Indignant শব্দটির সমার্থক শব্দ কোনটি?
A
Angry
B
Improper
C
Unskilled
D
Money
উত্তরের বিবরণ
Indignant শব্দটির সমার্থক হলো Angry।
-
Indignant: রুষ্ট, ক্ষুদ্ধ
-
Angry: রাগান্বিত, ক্রুদ্ধ, রুষ্ট
অর্থাৎ, উভয় শব্দই একই ধরনের রাগ বা ক্ষোভ প্রকাশ করে।
অন্যদিকে:
-
Unskilled: অদক্ষ
-
Improper: অনুচিত
-
Money: টাকা
উৎস:

0
Updated: 17 hours ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
Created: 2 weeks ago
A
২৮
B
৩২
C
৬৬
D
৩৪
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
সমাধান:
এখানে,
নিচের সংখ্যা দুইটির বিয়োগফলের সমান উপরের সংখ্যা।
১ম চিত্রে,
১৭ - ৮ = ৯
২য় চিত্রে,
৪০ - ২৮ = ১২
৩য় চিত্রে,
৫০ - ? = ১৬
⇒ ? = ৫০ - ১৬
∴ ? = ৩৪
∴ প্রশ্নবোধক স্থানে ৩৪ সংখ্যাটি বসবে।

0
Updated: 2 weeks ago
A ও B এর মধ্যে কে সবচেয়ে বেশি ভার বহন করছে?
Created: 17 hours ago
A
A
B
B
C
দুইজনই সমান ভার অনুভব করবে
D
কেউই কোনো ভার অনুভব করবে না
প্রশ্ন: A ও B এর মধ্যে কে সবচেয়ে বেশি ভার বহন করছে?
সমাধান:
A ও B এর মধ্যবর্তী ভারবহনকারী দণ্ডটিকে লিভার ধরে নিলে দেখা যাচ্ছে যে ভার টি লিভারের মধ্যবর্তী স্থান হতে B এর বেশি কাছাকাছি অবস্থান করছে।
এর ফলে A এর তুলনায় B এর কাছে ভারটির প্রতিক্রিয়া বল বেশি হবে।
অর্থাৎ A ও B এর মধ্যে B সবচেয়ে বেশি ভার বহন করছে

0
Updated: 17 hours ago
নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
Created: 1 week ago
A
৬ টি
B
১১ টি
C
১২ টি
D
১৩ টি
প্রশ্ন: নিচের চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
সমাধান:
প্রদত্ত চিত্রে,
সাধারণ ত্রিভুজ অর্থাৎ কোনো বাহু ছেদ করেনি এমন ত্রিভুজ-- ABE, BEF, EFC, CDE, AED অর্থাৎ ৫ টি
একটি বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ সংখ্যা-- ABF, BCE, ACE, ABD অর্থাৎ ৪ টি।
দুইটি বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ সংখ্যা-- AFC, BCD অর্থাৎ ২ টি
দুই বা ততোধিক বাহু ছেদ করেছে এমন ত্রিভুজ-- ABC অর্থাৎ ১ টি।
∴ মোট ত্রিভুজ সংখ্যা = (৫ + ৪ + ২ + ১) টি = ১২ টি।

0
Updated: 1 week ago