"পদ্ম" শব্দের সমার্থক নয় কোনটি?
A
পুস্কর
B
রাজীব
C
অরবিন্দ
D
অদ্রি
উত্তরের বিবরণ
প্রদত্ত শব্দগুলোর মধ্যে "অদ্রি" হলো "পদ্ম" শব্দের সমার্থক নয়।
-
পদ্ম এর সমার্থক: কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কৈরব, নলিন, রাজীব, পুস্কর ইত্যাদি
-
অদ্রি: পর্বত শব্দের সমার্থক
উৎস:

0
Updated: 17 hours ago
যদি DRIVE = 51910236 হয় তবে PROUD = ?
Created: 2 weeks ago
A
23918522
B
161816225
C
171916225
D
171917235
প্রশ্ন: যদি DRIVE = 51910236 হয় তবে PROUD = ?
সমাধান:
যদি DRIVE = 51910236 হয় তবে PROUD = 171916225
DRIVE শব্দটিতে বর্ণগুলোর ক্রমের সাথে 1 যোগ করে পাওয়া যায়,
D(4) + 1 = 5,
R(18) + 1 = 19,
I(9) + 1 = 10,
V(22) + 1 = 23,
E(5) + 1 = 6
অর্থাৎ DRIVE = 51910236
অনুরূপভাবে,
PROUD শব্দটিতে বর্ণগুলোর ক্রমের সাথে 1 যোগ করে পাওয়া যায়,
P(16) + 1 = 17
R(18) + 1 = 19
O(15) + 1 = 16
U(21) + 1 = 22
D(4) + 1 = 5
∴ PROUD = 171916225

0
Updated: 2 weeks ago
লিভারের ভারসাম্য বজায় রাখতে চিহ্নিত প্রশ্নবোধক স্থানের দূরত্ব কত হওয়া উচিত?
Created: 3 weeks ago
A
5 ফুট
B
6 ফুট
C
9 ফুট
D
10 ফুট
মানসিক দক্ষতা
মানসিক দক্ষতা (Mental skills)
সময়, দূরত্ব ও গতিবেগ (Time, distance & speed)
সীমা চিহ্নিতকরণ রেখা ও অক্ষরেখা
প্রশ্ন: লিভারের ভারসাম্য বজায় রাখতে চিহ্নিত প্রশ্নবোধক স্থানের দূরত্ব কত হওয়া উচিত?
সমাধান:
ধরি,
A প্রান্ত ও ফালক্রামের মধ্যবর্তী দূরত্ব = x ফুট
প্রশ্নমতে,
10x = 15 × 6
⇒ 10x = 90
⇒ x = 90/10
⇒ x = 9

0
Updated: 3 weeks ago
বস্তুটির ওজন ১৮৫ কেজি হলে, বস্তুটি টেনে তুলতে কত বল প্রয়োগ করতে হবে?
Created: 3 days ago
A
৯৫ কেজি
B
৯২.৫ কেজি
C
৮৯ কেজি
D
৯০.৫ কেজি
প্রশ্ন: বস্তুটির ওজন ১৮৫ কেজি হলে, বস্তুটি টেনে তুলতে কত বল প্রয়োগ করতে হবে?
সমাধান:
এখানে,
বস্তুর ওজন = ১৮৫ কেজি
দড়ির সংখ্যা = ২ টি
আমরা জানি,
কপিকলে বস্তু উপরে তুলতে প্রযুক্ত বল = বস্তুটির ওজন/বস্তুটি যে (চাকাটি/চাকাগুলোর) সাথে যুক্ত আছে তার সাথে যুক্ত দড়ির সংখ্যা
= ১৮৫/২ কেজি
= ৯২.৫ কেজি

0
Updated: 3 days ago