প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
A
7
B
8
C
10
D
11
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 10
প্রথম চিত্রে,
(4 × 4) - (5 × 3)
= 16 - 15 = 1
দ্বিতীয় চিত্রে,
(6 × 8) - (6 × 7)
= 48 - 42 = 6
তৃতীয় চিত্রে,
(5 × 8) - (5 × 6)
= 40 - 30 = 10
0
Updated: 1 month ago
নিচের কোনটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ?
Created: 1 month ago
A
নীলদর্পন
B
বহিপির
C
বিলেতে সাড়ে সাতশ দিন
D
রক্তাক্ত প্রান্তর
প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ?
সমাধান:
-
'নীলদর্পণ' (১৮৬০): দীনবন্ধু মিত্র রচিত একটি বিখ্যাত নাটক
-
'বহিপীর' (১৯২২): সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি বিখ্যাত নাটক
-
'রক্তাক্ত প্রান্তর' (১৯৬২): মুনীর চৌধুরী রচিত একটি বিখ্যাত নাটক
তুলনায়, 'বিলেতে সাড়ে সাতশ দিন' একটি বাংলা ভ্রমণকাহিনী, যা লিখেছেন মুহম্মদ আবদুল হাই।
সুতরাং, অসামঞ্জস্যপূর্ণ শব্দটি হলো: বিলেতে সাড়ে সাতশ দিন
0
Updated: 1 month ago
উত্তর দিকগামী একটি জাহাজ ডানদিকে মোড় নিয়ে কত ডিগ্রি ঘুরলে তা সোজা পশ্চিম দিকে চলবে?
Created: 1 month ago
A
৯০°
B
১২০°
C
১৮০°
D
২৭০°
প্রশ্ন: উত্তর দিকগামী একটি জাহাজ ডানদিকে মোড় নিয়ে কত ডিগ্রি ঘুরলে তা সোজা পশ্চিম দিকে চলবে?
সমাধান:
উত্তর দিকগামী একটি জাহাজ ডানদিকে ৯০° ঘুরলে সেটির দিক হবে পূর্বমুখী।
আবার, সেটি ৯০° ঘুরলে সেটির দিক হবে দক্ষিণমুখী।
আবার, সেটি ৯০° ঘুরলে সেটির দিক হবে সোজা পশ্চিম দিকে।
অর্থাৎ জাহাজটি (৯০° + ৯০° + ৯০°) বা ২৭০° ঘুরলে সেটি সোজা পশ্চিম দিকে চলবে।
0
Updated: 1 month ago
"খাদাড়ি" শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
কর আদায় করা যার পেশা
B
পুরুষ পাচক
C
লবণ তৈরির কারখানা
D
নকশাকরা রেশমি ফিতেওয়ালা
"খাদাড়ি" শব্দের অর্থ হলো লবণ তৈরির কারখানা বা লবণ প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
অন্যদিকে:
-
"চৌকিদার" – কর আদায় বা পাহারার দায়িত্ব পালনকারী ব্যক্তি।
-
"বাবুর্চি" – পুরুষ পাচক বা রান্নার দায়িত্বে থাকা ব্যক্তি।
-
"বেলদার" – নকশাকরা রেশমি ফিতা প্রস্তুতকারী বা ফিতেওয়ালা।
0
Updated: 1 month ago