প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
A
3
B
4
C
6
D
11
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = 4
১ম ত্রিভুজে,
(6 + 4) × 8 = 10 × 8 = 80
২য় ত্রিভুজে,
(8 + 7) × 3 = 15 × 3 = 45
এবং ৩য় ত্রিভুজে,
ধরি, সংখ্যাটি = x
∴ (9 + 8) × x = 68
⇒ 17x = 68
⇒ x = 68/17 = 4

0
Updated: 17 hours ago
নিচের কোনটি ভিন্ন?
Created: 1 week ago
A
A
B
B
C
C
D
D
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?
সমাধান:
"C" ব্যতীত বাকি সবগুলোর ভেতর ও বাহিরের জ্যামিতিক গঠন একই।
"A" চিত্রে - ভেতরেও বৃত্ত এবং বাহিরেও বৃত্ত।
"B" চিত্রে - ভেতরেও বর্গ এবং বাহিরেও বর্গ।
"D" চিত্রে - ভেতরেও আয়ত এবং বাহিরেও আয়ত।
কিন্তু, "C" চিত্রে - ভেতরে বৃত্ত এবং বাহিরে আয়ত।
সুতরাং, "C" ভিন্ন

0
Updated: 1 week ago
ক, গ-এর মামা এবং জ-এর একমাত্র ছেলে কিন্তু জ, চ-এর মা নয়। চ, ঙ-এর স্ত্রী এবং ক-এর একমাত্র বোন। দ, গ-এর ভাই হলে দ, সম্পর্কে জ-এর কী হয়?
Created: 11 hours ago
A
ভাই
B
মামা
C
নাতি
D
ভাগ্নি
প্রশ্ন:
ক, গ-এর মামা
এবং জ-এর একমাত্র
ছেলে কিন্তু জ, চ-এর
মা নয়। চ, ঙ-এর স্ত্রী এবং
ক-এর একমাত্র বোন।
দ, গ-এর ভাই
হলে দ, সম্পর্কে জ-এর কী হয়?
সমাধান:
ক, গ-এর মামা
এবং জ-এর একমাত্র
ছেলে
চ, ক এর একমাত্র
বোন কিন্তু জ, চ-এর
মা নয় অর্থাৎ পিতা।
∴
ক ও চ ভাইবোন।
তাদের পিতা জ।
চ ও ঙ এর
সন্তান গ ও দ
দ, গ-এর ভাই
হওয়ায় দ, সম্পর্কে জ-এর নাতি নয়।

0
Updated: 11 hours ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 17 hours ago
A
শুশ্রুষা
B
সুশ্রুষা
C
শুশ্রূষা
D
শুস্রুশা
প্রদত্ত শব্দগুলোর মধ্যে শুদ্ধ বানান হলো শুশ্রূষা।
-
অর্থ: পরিচর্যা, সেবা
উৎস:

0
Updated: 17 hours ago