নিচের কোন বানানটি শুদ্ধ?
A
শুশ্রুষা
B
সুশ্রুষা
C
শুশ্রূষা
D
শুস্রুশা
উত্তরের বিবরণ
প্রদত্ত শব্দগুলোর মধ্যে শুদ্ধ বানান হলো শুশ্রূষা।
-
অর্থ: পরিচর্যা, সেবা
উৎস:

0
Updated: 17 hours ago
১৭, ১৮, ২০, ২৩, ২৭, ?, ৩৮,..............
উপর্যুক্ত অনুক্রমটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 11 hours ago
A
২৯
B
৩০
C
৩২
D
৩৪
প্রশ্ন:
১৭, ১৮, ২০, ২৩,
২৭, ?, ৩৮,..............
উপর্যুক্ত অনুক্রমটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = ৩২
অনুক্রমটিতে,
প্রথম পদ + ১ = ১৭
+ ১ = ১৮
দ্বিতীয় পদ + ২ = ১৮
+ ২ = ২০
তৃতীয় পদ + ৩ = ২০
+ ৩ = ২৩
চতুর্থ পদ + ৪ = ২৩
+ ৪ = ২৭
পঞ্চম পদ + ৫ = ২৭
+ ৫ = ৩২
প্রতিটি সংখ্যার ব্যবধান যথাক্রমে ১, ২, ৩,
৪, ৫, ৬, ...............

0
Updated: 11 hours ago
৬নং গিয়ারটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে ২নং গিয়ারটি কোন দিকে ঘুরবে-
Created: 2 weeks ago
A
ঘড়ির কাটার দিকে
B
প্রতি ঘূর্ণনে দিক পরিবর্তন করবে
C
ঘড়ির কাটার বিপরীত দিকে
D
কোনটিই নয়
প্রশ্ন: ৬নং গিয়ারটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে ২নং গিয়ারটি কোন দিকে ঘুরবে-
সমাধান:
৬ নং গিয়ারটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে
- ৫ নং গিয়ারটি ঘড়ির কাটার দিকে ঘুরবে।
- ৪ নং গিয়ারটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে।
- ৩ নং গিয়ারটি ঘড়ির কাটার দিকে ঘুরবে।
- ২ নং গিয়ারটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে।

0
Updated: 2 weeks ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 4 days ago
A
৬
B
৯
C
১১
D
১০
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
উপরের তিনটি যোগফল ÷ ১০
১ম চিত্রে,
(১২ + ২৮ + ৩০) ÷ ১০
⇒ ৭০ ÷ ১০ = ৭
২য় চিত্রে,
(১৮ + ৪২ + ২০) ÷ ১০
⇒ ৮০ ÷ ১০ = ৮
৩য় চিত্রে,
(৪০ + ৪৫ + ১৫) ÷ ১০
⇒ ১০০ ÷ ১০ = ১০
সুতরাং, প্রশ্নবোধক স্থানে ১০ সংখ্যাটি বসবে।

0
Updated: 4 days ago