প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
A
2
B
4
C
5
D
6
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = 4
চিত্রের প্রথম কলামে,
5 × (6 + 7) = 5 × 13 = 65
দ্বিতীয় কলামে,
4 × (3 + 2) = 4 × 5 = 20
তৃতীয় কলামে,
ধরি, সংখ্যাটি = x
∴ 9 × (1 + x) = 45
⇒ 1 + x = 45/9 = 5
⇒ x = 5 - 1 = 4

0
Updated: 17 hours ago
"খাদাড়ি" শব্দের অর্থ কী?
Created: 11 hours ago
A
কর আদায় করা যার পেশা
B
পুরুষ পাচক
C
লবণ তৈরির কারখানা
D
নকশাকরা রেশমি ফিতেওয়ালা
প্রশ্ন: "খাদাড়ি"
শব্দের অর্থ কী?
সমাধান:
"খাদাড়ি" শব্দের অর্থ
হলো- লবণ তৈরির কারখানা।
অন্যদিকে,
"চৌকিদার" শব্দের অর্থ হলো- কর আদায় করা যার পেশা, প্রহরী।
"বাবুর্চি" শব্দের অর্থ হলো- পুরুষ পাচক।
"বেলদার" শব্দের অর্থ হলো- নকশাকরা রেশমি ফিতেওয়ালা।

0
Updated: 11 hours ago
প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 week ago
A
8
B
9
C
10
D
22
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = 10
প্রথম চিত্রে,
(112/7) × 2
= 16 × 2
= 32
দ্বিতীয় চিত্রে,
(128/4) × 2
= 32 × 2
= 64
তৃতীয় চিত্রে,
(55/11) × 2
= 5 × 2
= 10

0
Updated: 1 week ago
৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬,............ অনুক্রমটির দশম পদ কত?
Created: 1 week ago
A
১১
B
১৩
C
১৪
D
১৭
প্রশ্ন: ৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬,............ অনুক্রমটির দশম পদ কত?
সমাধান:
৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬,............ অনুক্রমটির দশম পদ ১৭ ।
প্রদত্ত অনুক্রমটিতে দুইটি ভিন্ন অনুক্রম বিদ্যমান।
→ ১ম অনুক্রম,
৩, ৪, ৫, ৬, ৭, ৮, ............ (সাধারণ অন্তর ১)
→ ২য় অনুক্রম,
৫, ৮, ১১, ১৪, ১৭, ............... (সাধারণ অন্তর ৩)
→ প্রদত্ত অনুক্রমটিকে বর্ধিত করে পাই,
৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬, ১৪, ৭, ১৭, ৮, .........
∴ অনুক্রমটির দশম পদ ১৭ ।

0
Updated: 1 week ago