কোন পেন্ডুলামটি সবচেয়ে দ্রুত দুলবে?
A
A
B
B
C
দুটিই সমান দ্রুত দুলবে
D
নির্ণয় করা সম্ভব নয়
উত্তরের বিবরণ
প্রশ্ন: কোন পেন্ডুলামটি সবচেয়ে দ্রুত দুলবে?
সমাধান:
A পেন্ডুলামটি সবচেয়ে দ্রুত দুলবে।
আমরা জানি,
পেন্ডুলাম কত দ্রুত দুলবে তা নির্ভর করে পেন্ডুলামের দড়ির দৈর্ঘ্যের উপর।
ভরের উপর পেন্ডুলামের দোলন নির্ভর করে না।
পেন্ডুলামের দড়ির দৈর্ঘ্য যত কম হবে সেটি তত দ্রুত দুলবে।
কারন ছোট দড়ির পেন্ডুলামকে দোলনের সময় কম দূরত্ব অতিক্রম করতে হয় এবং বড় দৈর্ঘ্যের দড়ির পেন্ডুলামকে বেশি দূরত্ব অতিক্রম করতে হয়।
যেহেতু A পেন্ডুলামটির দড়ির দৈর্ঘ্য B পেন্ডুলামের দড়ির দৈর্ঘ্যের তুলনায় কম সেহেতু A পেন্ডুলামটি B পেন্ডুলামের তুলনায় দ্রুত দুলবে।

0
Updated: 17 hours ago
"SOMBRE" শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 17 hours ago
A
Gloomy
B
Dark
C
Bright
D
Dismal
প্রশ্ন: "SOMBRE" শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
সমাধান:
"SOMBRE" শব্দটির বিপরীতার্থক শব্দ হলো - Bright
"SOMBRE" শব্দটির অর্থ হলো- কৃষ্ণবর্ণ; অন্ধকারময়; বিষণ্ণ; নিরানন্দ; মলিন:
"Bright" শব্দটির অর্থ হলো- উজ্জ্বল; আলোকময়।
অর্থাৎ Sombre এবং Bright শব্দদ্বয় পরস্পর বিপরীতার্থক।
অন্যদিকে,
"Gloomy" শব্দটির অর্থ হলো- অন্ধকার; অনালোকিত।
"Dark" শব্দটির অর্থ হলো- অন্ধকার; আঁধার; তিমির; তমসা।
"Dismal" শব্দটির অর্থ হলো- নীরস; বিষণ্ণ; নিরানন্দ; দুঃখদায়ক।
উৎস:

0
Updated: 17 hours ago
A চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে ১০ rpm গতিতে ঘুরে তাহলে D চাকাটির ঘূর্ণনের প্রকৃতি কেমন হবে?
Created: 3 weeks ago
A
ঘড়ির কাঁটার দিকে দ্রুত
B
ঘড়ির কাঁটার বিপরীতে সমান গতিতে
C
ঘড়ির কাঁটার বিপরীতে দ্রুত
D
ঘড়ির কাঁটার দিকে সমান গতিতে
মানসিক দক্ষতা
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
প্রশ্ন: A চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে ১০ rpm গতিতে ঘুরে তাহলে D চাকাটির ঘূর্ণনের প্রকৃতি কেমন হবে?

সমাধান:
A চাকাটি যদি ঘড়ির কাঁটার দিকে ১০ rpm গতিতে ঘুরে তাহলে D চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতে সমান গতিতে ঘুরবে।
• A ও B চাকাদ্বয় পরস্পর সোজা বেল্টের মাধ্যমে যুক্ত আছে।
ফলে A ও B এর ঘূর্ণনের দিক হবে একই দিকে।
• B ও C চাকাদ্বয় পরস্পর ক্রস বেল্টের মাধ্যমে যুক্ত আছে।
ফলে B ও C এর ঘূর্ণনের দিক হবে পরস্পর বিপরীত দিকে।
• C ও D চাকাদ্বয় পরস্পর সোজা বেল্টের মাধ্যমে যুক্ত আছে।
ফলে C ও D এর ঘূর্ণনের দিকে হবে একই দিকে।
• A চাকা (ঘড়ির কাঁটার দিকে) - B চাকা (ঘড়ির কাঁটার দিকে) - C চাকা (ঘড়ির কাঁটার বিপরীতে) - D চাকা (ঘড়ির কাঁটার বিপরীতে)
আবার, কোনো চাকার পরিধি যত কম হবে সেটির ঘূর্ণনের গতি তত বেশি হবে।
ছোট চাকাগুলোর ঘূর্ণন গতি সমান হবে।
অর্থাৎ A ও D চাকার ঘূর্ণন গতি হবে সমান অর্থাৎ ১০ rpm।

0
Updated: 3 weeks ago
১৭, ১৮, ২০, ২৩, ২৭, ?, ৩৮,..............
উপর্যুক্ত অনুক্রমটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
Created: 11 hours ago
A
২৯
B
৩০
C
৩২
D
৩৪
প্রশ্ন:
১৭, ১৮, ২০, ২৩,
২৭, ?, ৩৮,..............
উপর্যুক্ত অনুক্রমটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যা = ৩২
অনুক্রমটিতে,
প্রথম পদ + ১ = ১৭
+ ১ = ১৮
দ্বিতীয় পদ + ২ = ১৮
+ ২ = ২০
তৃতীয় পদ + ৩ = ২০
+ ৩ = ২৩
চতুর্থ পদ + ৪ = ২৩
+ ৪ = ২৭
পঞ্চম পদ + ৫ = ২৭
+ ৫ = ৩২
প্রতিটি সংখ্যার ব্যবধান যথাক্রমে ১, ২, ৩,
৪, ৫, ৬, ...............

0
Updated: 11 hours ago