The synonym of 'suffrage' is:
A
Homily
B
Cognizant
C
Exclusion
D
Ballot
উত্তরের বিবরণ
Suffrage হলো ভোট দেওয়ার অধিকার বা নির্বাচনে ভোটাধিকার। এটি সাধারণত রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণের অধিকার বোঝায়।
-
Suffrage (noun)
-
English Meaning: the right to vote in political elections
-
Bangla Meaning:
-
[countable noun] (আনুষ্ঠানিক) ভোট; নির্বাচন
-
[uncountable noun] ভোটাধিকার; বরণাধিকার: In many countries, women had to agitate for their suffrage
-
-
Synonyms: Ballot (ব্যালট), Franchise, Vote (ভোট দেওয়ার অধিকার), Dealership, Consensus (ঐক্যমত)
-
Antonyms: Disagreement (মতানৈক্য), Exclusion (বর্জন), Alienation (অধিকার বঞ্চিত করা), Isolation (আলাদাকরণ), Exclusion (বর্জন, বহিষ্কার)
-
Other Forms: suffragette [সাফ্রাজেট্] (noun) – ব্রিটেনে বিশ শতকের গোড়ার দিকে নারীর ভোটাধিকারের জন্য আন্দোলনকারী মহিলা
-
Example Sentences:
-
There has never been a time since universal suffrage when establishment politics has been so cut off
-
-
-
Other options for comparison:
-
Homily (noun)
-
English Meaning: A speech or piece of writing giving advice on the correct way to behave, etc.
-
Bangla Meaning: ধর্মকথা; ধর্মব্যাখ্যান; ওয়াজ; হিতোপদেশমূলক দীর্ঘ ক্লান্তিকর বক্তৃতা
-
-
Cognizant (adjective)
-
English Meaning: having knowledge or understanding of something
-
Bangla Meaning: জ্ঞাত; অবগত
-
-
0
Updated: 1 month ago
Which word is an antonym of "relegate"?
Created: 1 month ago
A
Expel
B
Clear
C
Distinct
D
Promote
Relegate একটি verb, যা বোঝায় কাউকে বা কোনো কিছুকে নিম্নতর পদ, স্তর বা গুরুত্বহীন অবস্থানে সরিয়ে দেওয়া। এটি সাধারণত পদমর্যাদা হ্রাস, দায়িত্ব কমানো বা অবমূল্যায়নের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
-
Relegate (verb)
English Meaning: To put something or someone into a lower or less important rank or position
Bangla Meaning: নিম্ন পদ বা অবস্থায় অপসারিত করা; পর্যবসিত করা -
Correct Answer: ঘ) Promote
-
Synonyms: Downgrade (নিচে নামানো; তুচ্ছ করা), Lower (অপদস্থ করা), Degrade (পদ বা মর্যাদাহানি করা), Expel (বহিষ্কার করা), Evict (উচ্ছেদ করা)
-
Antonyms: Upgrade (উচ্চতর স্তরে উন্নীত করা), Promote (পদোন্নতি দান করা; সংবর্ধিত করা), Take in (গ্রহণ করা), Disarrange (বিশৃঙ্খলা করা), Jumble (মিশ্রিত করা)
-
Other Forms:
-
Relegation (noun): দায়িত্ব অর্পণ; প্রতিনিধি নিয়োজন; নিম্নপদে অপসারণ
-
-
Other Options:
-
Clear: স্বচ্ছ
-
Distinct: সহজে দৃশ্যমান; পৃথক; স্বতন্ত্র
-
-
Example Sentences:
-
Many of them complain about the second-class role they were relegated to.
-
The bill has been relegated to committee for discussion.
-
-
Source:
0
Updated: 1 month ago
A synonym of "innocuous" is
Created: 1 month ago
A
Distend
B
Gentle
C
Obnoxious
D
Indigence
সঠিক উত্তর হলো Gentle।
Innocuous একটি Adjective বা বিশেষণ। এটি এমন কিছু বোঝায় যা সম্পূর্ণভাবে ক্ষতিকর নয়, কোনোরূপ ক্ষতি বা বিপদ সৃষ্টি করে না।
-
বাংলা অর্থ: অনপকারী; নির্বিষ।
-
সমার্থক শব্দ: Inoffensive (নিরপরাধ), Gentle (অমায়িক), Safe (নিরাপদ), Harmless (নিরীহ), Benign (অমায়িক)।
-
বিপরীতার্থক শব্দ: Obnoxious (নোংরা, অত্যন্ত আপত্তিকর), Harmful (ক্ষতিকর), Adverse (প্রতিকূল), Mischievous (অনিষ্টজনক), Wicked (দুষ্টু)।
-
উদাহরণ বাক্য:
১. At least one good thing I can say about this ride is that it is fairly innocuous and gentle.
২. Those innocuous lies we must tell every day if society is to remain civil.
অন্য বিকল্প শব্দের অর্থ:
-
Distend (Verb, Transitive & Intransitive):
-
ইংরেজি অর্থ: (সাধারণত পেট বা শরীরের অন্য অংশের ক্ষেত্রে) ভিতরের চাপের কারণে ফোলা বা বড় হওয়া।
-
বাংলা অর্থ: ফোলা বা ফোলানো।
-
0
Updated: 1 month ago
What is the synonym of "fledgling"?
Created: 1 month ago
A
Beginning
B
Mature
C
Recant
D
Delineate
সঠিক উত্তর হলো Beginning।
Fledgling একটি Adjective। এটি বোঝায় এমন কিছু বা কেউ যা নতুন এবং অভিজ্ঞতাহীন।
-
বাংলা অর্থ: নতুন এবং অনভিজ্ঞ।
-
সমার্থক শব্দ: Arising (উদ্ভূত), Beginning (প্রারম্ভ), Growing (বৃদ্ধিমূলক), Novice (শিক্ষানবীস), Punk (অকেজো), Trainee (প্রশিক্ষনার্থী)।
-
বিপরীতার্থক শব্দ: Declining (পতনশীল), Mature (পরিপক্ব করা বা হওয়া), Old Timer (অভিজ্ঞ), Veteran (দক্ষ, বর্ষীয়ান), Guru (গুরু)।
-
উদাহরণ বাক্য:
১. You are the leader of the opposition in this emerging, fledgling democracy.
২. At hockey, he's still a fledgling and needs to work on his basic skating skills।
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Recant (Verb, Transitive & Intransitive):
-
ইংরেজি অর্থ: To announce in public that your past beliefs or statements were wrong or not true and that you no longer agree with them।
-
বাংলা অর্থ: (মতামত, বিশ্বাস) ছেড়ে দেওয়া/ত্যাগ করা; (বিবৃতি) অমূলক বলে প্রত্যাহার/কোনো কিছু পরিহার করা।
-
-
Delineate (Verb, Transitive):
-
ইংরেজি অর্থ: To describe something completely, including details।
-
বাংলা অর্থ: (আনুষ্ঠানিক) চিত্র বা বর্ণনার সাহায্যে দেখানো; চিত্রিত/বর্ণিত/অঙ্কন করা।
-
0
Updated: 1 month ago