প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
A
6
B
9
C
12
D
18
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = 12
প্রথম চিত্রে,
(27 ÷ 3) + (16 ÷ 4)
= 9 + 4 = 13
দ্বিতীয় চিত্রে,
(42 ÷ 7) + (65 ÷ 13)
= 6 + 5 = 11
তৃতীয় চিত্রে,
(27 ÷ 9) + (72 ÷ 8)
= 3 + 9 = 12

0
Updated: 17 hours ago
মুকুল তার যাত্রা শুরুর স্থান থেকে ১০ মিটার পূর্ব দিকে হাঁটার পর ডানে ঘুরলো এবং ৬ মিটার হাঁটল। এরপর সে পুনরায় ডানে ঘুরে ১২ মিটার হাঁটল। অতঃপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করল। সে এখন কোন দিকে হাঁটছে?
Created: 1 week ago
A
উত্তর দিকে
B
পশ্চিম দিকে
C
দক্ষিণ দিকে
D
পূর্ব দিকে
প্রশ্ন: মুকুল তার যাত্রা শুরুর স্থান থেকে ১০ মিটার পূর্ব দিকে হাঁটার পর ডানে ঘুরলো এবং ৬ মিটার হাঁটল। এরপর সে পুনরায় ডানে ঘুরে ১২ মিটার হাঁটল। অতঃপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে পুনরায় হাঁটা শুরু করল। সে এখন কোন দিকে হাঁটছে?
সমাধান:
এক্ষেত্রে, ডান + ডান = ২ ডান = বিপরীত দিক, অর্থাৎ মুকুল এখন পূর্ব দিকের বিপরীত দিক অর্থাৎ পশ্চিম দিকে হাঁটছে।

0
Updated: 1 week ago
এশিয়া : হিমালয় : : দক্ষিণ আমেরিকা : ?
Created: 11 hours ago
A
আল্পস
B
কার্পাথিয়ান
C
আন্দিজ
D
ইউরাল
প্রশ্ন: এশিয়া : হিমালয় : : দক্ষিণ আমেরিকা : ?
সমাধান:
এশিয়া : হিমালয় :
: দক্ষিণ আমেরিকা : আন্দিজ
হিমালয় পর্বতমালা এশিয়া মহাদেশে অবস্থিত।
তেমনিভাবে,
আন্দিজ পর্বতমালা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
আন্দিজের অবস্থান মহাদেশটির পশ্চিম উপকূলীয় অঞ্চল জুড়ে ভেনেজুয়েলা থেকে চিলি পর্যন্ত বিস্তৃত।
অন্যদিকে,
আল্পস, কার্পাথিয়ান এবং ইউরাল পর্বতমালা ইউরোপ মহাদেশে অবস্থিত।

0
Updated: 11 hours ago
একটি দেয়াল ঘড়িতে যখন ৯ টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তাহলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?
Created: 3 weeks ago
A
পূর্ব
B
পশ্চিম
C
উত্তর
D
দক্ষিণ
মানসিক দক্ষতা
আধুনিক পদার্থবিজ্ঞান
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
প্রশ্ন: একটি দেয়াল ঘড়িতে যখন ৯ টা বাজে তখন ঘণ্টার কাঁটা যদি পশ্চিম দিকে থাকে তাহলে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে?
সমাধান:

ঘড়িতে যখন ৯ টা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটা পরস্পর সমকোণে থাকে।
তখন ঘণ্টার কাঁটা পশ্চিম দিকে থাকলে মিনিটের কাঁটা উত্তর দিকে থাকবে।

0
Updated: 3 weeks ago