What is the part of speech of 'glib'?
A
Noun
B
Adjective
C
Adverb
D
Verb
উত্তরের বিবরণ
The part of speech of 'glib' হলো adjective। "Glib" শব্দটি এমন ব্যক্তিকে বা কথাকে বোঝায়, যারা বুদ্ধিদীপ্ত বা চাতুরভাবে কথা বলে, কিন্তু তার বক্তব্য আন্তরিক নয় এবং গভীর চিন্তাভাবনা প্রকাশ করে না।
-
Glib (adjective)
-
English Meaning: (of speakers and speech) using words that are clever, but are not sincere, and do not show much thought
-
Bangla Meaning: (ব্যক্তি, তার কথা বা তার বলার ধরন) অতি তৎপর; অতি মসৃণ কিন্তু আন্তরিক নয়: glib excuse; have a glib tongue
-
Synonyms: Artful (চতুর, ছলনাময়, শৈল্পিক), Talkative (বাচাল), Shallow (অগভীর কথা), Superficial (অগভীর), Hollow (ফাঁপা)
-
Antonyms: Silent, Thoughtful (চিন্তা ভাবনা করে কথা বলা), Serious (গম্ভীর), Genuine (অকৃত্রিম), Sincere (আন্তরিক, খাঁটি, একনিষ্ঠ)
-
Other Forms: Glibly (adverb), Glibness (noun)
-
Example Sentences:
-
He had assumed that his glib explanations would convince us.
-
It was a glib response to a complex question
-
-

0
Updated: 17 hours ago
'It was a cowardly attack on a defenceless man.' Here 'cowardly' is a/an ______.
Created: 5 days ago
A
adverb
B
adjective
C
noun
D
conjunction
It was a cowardly attack on a defenceless man. Here, 'cowardly' is an - Adjective.
এটি একটি কাপুরুষোচিত আক্রমণ ছিল একজন অসহায় মানুষের ওপর। এখানে 'cowardly' একটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
-
'Cowardly' শব্দটি noun 'attack' এর আগে বসে সেটিকে বর্ণনা করছে।
-
এটি attack-এর গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করছে, অর্থাৎ attack কেমন? → cowardly।
-
Structure: "a + adjective + noun" = "a cowardly attack"।
Adjective
-
সাধারণভাবে কোনো noun বা pronoun-এর পূর্বে বসে সেটিকে modify করলে তাকে adjective বলে।
-
এখানে cowardly শব্দটি “attack” শব্দকে describe করছে।
Cowardly (adjective)
-
English meaning: not brave; not having the courage to do things that other people do not think are especially difficult.
-
Bangla meaning: ভীরু, কাপুরুষোচিত, ভয়প্রবণ।
অন্যদিকে, cowardly adverb হিসেবেও ব্যবহৃত হতে পারে (old use)।
Cowardly (adverb) [old use]
-
English meaning: in a way that shows someone is not at all brave and is too eager to avoid danger, difficulty, or pain.
-
Bangla meaning: (১) ভীরু স্বভাবের, (২) কাপুরুষোচিত।
-
Example: We will not retreat or act cowardly.
-
এখানে এটি verb-কে modify করছে বলে adverb হিসেবে কাজ করছে।

0
Updated: 5 days ago
No compromises, no ands.
Here, the underlined words are respectively -
Created: 1 month ago
A
Conjunction, Conjunction
B
Noun, Noun
C
Verb, Verb
D
Conjunction, Noun
• Correct answer: Noun, Noun.
• No compromises, no ands.
এখানে,
- "compromises" কে noun হিসেবে ব্যবহার করা হয়েছে,
- এবং adjective হিসেবে ব্যবহৃত "No" "compromises" কে মডিফাই করেছে।
- "ands" কে noun হিসেবে ব্যবহার করা হয়েছে,
- এবং adjective হিসেবে ব্যবহৃত "no" "ands" কে মডিফাই করেছে।

0
Updated: 1 month ago
Select the sentence in which 'fast' is an adverb:
Created: 5 days ago
A
Don't drive so fast!
B
Technology is expanding at a fast pace.
C
Muslims fast during Ramadan.
D
Ushashi went on a 24-hour fast to detox.
সঠিক উত্তর হলো – ক) Don't drive so fast! এখানে drive একটি verb এবং fast verb-টিকে modify করছে, অর্থাৎ "কত দ্রুত গাড়ি চালানো হবে" তা বোঝাচ্ছে। তাই এখানে fast একটি adverb।
-
Adverb: যে word একটি verb, adjective, অন্য adverb বা পুরো বাক্যকে modify করে তাকে adverb বলে।
-
Fast [adverb]:
-
English meaning: quickly
-
Bangla meaning: দ্রুত; তাড়াতাড়ি
-
Example:
-
Don't drive so fast!
-
How fast were you going?
-
-
Other options:
খ) Technology is expanding at a fast pace.
-
এখানে fast একটি adjective, কারণ এটি pace (noun) কে describe করছে।
-
সুতরাং এখানে fast হলো adjective।
-
Adjective: সাধারণত noun বা pronoun এর পূর্বে বসে সেটিকে modify করে।
-
Fast [adjective]:
-
English meaning: moving or happening quickly, or able to move or happen quickly
-
Bangla meaning: ক্ষিপ্র; দ্রতগামী
-
গ) Muslims fast during Ramadan.
-
এখানে fast হলো verb, যার অর্থ "রোজা রাখা"।
-
Fast [verb]:
-
English meaning: to eat little or no food for a period of time, especially for religious or medical reasons
-
Bangla meaning: উপবাস করা; রোজা রাখা
-
ঘ) Ushashi went on a 24-hour fast to detox.
-
এখানে fast হলো noun, যার অর্থ "রোজা"।
-
Fast [noun]:
-
English meaning: a period during which you do not eat food, especially for religious or health reasons
-
Bangla meaning:
-
উপবাস: a fast of three days
-
উপবাসের দিন বা সময়
-
-

0
Updated: 5 days ago