প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
A
6
B
9
C
12
D
18
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = 12
প্রথম চিত্রে,
(27 ÷ 3) + (16 ÷ 4)
= 9 + 4 = 13
দ্বিতীয় চিত্রে,
(42 ÷ 7) + (65 ÷ 13)
= 6 + 5 = 11
তৃতীয় চিত্রে,
(27 ÷ 9) + (72 ÷ 8)
= 3 + 9 = 12
0
Updated: 1 month ago
Y দক্ষিণ দিকে মুখ করে ৪ কি. মি. হাঁটার পর বামদিকে ঘুরল এবং ৫ কি. মি. হাঁটল। আবার ডানদিকে ঘুরে ৬ কি. মি. হাঁটল। শেষের দিকে Y কোন দিকে মুখ করে হাঁটছিল?
Created: 1 month ago
A
উত্তর
B
দক্ষিণ
C
পশ্চিম
D
পূর্ব
প্রশ্ন: Y দক্ষিণ দিকে মুখ করে ৪ কি. মি. হাঁটার পর বামদিকে ঘুরল এবং ৫ কি. মি. হাঁটল। আবার ডানদিকে ঘুরে ৬ কি. মি. হাঁটল। শেষের দিকে Y কোন দিকে মুখ করে হাঁটছিল?
সমাধান:
প্রদত্ত তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,
∴ শেষের দিকে Y দক্ষিণ দিকে মুখ করে হাঁটছিল।
0
Updated: 1 month ago
ভারসাম্য রক্ষার্থে নির্দেশিত স্থানে কত কেজি ওজন সংযুক্ত করতে হবে?
Created: 2 months ago
A
৫.৪ কেজি
B
৪.৫ কেজি
C
৫.২ কেজি
D
৪.৮ কেজি
প্রশ্ন: ভারসাম্য রক্ষার্থে নির্দেশিত স্থানে কত কেজি ওজন সংযুক্ত করতে হবে?
সমাধান:
১২ × ২ = ক × ৫
⇒ ২৪ = ৫ক
⇒ ক = ২৪/৫
∴ ক = ৪.৮ কেজি
∴ ভারসাম্য রক্ষার্থে নির্দেশিত স্থানে ৪.৮ কেজি ওজন সংযুক্ত করতে হবে।
0
Updated: 2 months ago
Insert the arithmetical signs, if (25 ? 3 ? 6 ÷ 2 = 78)
Created: 1 month ago
A
×, +
B
÷, -
C
+, -
D
none of the above
প্রশ্ন: Insert the arithmetical signs, if (25 ? 3 ? 6 ÷ 2 = 78)
সমাধান:
25 × 3 + 6 ÷ 2
= 25 × 3 + 3
= 75 + 3
= 78
0
Updated: 1 month ago