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক
কণিকা বলা হয়।
- পরমাণুর মধ্যে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এই
তিনটি মৌলিক কণিকা থাকে।
নিউট্রন:
- ১৯৩২ সালে বিজ্ঞানী চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন।
- নিউট্রন আধানহীন বা চার্জ নিরপেক্ষ কণা।
- ইহার ভর প্রায় প্রোটনের ভরের সমান।
- একমাত্র হাইড্রোজেন পরমাণু ছাড়া সকল পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন বিদ্যমান।
- নিউট্রনের প্রতীক হচ্ছে n.
- নিউট্রনের আসল ভর 1.675×10-24 g.
- আপেক্ষিক আধান শূন্য।
অন্যদিকে,
প্রোটন (ক) ধনাত্মক (+) চার্জযুক্ত কণিকা।
ইলেকট্রন (খ) ঋণাত্মক (–) চার্জযুক্ত কণিকা।
আলফা কণা (ঘ) আসলে ২টি প্রোটন ও ২টি নিউট্রন নিয়ে গঠিত, তাই এর নিট চার্জ হয়
+2.

0
Updated: 17 hours ago
চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের
Created: 1 day ago
A
দ্বিগুন
B
তিনগুন
C
দুইভাগের একভাগ
D
ছয়ভাগের একভাগ
• চন্দ্রে
কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ।
- কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে
যে বলে আকর্ষণ করে,
তাকে ঐ বস্তুর ওজন
বলে।
- পৃথিবী থেকে যতই উপরে
উঠা যায় বস্তুর ওজন
ততই কমতে থাকে।
- কোনো বস্তুর ওজন নির্ভর করে
তার ভর এবং যে
স্থানে বস্তুটি রয়েছে সেখানকার অভিকর্ষজ ত্বরণের উপর।
- ওজনের সূত্র হলো: W = mg (এখানে W হলো ওজন, m হলো
ভর এবং g হলো অভিকর্ষজ ত্বরণ)।
- চাঁদের অভিকর্ষজ ত্বরণ (g) পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের মাত্র ছয়ভাগের একভাগ (প্রায় 1.625 m/s2)।
- উদাহরণস্বরূপ, যদি কোনো বস্তুর
ওজন পৃথিবীতে 60 কিলোগ্রাম হয়, তবে চাঁদে
তার ওজন হবে মাত্র
10 কিলোগ্রাম
- এই কারণে, মহাকাশচারীরা চাঁদের পৃষ্ঠে খুব হালকা অনুভব
করে এবং লাফিয়ে লাফিয়ে
চলাচল করতে পারে।

0
Updated: 1 day ago
জোয়ার-ভাটা সংঘটিত হয়-
Created: 5 days ago
A
পৃথিবীর সাথে সূর্যের আকর্ষণের ফলে
B
পৃথিবীর সাথে গ্রহ নক্ষত্রের আকর্ষণের ফলে
C
গ্রহ-নক্ষত্রের সাথে চন্দ্র ও সূর্যের আকর্ষণের ফলে
D
পৃথিবীর সাথে চন্দ্র ও সূর্যের আকর্ষণের ফলে
- পৃথিবীর সাথে চন্দ্র ও সূর্যের আকর্ষণের ফলে জোয়ার-ভাঁটা সংঘটিত হয়।
জোয়ার-ভাটা:
- মহাকর্ষ শক্তি এবং কেন্দ্রাতিগ শক্তির কারণে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় ব্যবধানে একই জায়গায় ফুলে ওঠে আবার অন্য সময় নেমে যায়। সমুদ্রের পানির এইরূপ ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে।
- সমুদ্রের একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার এবং দুইবার ভাটা সংঘটিত হয়।
- চন্দ্র অপেক্ষা সূর্য ২ কোটি ৬০ লক্ষ গুণ বড় এবং পৃথিবী অপেক্ষা সূর্য প্রায় ১৩ লক্ষ গুণ বড় হলেও পৃথিবী থেকে সূর্য গড়ে প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে অবস্থিত এবং পৃথিবী থেকে চন্দ্র গড়ে প্রায় ৩৮.৪ লক্ষ কিলোমিটার দূরে অবস্থিত। এ কারণেই পৃথিবীর ওপর চন্দ্রের আকর্ষণ
উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 5 days ago
চাপের একক কোনটি?
Created: 6 days ago
A
ওয়াট
B
জুল
C
নিউটন
D
প্যাসকেল
চাপ হলো একক ক্ষেত্রফলে কোনো বস্তুর তলের ওপর লম্বভাবে প্রয়োগকৃত বলের মান। এটি সমভাবে বিতরণিত হয়।
-
গজ চাপ: পারিপার্শ্বিক চাপের তুলনায় যে অতিরিক্ত চাপ উৎপন্ন হয়, তাকে গজ চাপ বলা হয়।
-
চাপের একক হলো প্যাসকেল (Pa)।
অন্যান্য গুরুত্বপূর্ণ এককসমূহ:
-
কাজ/শক্তি/তাপের একক: জুল (J)
-
বল/ওজনের একক: নিউটন (N)
-
বৈদ্যুতিক ক্ষমতার একক: ওয়াট (W)

0
Updated: 6 days ago