অনগ্রসর ব্যক্তিকে কী বলা হয়?
A
র দা আ পা রী ব্যা
B
ড় উ ন্ডী চ ন
C
গ লু উ খা ড়া
D
ক কূ ণ্ডূ ম প
উত্তরের বিবরণ
প্রদত্ত অক্ষরগুলোর থেকে সঠিক শব্দ হলো উলুখাগড়া, যা অনগ্রসর ব্যক্তি বা নিরীহ প্রজা বোঝায়।
অন্যদিকে:
-
রদা আপারী ব্যা → আদার ব্যাপারী: নগণ্য ব্যক্তি
-
ড়ু ন্ডী চ ন → উড়নচণ্ডী: অমিতব্যয়ী
-
ককূ ণ্ডূ মপ → কূপমণ্ডূক: সীমাবদ্ধ জ্ঞানসম্পন্ন ব্যক্তি
উৎস:
0
Updated: 1 month ago
'X' চিত্রটি কোন চিত্রে লুকায়িত আছে?
Created: 1 month ago
A
1
B
2
C
3
D
4
প্রশ্ন: 'X' চিত্রটি কোন চিত্রে লুকায়িত আছে?
সমাধান:
X চিত্রটি ৩ নং চিত্রে লুকায়িত আছে।
0
Updated: 1 month ago
A চাকাটির ঘূর্ণনের দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে C চাকাটির ঘূর্ণনের দিক কোনটি হবে?
Created: 1 month ago
A
ঘড়ির কাঁটার দিকে
B
ঘড়ির কাঁটার বিপরীত দিকে
C
কোনো চাকাই ঘুরবে না
D
একবার ঘড়ির কাঁটার দিকে, একবার ঘড়ির কাঁটার বিপরীতে
প্রশ্ন: A চাকাটির ঘূর্ণনের দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে C চাকাটির ঘূর্ণনের দিক কোনটি হবে?
সমাধান:
A চাকাটির ঘূর্ণনের দিক ঘড়ির বিপরীত দিকে হলে C চাকাটির ঘূর্ণনের দিক হবে ঘড়ির কাঁটার দিকে।
প্রদত্ত চিত্রে দেখা যাচ্ছে,
A চাকাটির ঘূর্ণনের দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে।
এবং
A চাকার সাথে B চাকাটি ক্রস বেল্টের মাধ্যমে যুক্ত আছে।
ফলে A চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে B চাকাটি ঘুরবে এর উল্টোদিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে।
C চাকাটি B চাকাটির সাথে বেল্টের মাধ্যমে সোজাভাবে যুক্ত থাকায় C চাকাটির ঘূর্ণনের দিক হবে B চাকাটির ঘূর্ণনের দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে।
0
Updated: 1 month ago
Created: 2 months ago
A
২৪
B
৩০
C
১৪
D
৪০
প্রশ্ন:
সমাধান:
১ম চিত্রে বর্গ আছে,
১২ + ২২ = ১ + ৪ = ৫ টি
একইভাবে,
২য় চিত্রে বর্গ আছে,
১২ + ২২ + ৩২ + ৪২ = ১ + ৪ + ৯ + ১৬ = ৩০ টি
0
Updated: 2 months ago