"পদ্ম" শব্দের সমার্থক নয় কোনটি?
A
পুস্কর
B
রাজীব
C
অরবিন্দ
D
অদ্রি
উত্তরের বিবরণ
প্রদত্ত শব্দগুলোর মধ্যে "অদ্রি" হলো "পদ্ম" শব্দের সমার্থক নয়।
-
পদ্ম এর সমার্থক: কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কৈরব, নলিন, রাজীব, পুস্কর ইত্যাদি
-
অদ্রি: পর্বত শব্দের সমার্থক
উৎস:
0
Updated: 1 month ago
'X' চিত্রটি কোন চিত্রে লুকায়িত আছে?
Created: 1 month ago
A
1
B
2
C
3
D
4
প্রশ্ন: 'X' চিত্রটি কোন চিত্রে লুকায়িত আছে?
সমাধান:
X চিত্রটি ৩ নং চিত্রে লুকায়িত আছে।
0
Updated: 1 month ago
কামাল 10 কি.মি. উত্তরে যায়। তারপর সে 15 কি.মি. পূর্বদিকে যায় এবং তারপর 10 কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে কামাল কত কি.মি. দূরত্বে আছে?
Created: 2 months ago
A
35 কি.মি.
B
25 কি.মি.
C
15 কি.মি.
D
17 কি.মি.
মানসিক দক্ষতা
মানসিক দক্ষতা (Mental skills)
সময়, দূরত্ব ও গতিবেগ (Time, distance & speed)
সাধারণ জ্ঞান
প্রশ্ন: কামাল 10 কি.মি. উত্তরে যায়। তারপর সে 15 কি.মি. পূর্বদিকে যায় এবং তারপর 10 কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে কামাল কত কি.মি. দূরত্বে আছে?
সমাধান:
প্রদত্ত তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,
এখানে,
DE = DC + CE = 10 + 10 = 20 কি.মি.
এখন, যাত্রাস্থান থেকে কামালের দূরত্ব, AD = √(AE2 + DE2)
= √(152 + 202) = √(225 + 400)
= √625
= 25 কি.মি.
0
Updated: 2 months ago
তৃতীয় চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 month ago
A
20
B
21
C
25
D
30
প্রশ্ন: তৃতীয় চিত্রের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 25
• প্রতিটি চিত্রের উপরের দুইটি সংখ্যার গুনফলের বর্গমূল হবে নিচের সংখ্যাটি।
প্রথম চিত্রে,
√(4 × 9)
= √36 = 6
দ্বিতীয় চিত্রে,
√(9 × 16)
= √144 = 12
তৃতীয় চিত্রে,
ধরি, সংখ্যাটি = x
∴ √(16x) = 20
⇒ 16x = 400
⇒ x = 400/16
⇒ x = 25
0
Updated: 1 month ago