বস্তুটিকে টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত বল প্রয়োগ করতে হবে?
A
25 কেজি
B
50 কেজি
C
60 কেজি
D
100 কেজি
উত্তরের বিবরণ
প্রশ্ন: বস্তুটিকে টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত বল প্রয়োগ করতে হবে?
সমাধান:
কপিকলে বস্তু উপরে তুলতে প্রযুক্ত বল = বস্তুটির ওজন/(বস্তুটি যে চাকাটি/চাকাগুলোর সাথে যুক্ত আছে তার সাথে যুক্ত দড়ির সংখ্যা)
= 300/6 কেজি
= 50 কেজি
0
Updated: 1 month ago
ভোরবেলায় আপনি একটি গ্রামে বেড়াতে বের হলেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ হাঁটার পর আপনি বাম দিকে ঘুরলেন। কয়েক মিনিট পর আবার ডান দিকে ঘুরলেন এবং অল্প হাঁটলেন। এখন আপনার মুখ কোন দিকে থাকবে?
Created: 1 month ago
A
পশ্চিম
B
উত্তর
C
দক্ষিণ
D
পূর্ব
ভোর বেলায় আপনি হাটতে বাহির হয়েছেন আর সূর্য আপনার সামনে ছিল তার মানে আপনি পূর্ব দিকে হাটছেন।
- কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন তার মানে আপনি উত্তর দিকে যাচ্ছেন।
- কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরলেন তার মানে আপনি আবার পূর্ব দিকে হাটছেন।


A স্থান থেকে হাঁটা শুরু করে C স্থানে পৌঁছায়। তাহলে বর্তমানে মুখ পূর্বদিকে আছে।
0
Updated: 1 month ago
P ও Q দুইজন সমান শক্তিসম্পন্ন ব্যক্তি হলে কার জন্য 35 কেজি ওজন সম্বলিত বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে?
Created: 1 month ago
A
P এর জন্য
B
Q এর জন্য
C
উভয়ের জন্যই সহজ হবে
D
কারো জন্যই সহজ হবে না
P ও Q দুইজন সমান শক্তিসম্পন্ন ব্যক্তি হলে কার জন্য 35 কেজি ওজন সম্বলিত বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে?
সমাধান:
• P এর জন্য 35 কেজি ওজন সম্বলিত বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে।
আমরা জানি, লিভারের ক্ষেত্রে প্রযুক্ত ওজন, ফালক্রামের যত কাছাকাছি থাকবে লিভারের অন্যপ্রান্তে তত কম ভারী অনুভূত হবে।
P এর ক্ষেত্রে ওজনটি ফালক্রামের কাছে অবস্থিত। P থেকে ওজনটির দূরত্ব বেশি হওয়ায় P এর জন্য বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে।
Q এর ক্ষেত্রে ওজনটি ফালক্রাম থেকে দূরে এবং Q এর কাছাকাছি অবস্থিত হওয়ায় Q এর কাছে বারটির ওজন বেশি মনে হবে। ফলে বারটি ধরে রাখা Q এর জন্য কষ্টকর হবে।
0
Updated: 1 month ago
নিচের কোনটি ভিন্ন?
Created: 1 month ago
A
A
B
B
C
C
D
D
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?
সমাধান:
"C" ব্যতীত বাকি সবগুলোর ভেতর ও বাহিরের জ্যামিতিক গঠন একই।
"A" চিত্রে - ভেতরেও বৃত্ত এবং বাহিরেও বৃত্ত।
"B" চিত্রে - ভেতরেও বর্গ এবং বাহিরেও বর্গ।
"D" চিত্রে - ভেতরেও আয়ত এবং বাহিরেও আয়ত।
কিন্তু, "C" চিত্রে - ভেতরে বৃত্ত এবং বাহিরে আয়ত।
সুতরাং, "C" ভিন্ন
0
Updated: 1 month ago